বাংলা নিউজ > ক্রিকেট > CPL 2023: অবশেষে শাপমোচন, পাঁচবারের আক্ষেপ ঘুচল, নাইটদের হারিয়ে CPL চ্যাম্পিয়ন তাহিররা

CPL 2023: অবশেষে শাপমোচন, পাঁচবারের আক্ষেপ ঘুচল, নাইটদের হারিয়ে CPL চ্যাম্পিয়ন তাহিররা

সিপিএল চ্যাম্পিয়ন গুয়েনা অ্যামাজন ওয়ারিয়র্স। ছবি- টুইটার

পাঁচবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। অবশেষে সিপিএল চ্যাম্পিয়ন হল গুয়েনা অ্যামাজন ওয়ারিয়র্স।

অবশেষে শাপমোচন। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ৫ বার ফাইনালে উঠেও এবকবারও খেতাব তুলতে পারেনি গুয়েনা অ্যামাজন ওয়ারিয়র্স। অবশেষে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হল তারা। ত্রিবাগো নাইট রাইডার্সকে নিয়ে কার্যত ছেলে খেলা করত গুয়েনা ওয়ারিয়র্স। সিপিএলের অন্যতম সেরা দলকে মাত্র ৯৪ রানে আটকে দেয় তারা। ফাইনালের মতো ম্যাচে এই রান যে কোনও ভাবেই জেতার সম্ভাবনা রাখে না, তা একবার ফের পরিস্কার করে দিল।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুয়েনার অধিনায়ক ইমরান তাহির। নাইটদের প্রথমে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ৯৪ রানের মধ্যে আটকে দিতে সক্ষম হয় তারা। নাইটদের ব্যাটিং অর্ডার দেখলে এটা মনে হতেই পারে, ব্যাটাররা এসেছেন আর গিয়েছেন। সেইভাবে দাঁড়াতেই পারেনি কেউ। ফলে যা হওয়ার তাই হয়েছে।

তবে শুরুটা অপেক্ষাকৃত ভালোই হয়। ওয়ালটন এবং মার্ক দেওয়াল কিছুটা হলেও শুরুতে রানের গতি বজায় রাখার চেষ্টা করেন। যদিও তারা বড় রান করতে পারেননি। ওয়ালটন ১১ বলে ১০ রান এবং মার্ক ৯ বলে ১৬ রান করে ফিরে যান। এমনকী নিকোলাস পুরানও এদিন মাত্র ১ রান করেন। স্বাভাবিক ভাবেই পরপর উইকেট হারাতে থাকে ত্রিনিদাদ। একটা সময় মাত্র ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে শাহরুখ খানের দল। এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার জন্য অনেক চেষ্টা চালান ব্রাভো, আন্দ্রে রাসেলরা। কিন্তু কোনও উপার বের করতে পারেননি তারা। নাইট ক্রিকেটাররা এলেন আর গেলেন। একমাত্র কার্টি ৪৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। নাইটদের ইনিংসের সর্বোচ্চ রান করেন কার্টি। ১৮.১ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় ত্রিনিদাদ। দুর্দান্ত বোলিং করেন প্রিটোরিয়াস। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

মাত্র ৯৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামলে মাত্র ১৪ ওভারেই সেই রান তুলে নেয়। শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন গুয়েনা অ্যামাজন ওয়ারিয়র্স। সাইম আয়ূব এবং কিমো পল ওপেন করতে নামেন। শুরু থেকেই দাপুটে ইনিংস খেলতে থাকেন গুয়েনা। যদিও কিমো পল মাত্র ১১ রান করে ফিরে যান। এরপরই নামেন শাই হোপ। এই দুই ব্যাটার বিপক্ষ দলের বোলারদের কোনও রকম তোয়াক্কাই করেননি। দাপুটে ইনিংস খেলে ম্যাচের রং বদলে দেন তিনি। আয়ূব দুর্দান্ত ইনিংস খেলেন। ৪১ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে। এছাড়া হোপ ৩২ বলে ৩২ রান করেন মাত্র ২টি বাউন্ডারির সৌজন্যে। ৯ উইকেটে ম্যাচ জিতে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন হল গুয়েনা। ম্যাচের সেরা হয়েছেন প্রিটোরিয়াস এবং টুর্নামেন্টের সেরা হয়েছেন শাই হোপ।

ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে পড়েন ইমরান। ধন্যবাদ জানান রবিচন্দ্রন অশ্বিনকে। তিনি বলেন, ‘অশ্বিনকে অনেক ধন্যবাদ। মরশুম শুরুর আগে সে আমাকে বলে, আমি সিপিএল জিততে পারি। আমাকে অধিনায়ক করার পর অনেকেই রসিকতা করে। আমি কিছু বলিনি।’ সিপিএলের ইতিহাসে ইমরান তাহির সবচেয়ে বয়স্ক ক্রিকেটার যিনি টি-২০ চ্যাম্পিয়ন হয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৪৪ বছর ১৮১ দিন। তাঁর ঠিক পরেই রয়েছেন গ্যারেথ বেটি যিনি ২০২০ সালে টি-টােয়েন্টি ব্লাস্ট জিতেছেন। তখন তাঁর বয়স ছিল ৪২ বছর ৩৫৭ দিন। তৃতীয় স্থানে রয়েছেন ধোনি। ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সময় তাঁর বয়স ছিল ৪১ বছর ৩২৫ দিন। 

ক্রিকেট খবর

Latest News

ভারতের থেকে 'মোস্ট ফেভারড নেশন'-এর তকমা ছিনিয়ে নিল সুইৎজারল্যান্ড! তবে কেন? Bangla entertainment news live December 14, 2024 : Pushpa 2 Box Office Day 9: নিন্দুকের মুখে ছাই, শুক্রেও রমরমিয়ে চলল পুষ্পা ২, আল্লুর গ্রেফতারির মাঝে নবম দিনে ছবির আয় কত নিন্দুকের মুখে ছাই, শুক্রেও রমরমিয়ে চলল পুষ্পা ২, নবম দিনে আল্লুর ছবির আয় কত আরাকান আর্মির দখলে রাখাইন, 'রোহিঙ্গা' নামক মাথাব্যথা কীভাবে দূর করবেন ইউনুস? জলে গেল সইমের ৯৮, বড় রানের ইনিংস গড়েও প্রোটিয়াদের কাছে সিরিজ হারল পাকিস্তান ভারতে কি 'ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ' ভিত্তিতে বণ্টন হবে স্যাটেলাইট স্পেকট্রাম? ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল IND vs AUS 3rd Test Day 1 Live: ব্রিসবেনে ফের বৃষ্টি, দ্বিতীয়বার থমকাল ম্যাচ সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল

IPL 2025 News in Bangla

রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.