আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই, জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলগুলি। অধিকাংশ দলের কাছেই নেই আর বেশি সময় ও সিরিজ প্রস্তুতির জন্য। পাশাপাশি, দলকে শক্তিশালী করার লক্ষ্যে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে সব দলের টিম ম্যানেজমেন্ট ও বোর্ড। একই ভাবে ইংল্যান্ড দলও আসন্ন টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করে বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা দ্রুত ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার পোলার্ডকে নিয়োদ করতে চলেছে দলের পরামর্শদাতা হিসেবে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের পিচ কেমন তা সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন এবং তাঁর পরামর্শ ইংল্যান্ড ক্রিকেট দলকে ভালো ফল করতে সাহায্য করবে।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে একেবারেই ভালো ফল করতে পারেননি বাটলাররা। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ২০১৯ সালের চ্যাম্পিয়নরা। ৯টি ম্যাচের মধ্যে জিতেছিলেন মাত্র তিনটি ম্যাচ। অধিকাংশ ম্যাচেই লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল তাদের। তাই ঘুরে দাঁড়াতে হলে আসন্ন টি-২০ বিশ্বকাপ জেতা জরুরি। তাই দল যাতে ভালো ফল করতে পারে সেই কারণে ম্যানেজমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ডকে মুখ্য পরামর্শদাতা হিসেবে নির্বাচিত করার। জনপ্রিয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের একটি রিপোর্ট মারফত জানা গিয়েছে যে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজের পিচ সম্পর্কে ধারণা ভালো এবং তার পরামর্শে ট্রফি জিততে পারে ইংল্যান্ড।
রিপোর্টে বলা হয়েছে, '৩৬ বছর বয়সী কায়রন পোলার্ড একজন দুর্দান্ত টি-২০ ক্রিকেটার। একই সঙ্গে সবচেয়ে অভিজ্ঞ টি-২০ ক্রিকেটারও তিনি। ৬৩৭টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। উনি নিজের ক্রিকেট জীবনে মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও নিজের দল ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছেন একটি টি-২০ বিশ্বকাপ।' এছাড়াও রিপোর্টে বলা হয়েছে যে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজের পিচ সম্বন্ধে অভিজ্ঞতা আছে এবং তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে ইংল্যান্ডের।
রিপোর্টে আরও বলা হয়েছে, 'যেহেতু পোলার্ডের একজন ক্যারিবিয়ান ক্রিকেটার সুতরাং ওয়েস্ট ইন্ডিজের পিচ সম্বন্ধে ওর খুব ভালো ধারণা আছে এবং ওর অভিজ্ঞতা কাজে আসতে পারে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য। ওকে পরামর্শদাতা করা হলে ইংল্যান্ড ক্রিকেট টিমের সুবিধা হবে এবং লাভ করবে দল। আপাতত আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই পোলার্ডকে আমরা পরামর্শদাতা হিসেবে বেছে নিয়েছি। তবে যদি ফল ভালো পাই, তাহলে আগামীদিনেও ওকে আমরা রাখবো। তবে ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।'