বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2023: ভগবান আমাদের জন্যই ট্রফিটা লিখে রেখেছিল, IPL Final-র রাত এখনও ভুলতে পারেননি ধোনি-ভিডিয়ো

IPL 2023: ভগবান আমাদের জন্যই ট্রফিটা লিখে রেখেছিল, IPL Final-র রাত এখনও ভুলতে পারেননি ধোনি-ভিডিয়ো

গত আইপিএল ফাইনালের  মুহূর্ত দেখছেন ধোনি। ছবি-এক্স

আইপিএল শেষ হয়েছে অনেক মাস কেটে গিয়েছে। কিন্তু সেই ফাইনালের কথা এখনও ভোলেননি মহেন্দ্র সিং ধোনি।

আর কয়েক মাস পরই শুরু হবে ২০২৪ আইপিএল। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজি জমা করে দিয়েছেন তাদের দলের ক্রিকেটারদের 'রিটেনশন ও রিলিজ তালিকা'। কেউ নিলামের আগেই ফিরে এসেছে পুরনো দলে। আবার কাউকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নতুন মরশুমে পা দিতে চললেও, এখনও বহু ক্রিকেটপ্রেমী ভুলতে পারেনি গত ফাইনালের কথা। তার বড় কারণ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। দিন তিনেক আগে এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী নিজের প্রোফাইল থেকে একটি ক্লিপ শেয়ার করেছেন যেখানে ক্যাপ্টেন কুলকে দেখা যাচ্ছে গত ফাইনালের অভিজ্ঞতা শেয়ার করতে। এই পোস্টে লাইক পড়েছে অজস্র এবং কমেন্টও পড়েছে অসংখ্য।

আর কয়েক দিন পরেই দুবাইতে বসবে ২০২৪ আইপিএলের মেগা নিলাম পর্ব। কোন ক্রিকেটার কোন দলে যাবে তা ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। ইতিমধ্যেই নাটকীয়ভাবে ঘরে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। তবে এই সবকিছুর মাঝেও মানুষ এখনও ভুলতে পারেনি গত আইপিএলের সেই ফাইনালের কথা। ৮ ডিসেম্বর এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী নিজের প্রোফাইলে একটি ক্লিপ শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, গত মরশুমের ফাইনালের অভিজ্ঞতা শেয়ার করছেন মাহি।

ক্লিপে মাহিকে বলতে শোনা যাচ্ছে, 'সত্যি বলতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে ফাইনালটা ভগবান আমাদের জন্যই লিখে রেখেছিল। এটা প্রথম ফাইনাল যেটা ঠিক সময়ে শুরু হয়নি এবং তিনদিন ধরে খেলা হয়েছিল। এরপর প্রথমে ব্যাট করে গুজরাট একটা বড় রানের লক্ষ্য আমাদের সামনে রেখে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেদিন যখনই আমরা বাউন্ডারি চেয়েছিলাম, তখনই আমরা পেয়েছি। ছয় না হলেও, অন্তত চার মারতে পেরেছিলাম আমরা। শেষ ওভার পর্যন্ত সবকিছুই পরিকল্পনা মাফিক চলছিল। আমি খুব খুশি হয়েছিলাম জাদেজা প্রয়োজনীয় রান তুলে দিয়েছিল বলে। সুতরাং এত নিখুঁতভাবে সবকিছু চলেছিল সেদিন, যেন মনে হচ্ছিল সবকিছুই স্ক্রিপ্টেড। ভগবান যেন জয়ের গল্প আগে থেকেই আমাদের জন্য লিখে রেখেছিল।' এই ক্লিপ নজর কেড়েছে অন্যান্য এক্স হ্যান্ডেল ব্যবহারকারীদের এবং অনেকেই লাইক দিয়েছেন তাতে। কমেন্ট বক্সেও দেখা গিয়েছে মাহিকে ঘিরে প্রশংসার কমেন্ট।

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর 'আইপিএল ২০২৪'এর নিলাম অনুষ্ঠিত হবে দুবাইতে। এই প্রথম আইপিএলের কোনও নিলাম অনুষ্ঠান হতে চলেছে বিদেশের মাটিতে। গোটা নিলাম পর্ব শেষ হবে একদিনেই। ইতিমধ্যেই, ২৬শে নভেম্বর সব ফ্র্যাঞ্চাইজিগুলি জমা দিয়ে দিয়েছে ক্রিকেটারদের 'রিটেনশন ও রিলিজ' তালিকা। একই সঙ্গে চেন্নাই সুপার কিংসের তরফ থেকেও জমা দিয়ে দেওয়া হয়েছে সেই তালিকা। রিটেনশন তালিকায় রয়েছেন ১৯জন ক্রিকেটার এবং রিলিজ তালিকায় নাম রয়েছে ৮ জনের। গত মরশুমের বিজয়ী দল, নিজেদের শিবিরে রেখেছে মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে মঈন আলির মতো একাধিক বড় মাপের ক্রিকেটারদের। এবার দেখার বিষয় এই মরশুমেও দাপট অব্যাহত রাখতে পারে কিনা চেন্নাই।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.