শুভব্রত মুখার্জি:- শনিবার দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রুমে চলতি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং জিম্বাবোয়ে। সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানেই ঘটে গিয়েছে এক বিতর্কিত ঘটনা। অনভিপ্রেত এই ঘটনা ঘটে যাওয়াতে বিস্মিত ক্রিকেট সমর্থকদের সকলেই। ঘটনার জেরে হতবাক হয়ে যান ইংল্যান্ড ব্যাটার হামজা শফিকও। তিনি আউট হয়ে বেশ কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন।
ইংল্যান্ড ব্যাটার হামজা শেখ জিম্বাবোয়ের কিপারের হাতে বল তুলে দেওয়ার পরেই আউটের আবেদন করে ফিল্ডিং দল। ঘটনাটি ঘটেছে ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়ে। তখন ১৮তম ওভারের খেলা চলছে। ১৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর মাত্র তিন উইকেট হারিয়ে রান ৭৮। বোলিং করছিলেন জিম্বাবোয়ের রায়ান সিম্বি।ব্যাট করছিলেন হামজা শেখ। তিনি রায়ানের বল খেলতে গিয়ে মিস করেন। বল তাঁর গায়ে লেগে উইকেটের সামনেই পড়ে যায়। সবাই তখন হাল্কা আপিল করেন। কিপার রায়ান কামওয়েম্বা এরপর আপিল করে বসেন। প্রথমে এই আপিল দেখে হতচকিত হয়ে যান।
শেখ উল্টোপ্রান্তে দাঁড়ানো থিও উইলির দিকে তাকিয়ে যেন জিজ্ঞাসা করেন এটা হচ্ছেটা কি? বল হাত দিয়ে ধরে কিপার রায়ানকে দেওয়ার আগে ইঙ্গিতে কিপারের থেকে অনুমতিও চেয়ে নিয়েছিলেন হামজা। তিনি বল হাত দিয়ে ধরে ক্রিকেটের আইন অনুযায়ী কোন সুবিধা নিতে যাননি। তা সত্ত্বে তাঁকে ফিল্ডিং দলকে বাধা দেওয়ার অপরাধে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট দেওয়া হয়।
ম্যাচে ৯ বল খেলে আউট হন হামজা। করেন মাত্র একটি রান। ঘটনাচক্রে এমন একটি ঘটনা ২০১৮ সালের অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপেও ঘটেছিল। ওই ঘটনাতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক এমানুয়েল স্টুয়ার্ট 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' এর আবেদন করেন প্রোটিয়া ব্যাটার জিভেশান পিল্লাইয়ের বিরুদ্ধে। এখানে পিল্লাই একইভাবে আউট হয়েছিলেন। শনিবারের ম্যাচে ইংল্যান্ড অবশ্য এই বিতর্কিত ঘটনার পরেও ম্যাচ সহজভাবেই জিতেছে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৭ উইকেটে ২৩৭ রান করে। জবাবে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে দল।