বাংলা নিউজ > ক্রিকেট > Women's ODI Rankings-এ লাফ মারলেন স্মৃতি এবং হরমন, নজির গড়লেন ব্রিটিশ অলরাউন্ডার

Women's ODI Rankings-এ লাফ মারলেন স্মৃতি এবং হরমন, নজির গড়লেন ব্রিটিশ অলরাউন্ডার

স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌর।

ন্যাট সিভার-ব্র্যান্ট বড় নজির গড়ে ফেলেছেন। ৮০৭ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি, যা ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে একজন ব্রিটিশ মহিলা খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

ভারতীয় ব্যাটসম্যান স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌর মঙ্গলবার মহিলা খেলোয়াড়দের ওডিআই র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী এক ধাপ করে লাফিয়েছেন। স্মৃতি মন্ধানা ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন এবং ভারত অধিনায়ক হরমনপ্রীত ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে জায়গা করে নিয়েছেন। ব্যাটারদের তালিকায় প্রথম দশে ভারতের আর কোনও প্লেয়ার নেই।

এদিকে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ন্যাট সিভার-ব্র্যান্ট ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন। সিভার-ব্র্যান্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ ওডিআই ম্যাচে রেকর্ড-ব্রেকিং সেঞ্চুরি করেছেন, মাত্র ৬৬ বলে তিন অঙ্কে পৌঁছেছেন তিনি, যা একজন ইংল্যান্ড মহিলা খেলোয়াড়ের জন্য সেরার নজির। তিনি মাত্র ৭৪ বলে ১২০ রান করেছিলেন। এই নকটিতে ১৮টি চার এবং একটি ছক্কা মেরেছিলেন।

এখানেই শেষ নয়, ব্রিটিশ অলরাউন্ডার আরও রেকর্ড করেছেন। তিনি ৮০৭ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন, যা ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে একজন ইংলিশ মহিলা খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। শুধুমাত্র ক্লেয়ার টেলর (৮১৪) এবং সারা টেলর (৮১২) ২০০৯ সালের জুলাইয়ে সিভার-ব্র্যান্টের চেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়েছিলেন। শ্রীলঙ্কার হাসিনি পেরেরা সিরিজে তিন ইনিংস পরে ২৬ ধাপ লাফিয়ে ৫৭ নম্বরে (৩২৫ রেটিং পয়েন্ট) করে নিয়েছেন।

বোলিং সাইডে শীর্ষ দশে র‍্যাঙ্কিংয়ে শুধুমাত্র একটি পরিবর্তন হয়েছে। আয়াবোঙ্গা খাকা সপ্তম স্থানে উঠে এসেছেন। কেট ক্রস আটে নেমেছে। বোলারদের তালিকায় প্রথম দশে ভারতের দু'জন রয়েছেন। নয় এবং দশ নম্বরে যথাক্রমে দীপ্তি শর্মা এবং রাজেশ্বরী গায়কোয়াড় রয়েছেন। তবে বোলিং বিভাগে ১১ থেকে ২০-র মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে চার্লি ডিনের ৫/৩১ তাঁকে ক্যারিয়ারের সেরা ১২তম স্থানে (৫৭১ রেটিং পয়েন্ট) জায়গা করে দিয়েছে। যেখানে পাকিস্তানের নিদা দার দুই ধাপ উপরে উঠে ১৯তম স্থানের জায়গা পেয়েছেন। এবং তাঁরই সতীর্থ নাশরা সান্ধু এক ধাপ উপরে উঠে ১৫ নম্বরে জায়গা করে নিয়েছেন। পাকিস্তানের সাদিয়া ইকবালও একটি ছাপ ফেলেছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-৩২ এবং ২-২৬ পারফরম্যান্সের হাত ধরে ১৩ ধাপ লাফিয়ে ৫০-এ উঠে এসেছেন। ইংল্যান্ডের সারা গ্লেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে পাঁচ উইকেট নিয়ে ১২ ধাপ লাফিয়ে ৫২ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ন্যাট সিভার-ব্র্যান্ট লাইমলাইটে এলেও, ওডিআই অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিনি এক নম্বর জায়গা থেকে তিনে নেমে এসেছেম। অ্যাশলে গার্ডনার (৩৮৯ রেটিং পয়েন্ট) বরং শীর্ষ স্থান দখল করেছেন। হেইলি ম্যাথিউস (৩৮২ রেটিং পয়েন্ট) আবার দুইয়ে জায়গা পেয়েছেন। এই তালিকায় ভারতের দীপ্তি শর্মা একমাত্র প্রথম দশে রয়েছেন। তিনি রয়েছেন সাত নম্বরে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.