ঘরের মাঠে ইংল্যান্ড-এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত হল ভারতের মহিলা ক্রিকেট দল। ভারতীয়-এ দলে পরিচিত মুখের অভাব নেই। তবে উল্লেখযোগ্য বিষয় হল, ১৬ জনের স্কোয়াডে জায়গা পেলেন না বাংলার কোনও মহিলা ক্রিকেটার। স্কোয়াডে কর্ণাটকের ক্রিকেটারদের রমরমা। এমন কী অসম থেকেও সুযোগ পেয়েছেন ২ জন।
তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেরলের ডানহাতি অফ-স্পিনার মিন্নু মণি, যিনি ইতিমধ্যেই ভারতের হয়ে ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে পকেটে পুরেছেন ৬টি উইকেট। উইমেন্স প্রিমিয়র লিগে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রতিনিধিত্ব করেন।
কর্ণাটকের চারজন ক্রিকেটার রয়েছেন দলে। শ্রেয়াঙ্কা পাতিল ও মণিকা প্যাটেলের সঙ্গে সুযোগ পেয়েছেন বৃন্দা দীনেশ ও জ্ঞানানন্দ দিব্যা। উইকেটকিপার উমা ছেত্রীর সঙ্গে অসম থেকে এই দলে সুযোগ পেয়েছেন জিন্তিমণি কলিতা।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের এই টি-২০ সিরিজ। সিরিজের শেষ ২টি টি-২০ ম্যাচ খেলা হবে যথাক্রমে ১ ও ৩ ডিসেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ম্য়াচগুলি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে।
ইংল্যান্ড-এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল:-
মিন্নু মণি (ক্যাপ্টেন, কেরল), কণিকা আহুজা (পঞ্জাব), উমা ছেত্রী (উইকেটকিপার, অসম), শ্রেয়াঙ্কা পাতিল (কর্ণাটক), গঙ্গাদি তৃষা (হায়দরাবাদ), বৃন্দা দীনেশ (কর্ণাটক), জ্ঞানানন্দ দিব্যা (কর্ণাটক), আরুশি গোয়েল (উত্তরপ্রদেশ), দীশা কাসাত (বিদর্ভ), রাশি কানোজিয়া (উত্তরপ্রদেশ), মন্নত কাশ্যপ (পঞ্জাব), অনুষা বরেড্ডি (অন্ধ্র), মণিকা প্যাটেল (কর্ণাটক), কাশাবী গৌতম (চণ্ডীগড়), জিন্তিমণি কলিতা (অসম) ও প্রকাশিকা নায়েক (মুম্বই)।
ভারত-ইংল্যান্ড এ-দলের টি-২০ সিরিজের সূচি:-
প্রথম টি-২০: ২৯ নভেম্বর (ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই)।
দ্বিতীয় টি-২০: ১ ডিসেম্বর (ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই)।
তৃতীয় টি-২০: ৩ ডিসেম্বর (ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই)।
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মুম্বইয়েই বসবে পরবর্তী উইমেন্স প্রিমিয়র লিগের নিলামের আসর। তার আগে ফ্র্যাঞ্চাইজিদের নজর কাড়ার এটাই সেরা সুযোগ ভারতীয়-এ দলের মহিলা ক্রিকেটারদের সামনে। গতবারের নিলামে ৩ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নেয় স্মৃতি মন্ধনাকে। নিলামের সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন তিনি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে সবথেকে বেশি দাম পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার ও ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট। দু'জনের দাম ওঠে ৩ কোটি ২০ লক্ষ টাকা করে।