এই মুহূর্তে ভারতের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ। রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। পরপর সাতটি ম্যাচ জিতে প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। বিশ্বকাপের মধ্যেই আগামী আইপিএলের জন্য নিজেদের ঘর গোছাতে নেমে পড়েছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আগামী মরশুমের জন্য তারা সই করালেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে। এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে দলে নেওয়ার জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে বেশ ভালো ফর্ম করে চলেছেন। বিশেষ করে ১৫০ এবং এখনও পর্যন্ত ১০৯টি উইকেট তিনি নিয়েছেন। এই ক্যারিবিয়ান ক্রিকেটার গত বছর লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। শুধু তাই নয়, ২০২২ আইপিএলেও তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এবার সেই তারকাকে নিজেদের সংসারে স্থান দিলেন রোহিত শর্মারা। মুম্বই ইন্ডিয়ান্স বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, 'মুম্বই ইন্ডিয়ান্স গর্বের সঙ্গে জানাচ্ছে আগামী মরশুমের জন্য ওয়েস্ট ইন্ডিয়ান তারকা অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে স্বাগত জানাচ্ছে। গত কয়েক বছর ধরে টি-টোয়েন্টিতে শেফার্ড দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আমাদের আশা ওর দলে যুক্ত হওয়া অনেকটাই সাহায্য করবে আমাদেরকে।'
আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন রয়েছে। ফলে সেই সময় আইপিএল হবে কিনা একটা ধোয়াশা রয়েছে। অনেকের মুখেই শোনা যাচ্ছে দেশের বাইরে অন্য কোথায় এই ফ্র্যাঞ্চাইজি লিগ হতে পারে। আবার কেউ বলছেন এবার যেমন বিশ্বকাপ অক্টোবর-নভেম্বর মাসে হচ্ছে, এই সময়ও আইপিএল হতে পারে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু জানায়নি। তবে এবার জানা গেল আগামী আইপিএলের নিলাম কবে এবং কোন শহরে হতে চলেছে।
এই প্রথমবার দেশের বাইরে হতে চলেছে আইপিএলের নিলাম। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। পাশাপাশি সব ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে রিটেনশন ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময় আগামী ২৬ নভেম্বর। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই রিটেনশন ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। তবে হঠাৎ কেন দুবাইতে করা হচ্ছে নিলাম? প্রশ্ন উঠছে। তবে ক্রিকেট মহল মনে করছে, সৌদি ক্রাউন প্রিন্স ৫০০ কোটির বিনোয়ের ইচ্ছা প্রকাশ করেছে। ঠিক সেই জন্যই দুবাইয়ে নিলামের আসর বলে মনে করা হচ্ছে।