শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ার হয়ে সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মারকুটে স্বভাবের এই ব্যাটার ভারতের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আইপিএলে নিয়মিত খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় বংশোদ্ভুত ভিনি রমনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এবার দম্পতির জন্য এল সুখবর। তাদের ঘর আলো করে জন্ম নিল তাদের প্রথম সন্তান। পুত্র সন্তানের জন্ম দিলেন ভিনি রমন। বাবা-মা হলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমন। দম্পতি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাদের পুত্র সন্তানের আগমনের কথা জানান তাঁরা।
তাদের পুত্র সন্তানের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। তাঁরা তাঁদের সদ্যোজাত সন্তানের নামও জানিয়েছেন। পুত্র সন্তানের নাম দিয়েছেন তাঁরা লোগান ম্যাভেরিক ম্যাক্সওয়েল। এই খবর জানাজানি হওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমন। পরিবার, পরিজন থেকে অস্ট্রেলিয়া দলের প্রাক্তন,বর্তমান ক্রিকেটার। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোরের সদস্যরা কেউ বাদ পড়েননি তাদেরকে শুভেচ্ছা জানাতে। আরসিবিতেই তাঁর সতীর্থ তথা প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ও তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।
২০২৩ সালের আইপিএলে যখন আরসিবির হয়ে খেলছিলেন গ্লেন ম্যাক্সওয়েল সেই সময়েই তাঁর স্ত্রী ভিনি জানিয়েছিলেন তাঁরা মুখিয়ে রয়েছেন তাদের প্রথম সন্তান কবে ভূমিষ্ঠ হন সেইদিকেই। অক্টোবর মাসেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অজি দলের হয়ে খেলবেন গ্লেন ম্যাক্সওয়েল। ফলে ফের একবার তাঁকে আসতে হবে ভারতে। জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল।
উল্লেখ্য ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরে পায়ের চোট পড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই চোট সারিয়ে ফের ২২ গজে ফিরেছেন তিনি। ম্যাক্সওয়েল জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে তাঁর অবসর নেওয়ার কোন ভাবনা চিন্তা নেই। এই মুহূর্তে দেশকে বিশ্বকাপ জেতানোই তাঁর প্রথম লক্ষ্য সেকথা জানাতে ও ভোলেননি সদ্য বাবা হওয়া গ্লেন ম্যাক্সওয়েল।