বাংলা নিউজ > ক্রিকেট > দেশের ধুলো ওড়ানো পিচেই কি আপনার যাবতীয় জারিজুরি? প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন অশ্বিন

দেশের ধুলো ওড়ানো পিচেই কি আপনার যাবতীয় জারিজুরি? প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন।

সম্প্রতি অশ্বিনকে প্রশ্ন করা হয়েছিল, ভারতে স্পিন সহায়ক উইকেট নিয়ে সমালোচকদের মন্তব্যকে সামনে রেখে‌। যার জবাবে একেবারে চাঁচাছোলা ভাষাতে অশ্বিন নিজের ভঙ্গিমায় জবাব দিয়েছেন‌।

শুভব্রত মুখার্জি: বরাবরের ঠোঁটকাটা স্বভাবের চরিত্র ভারতের অন্যতম সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। কোনও ইস্যুতে তাঁর স্পষ্ট মতামত জানাতে তিনি পিছু হটেন না। তা সে মানকাডিং পদ্ধতিতে রান আউট করা হোক কিংবা 'স্পোর্টসম্যান স্পিরিট ' নিয়ে কথা বলা হোক, কোনও দিন পিছপা হননি তিনি। তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হলেও নিজের অবস্থান থেকে সরেননি তিনি কখনও। সম্প্রতি অশ্বিনকে প্রশ্ন করা হয়েছিল, ভারতে স্পিন সহায়ক উইকেট নিয়ে সমালোচকদের মন্তব্যকে সামনে রেখে‌। যার জবাবে একেবারে চাঁচাছোলা ভাষাতে অশ্বিন নিজের ভঙ্গিমায় জবাব দিয়েছেন‌।

আরও পড়ুন: প্রাক্তন নির্বাচক প্রধানকে দলের সঙ্গে নিযুক্ত করল LSG, কোন পদে যোগ দিলেন প্রসাদ?

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বিশ্বের সেরা স্পিনারদের অন্যতম তাঁকে কেন ভারতে স্পিন সহায়ক পিচের সাহায্য নিতে হবে? যার উত্তরে রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘আমি তো আর পিচ বানাই না। আমি পিচ রোলও করি না। যে পিচটা আমাদের দুই দলকে তৈরি করে দেওয়া হয়, আমরা সেই পিচেই খেলি। কোন পিচে খেলব বা খেলব না, সেটা সম্পূর্ণ ঠিক করে টিম ম্যানেজমেন্ট। দলের স্বার্থে যেটা সঠিক সিদ্ধান্ত হবে, সেটাই ওরা নেয়। পিচ তো দুই দলের সবার জন্য এক হয় তাই না? সেটা আমি হই বা জাড্ডু হোক (রবীন্দ্র জাদেজা) বা নাথান লিয়ন, তাই না?’

আরও পড়ুন: এটা ওদের সমস্যা, আমার নয়- দ্রাবিড়, রোহিতের প্রত্যাশা নিয়ে বাউন্সার দিলেন বুমরাহ

পাশাপাশি টেস্ট দুনিয়ার নয়া ট্রেন্ড ব্যাজবল নিয়েও তিনি মুখ খুলেছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি অ্যাশেজে দেখা গিয়েছে নাথান লিয়নের বিরুদ্ধে সেই ভাবে সফল হয়নি ব্যাজবল। তাই আপনি কি মনে করেন, ভারতের স্পিন সহায়ক পিচে আপনার বোলিংয়ের বিরুদ্ধে এই ধরনের ক্রিকেট খেলা আদৌও সম্ভব? যার উত্তরে তাঁর স্পষ্ট জবাব, ‘টেস্টে এই মুহূর্তে যে ধরনের খেলাটা ইংল্যান্ড খেলছে তা অসাধারণ। আর অন্য দিকে শেষ কয়েক বছরে এই ফর্ম্যাটে আমরাও ধারাবাহিক ভাবে ভালো ফল করেছি। আমি মুখিয়ে রয়েছি, ওদের ভারত সফরের দিকে তাকিয়ে। তবে আমি মনে করি, ওরা এখানে এসেও ওদের স্টাইলকে ছেড়ে দিতে পিছপা হবে না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন