বাংলা নিউজ > ক্রিকেট > AUS vs WI: ম্যাথিউজের ধ্বংসাত্মক শতরানে চুরমার হল অজিদের গরিমা, মেয়েদের T20I-তে রান তাড়া করে রেকর্ড জয় ওয়েস্ট ইন্ডিজের

AUS vs WI: ম্যাথিউজের ধ্বংসাত্মক শতরানে চুরমার হল অজিদের গরিমা, মেয়েদের T20I-তে রান তাড়া করে রেকর্ড জয় ওয়েস্ট ইন্ডিজের

শতরানের পরে হেইলি ম্যাথিউজ। ছবি- এএফপি।

Australia vs West Indies Women's T20I: সব থেকে বেশি রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচে তৈরি হল হাফ-ডজন নজির।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয় ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের। তাও আবার বিশ্বরেকর্ড গড়ে। সোমবার নর্থ সিডনি ওভালে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে হাই-স্কোরিং থ্রিলারে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে তারা গড়ে ফেলে একাধিক নজির।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। এলিস পেরি ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৭০ রানের আগ্রাসী ইনিংস খেলেন। ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৫২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে নট-আউট থাকেন ফোব লিচফিল্ড।

এছাড়া বেথ মুনি ২৯, অ্য়ানাবেল সাদারল্যান্ড ১৩ ও জর্জিয়া ওয়ারহ্যাম ৩২ রানের কার্যকরী যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন অ্যালিসা হিলি। ৪ রান করে মাঠ ছাড়েন তালিয়া ম্যাকগ্রা। ২ রান করে সাজঘরে ফেরেন অ্যাশলেই গার্ডনার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৬ রানে ৩টি উইকেট নেন হেইলি ম্যাথিউজ। ৩৫ রানে ২টি উইকেট নেন শামিলিয়া কনেল। ২৩ রানে ১টি উইকেট নেন শিনেলে হেনরি।

মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে ২০০ রান তাড়া করে জয় তুলে নিতে পারেনি কোনও দল। তাই অস্ট্রেলিয়াকে কার্যত নিশ্চিন্ত দেখায়। তবে ছবিটা একার হাতে বদলে দেন হেইলি ম্যাথিউজ। ব্যাট হাতে এমন তাণ্ডব চালিয়ে তিনি অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেবেন, সেটা আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না কারও পক্ষেই।

আরও পড়ুন:- ঘুম থেকে উঠেই মোবাইলে চোখ রাখুন, Asian Games-এ রিঙ্কুদের কোয়ার্টার ফাইনাল ফ্রি-তে কবে-কখন-কোথায় দেখা যাবে জেনে নিন

ওয়েস্ট ইন্ডিজ পালটা ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২১৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ ১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতে ফেরায় তারা। উল্লেখযোগ্য বিষয় হল, মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি সব থেকে বেশি রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ভেঙে দেয় ইংল্যান্ডের নজির। ২০১৮ সালে ভারতের ৪ উইকেটে ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড জয় তুলে নেয় ৩ উইকেটে ১৯৯ রান তুলে। এতদিন সেটিই ছিল বিশ্বরেকর্ড। এবার থেকে সেই নজির লেখা থাকবে ক্যারিবিয়ানদের নামে।

ক্যাপ্টেন ম্যাথিউজ ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ২০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ১৩২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন হেইলি। এছাড়া ১১টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ৫৯ রান করেন স্টেফানি টেলর। ৩০ রানে ২টি উইকেট নেন অস্ট্রেলিয়ার মেগান শুট। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ম্যাচের সেরা হন ম্যাথিউজ।

আরও পড়ুন:- Irani Trophy 2023: ঠুকঠুকে ব্যাটিংয়ে প্রতিরোধ গড়তে ব্যর্থ পূজারা, নিজেদের খোঁড়া গর্তে পড়েই হাঁসফাঁস করছে সৌরাষ্ট্র

কোন কোন রেকর্ড তৈরি হয় এই ম্যাচে:-

১. মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম ২০০-র বেশি রান তাড়া করে জয় তুলে নেয় কোনও দল। অর্থাৎ, সব থেকে বেশি রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড এটি।

২. অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল। এর আগে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলকে তাদের ঘরের মাঠে কোনও আন্তর্জাতিক ম্যাচে হারিয়েছে কেবল ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত।

৩. এই নিয়ে মাত্র দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে মহিলা টি-২০ ক্রিকেটে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার তারা এমন কৃতিত্ব অর্জন করে ২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে। উল্লেখযোগ্য বিষয় হল, সেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছিল ম্যাথিউজের হাতে।

৪. বাহরিনের দীপিকা রসঙ্গিকার পরে হেইলি ম্যাথিউজ বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার, যিনি মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি করার পাশাপাশি ৩টি উইকেট দখল করেন।

৫. মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রান তাড়া করতে নেমে সব থেকে বেশি রানের (১৩২) ব্যক্তিগত ইনিংস খেলেন হেইলি ম্যাথিউজ। তিনি ভেঙে দেন ইংল্যান্ডের ড্যানি ওয়াটের (১২৪) রেকর্ড।

৬. ড্যানি ওয়াটের পরে বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে রান তাড়া করে জয় তুলে নেওয়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরি করেন ম্যাথিউজ।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

ওয়েবসাইটে বেরোল মাধ্যমিকের ফল! এক ক্লিকে এখান থেকেই দেখে নাও নিজের রেজাল্ট এবার কমবে গরম, মনেও থাকুক আনন্দ! পড়ুন দিনের সেরা ৫ জোকস, ফূর্তিতে কাটান দিন অপসারিত কুণালের 'স্তুতি' অভিজিতের গলায়, 'এটা অমানবিকতা', বললেন দিলীপ ‘‌একে ৪৭ দিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে’‌, বিএসএফের বিরুদ্ধে প্রসূণের অভিযোগ ভারতের নির্বাচন পরখ করতে এলেন বাংলাদেশের প্রতিনিধিদল, বিজেপির আমন্ত্রণে সাড়া চাকরিহারা শিক্ষকদের আন্দোলন শুরু, শুভেন্দু–অভিজিৎকে কাঠগড়ায় তুলে অনশন তমলুকে প্রকাশিত মাধ্যমিকের ফল, কীভাবে নিজের নম্বর দেখা যাবে? ঠিক এখানেই পাবেন রেজাল্ট! ‘পুলিশ খুন করেছে…’! সলমনের বাড়িতে গুলি চালানোয় অভিযুক্তের আত্মহত্যা নিয়ে বিতর্ক শুধু করলেই হবে না, বাংলার এই সরকারি কর্মীদের কাজের মানের মূল্যায়নও হবে এবার! IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার

Latest IPL News

IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- LSG ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.