ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপ জিততে পারবে কিনা তার উত্তর দেবে সময়। তবে দল যে সঠিক লোকের হাতেই আছে তা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মা দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করেছেন ভারতীয় দলকে আইসিসির প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স করে চ্যাম্পিয়ন করতে। গত বছর ভারতে বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। যদিও সেবার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার সামনে আরও একটা বিশ্বকাপ, ছোট ফরম্যাটে। যার আসর বসছে আগামী জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সেখানেই ফের অধিনায়ক রোহিতের পরীক্ষা। পাশ করতে পারলেই ১১ বছরের ট্রফির খরা কাটবে ভারতীয় দলের, ফেল করলে আরও একবার অপেক্ষাই করতে হবে ভারতের ক্রিকেটপ্রেমীদের।
এদিকে মঙ্গলবারই ৩৭ পেরিয়ে ৩৮-এ পা দিলেন মুম্বই ইন্ডিয়ান্সে খেলা এই তারকা ক্রিকেটার। ভারত অধিনায়কের জন্মদিনে সর্বস্তর থেকেই আসছে শুভেচ্ছা বার্তা। এরই মধ্যে রোহিত শর্মাকে দেওয়া পেপ টক ফাঁস করলেন গৌতম গম্ভীর। তরুণ রোহিতকে তিনি বলেছিলেন, একদিন ক্রিকেটবিশ্বে রাজত্ব করবে।
এক সাক্ষাৎকার দিতে গিয়ে বর্তমান নাইটদের মেন্টর গৌতম গম্ভীর বলেন, ‘ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে রান পাচ্ছিল না রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই সকলে সমালোচনা করছিল। আমি ওকে তখন বলেছিলাম, আমার যেটুকু ক্রিকেট জ্ঞান আছে বা যেটুকু আমি ক্রিকেট বুঝি তাতে বলছি, তুমি একদিন বিশ্বক্রিকেটে রাজত্ব করবে’।
ভারতের ২০০৭ বিশ্বকাপ এবং ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গৌতম গম্ভীরের কথা রোহিত শর্মা মন দিয়ে শুনেছিলেন। গৌতির পেপ টক যে সত্যি তাঁর জীবনে কাজে লেগেছে, তা বর্তমানে বলাই যায়। গৌতি আরও বলছেন, ‘ রোহিত যদি প্রথমদিকে সফল হয়ে যেত, তাহলে ও ভাবত আন্তর্জাতিক ক্রিকেট হয়ত সহজ। কিন্তু নিজে যেহেতু সেদিন খারাপ ফর্ম কাটিয়েছিল তাই এখন জুনিয়ররা খারাপ খেললেও তাঁদের ওপর ভরসা করে দলে একটা ভারসাম্য রেখে চলার চেষ্টা করে। ২০০৭ টি২০ বিশ্বকাপে ওর ব্যাটেও রান এসেছিল। ভালো রান আউটও করেছিল। সকলে আমার কথা বলে, কিন্তু ওর অবদান ভুললে হবে না'।
আইপিএল বাদ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটই যদি দেখা যায় তাহলে বিশ্বকাপে ভারতের অন্যতম সফল ওপেনার রোহিত শর্মা। সাতটি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। টেস্ট ফরম্যাটে ৫৯ ম্যাচে ৪১৩৮ রান করেছেন। ওডিআইতে ২৭২ ম্যাচে ১০৭০৯ রান। দুই ক্ষেত্রেই ৪৫-এর ওপরে। টি২০তে রোহিত করেছেন ১৫১ ম্যাচে ৩৯৭৪ রান। টি২০তে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের নিরিখে বিরাটের থেকে মাত্র ৬৩ রানে পিছিয়ে রয়েছেন রোহিত।