বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং। মঙ্গলবারই আইসিসি টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সেই দলে ওপেনিং বা টপ অর্ডারে তেমন বড় পরিবর্তন কিছু হয়নি। প্রত্যাশা মতোই দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়ালরা। দুই উইকেটরক্ষক সঞ্জু স্যামসন এবং ঋষভ পন্তকেও দলে রেখেছেন নির্বাচকরা। যদিও কিছুটা অবাক করেই এবারের বিশ্বকাপের দলে রয়েছে ৪জন স্পিনার। তার মধ্যে দুজন যদিও অলরাউন্ডার। তবুও চার স্পিনার স্ট্র্যাটেজি নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও বড় বিষয় হল, এবারের আইপিএল স্পেশালিস্ট তিনজন পেসার রয়েছেন। তাঁরা হলেও আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাহ। এদের মধ্যে যশপ্রীত বুমরাহ এবারের আইপিএলে তুলনায় ভালো পারফরমেন্স করেছেন, বাকিরা তেমনটাও নয়। এদিকে একটা কথা মাথায় রাখতে হবে, নিউ ইয়র্কে বসতে চলা পিচ এসেছে অ্যাডিলেড থেকে, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে। তাই অজিদের বানানো পিচ আদৌ কতটা স্পিন সহায়ক হবে তা নিয়ে একটা প্রশ্ন থাকছে। যদিও ওয়েস্ট ইন্ডিজেই পরের দিকে গুরুত্বপূ্র্ণ ম্যাচ হবে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সম্মানরক্ষার ম্যাচ নিই ইয়র্কে। ফলে স্পিনাররা সেখানে সুবিধা পাবেন, এই প্রার্থনাই করবে টিম ম্যানেজমেন্ট, কারণ সিরাজ-আর্শদীপদের সাম্প্রতিক পারফরমেনস।
টি২০ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছে অফ ফর্মে থাকা আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ। সাধারণত তাঁরা টি২০তে ভারতীয় দলের সদস্য হলেও এবারের আইপিএলে নিজেদের ছন্দে নেই। যদিও আইপিএলের সিংহভাগই, ফ্ল্যাট উইকেট বলে দাবি করেছেন বোলাররা।
এবারের আইপিএলে মহম্মদ সিরাজ ৯ ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট, ইকোনমি ৯.৫০
আর্শদীপ সিং ২০২৪ আইপিএলে নিয়েছেন ৯ ম্যাচে ১২ উইকেট, ইকোনমি ৯.৬৪
হার্দিক পান্ডিয়া ৯ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট, ইকোনমি ১১.৯৫
রবীন্দ্র জাদেজা ৯ ম্যাচে নিয়েছেন মাত্র ৫ উইকেট, ইকোনমি ৭.৫৫
রিজার্ভ দলে রাখা হয়েছে খলিল আহমেদকে। তিনি এবারে আইপিএলে ১১ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট, ইকোনমি ৯.৪৮
রাজস্থান রয়্যালসে খেলা আবেশ খানও রিজার্ভে রয়েছেন। তিনি আইপিএল ২০২৪-এ ৯ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। ইকোনমি ৯.৫৪।
আরও পড়ুন-IPL 2024- অভিষেকের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি, কেকেআর তারকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো
কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক কমিটি নিশ্চই চাইবে এই স্কোয়াডই নিজেদের সেরাটা তুলে ধরুক আইপিএলের পারফরমেন্স ভুলে। যদিও মাথায় রাখতে হবে, আইপিএল শেষের পর কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপ শুরু হচ্ছে। ফলে শারীরিক বা মানসিক বিশ্রাম, কোনওটাই ঠিক মতো পাবেন না ক্রিকেটাররা। ফলে আইপিএলে টানা খারাপ পারফরমেন্স করতে থাকলে আত্মবিশ্বাসে ধাক্কা লাগতে বাধ্য, তবে ক্রিকেটারদের মধ্যে সেই হ্যাঙ্গোভার যাতে বিশ্বকাপে না থাকে, সেটাই চাইবে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট।