Lauren Cheatle skin cancer: অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেট তারকা লরেন চিটলের কেরিয়ার যেন হঠাৎ করেই থমকে গিয়েছে। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বাঁ-হাতি পেসার লরেন চিটল। তাঁর ত্বকের ক্যানসার হয়েছে, তারই চিকিৎসা চলছে তাঁর। সেই কারণেই ঘরোয়া মরশুমের বাকি ম্যাচ এবং ভারতে অনুষ্ঠিত মহিলা প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না তিনি। বুধবার থেকে চিটল এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের যাত্রা শুরু করবেন। তিনি এর আগে ২০২১ সালেও ত্বকের ক্যানসারের জন্য চিকিৎসা করেছিলেন।
২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলতি মরশুমের WPL বা মহিলা প্রিমিয়ার লিগ। লরেন চিটলের এবারে গুজরাট জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল। তিনি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু চিকিৎসার জন্য এখন তিনি এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। ভারতের মহিলা প্রিমিয়ার লিগের পাশাপাশি নিউ সাউথ ওয়েলসের জন্য WNCL মরশুমের বাকি অংশও মিস করবেন লরেন চিটল। তিনি ACT এর বিরুদ্ধে তার শেষ ম্যাচে ১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন এবং মরশুমে ১৫.৪৫ ইকোনমি রেটে ১১টি উইকেট শিকার করেছিলেন।
সিডনি সিক্সার্সের হয়ে WBBL-এ তিনি ১৭.২৩ ইকোনমি রেটে ২১টি উইকেট নিয়েছিলেন। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চিটল খেলোয়াড়দের নির্ধারিত অফ-সিজন বিরতির পরে NSW এর সঙ্গে অনুশীলনে ফিরে যাওয়ার লক্ষ্য রাখছে।’ গত বছরের ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া এ-এর হয়ে চিত্তাকর্ষক ফর্ম এবং সিডনি সিক্সার্সের জন্য একটি শক্তিশালী মহিলা বিগ ব্যাশ লিগ খেলেছিলেন তিনি।
চিটল গত বছরের শেষের দিকে ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ান দলে ডাক পেয়েছিলেন। তিনি গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন। কাঁধের চোটের কারণে ২০১৯ সালে সুযোগ এলেও প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে পারেননি তিনি। মনে করা হচ্ছে সবকিছু ঠিকঠাক চললে চলতি মাসেই পার্থে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচের জন্য সুযোগ পাবেন লরেন চিটল।
২০২১ সালের জুন মাসে তার পায়ে একটি সমস্যা লক্ষ্য করার পরে প্রাথমিক পর্যায়ের ত্বকের ক্যান্সার ধরা পড়ে। কিন্তু পরবর্তী পরীক্ষায় জানা যায় যে ক্যানসার ছড়িয়ে পড়েনি। অস্ত্রোপচারের পর চার মাস বোলিং করা থেকে বিরত থাকার পর তিনি ক্রিকেটে ফিরে আসেন। এর পরে কাঁধে আরেকটি গুরুতর আঘাত পান তিনি। আবার থমকে গেল তাঁর কেরিয়ার।