জসপ্রীত বুমরাহ নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছে। তিনি যে পুরো ফিট, সেই চ্যালেঞ্জ নিয়েই শুক্রবার (১৮ অগস্ট) আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নামবেন তিনি। দেবেন দলকে নেতৃত্ব। তাই সামনে লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং। ভারতীয় দলে ফেরার পর, বৃহস্পতিবার নিজের প্রথম সাংবাদিক সম্মেলনে বুমরাহ দাবি করেছেন, ডাবলিনে টি-টোয়েন্টি সিরিজেই তাঁর ফিটনেস নিয়ে যাবতীয় সংশয় দূর হয়ে যাবে।
প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন। কিন্তু মাত্র দু'টি ম্যাচ খেলে বাদ পড়েছিলেন। এই বছর শ্রীলঙ্কার বিপক্ষে হোম ওয়ানডেতে তিনি আর একটি চেষ্টা করেছিলেন। কিন্তু সিরিজ শুরু হওয়ার আগেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এবার অবশ্য বুমরাহ আর পিছন ফিরে তাকাতে চান না।
ভারতের তারকা পেসার বলেছেন, ‘সব ঠিক আছে। ফিরে আসতে পেরে খুব খুশি। এনসিএ-তে কঠোর পরিশ্রম করছি। এটি একটি দীর্ঘ লড়াই ছিল। কিন্তু হ্যাঁ, ফিরে আসতে পেরে খুব খুশি। আমি এর জন্য অপেক্ষা করছিলাম।’ তিনি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, পুরনো ফর্মেই তিনি বোলিং করবেন। এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য এটা তাঁর কাছে প্রস্তুতি হবে।
নিজের ফিটনেস নিয়ে বুমরাহ যোগ করেছেন, ‘কিছু কিছু জিনিস আছে, যেটা আপনার হাতে নেই। আপনাকে আপনার শরীরের যত্ন নিতে হবে এবং চোট লাগলে সেটা থেকে সেরে উঠতে হবে। তার জন্য সময় দিতে হবে। কিন্তু এর ফলে যেটা হয়, সেটা ভালো খেলার খিদেটা বাড়িয়ে দেয়। বুঝতে পারছিলাম যে, আমি সুস্থ হয়ে উঠছি। আমি অতিরিক্ত পরিশ্রম করতে পারছিলাম। আমি অনেক নেট সেশন করেছি। শুধু এনসিএ-তে নয়, গুজরাট দলের সঙ্গেও প্রস্তুতি চালিয়েছি। আমার আর কোনও বিধিনিষেধ নেই। শরীর এখন ভালো লাগছে।’
বুমরাহের পক্ষে এই লড়াইটা সহজ ছিল না। তিনি চোটের আগে তিন ফর্ম্যাটেই পারফরম্যান্সের দিক থেকে শীর্ষে ছিলেন। কিন্তু ২৯ বছরের তারকা বলেছেন যে, চোট পাওয়ার পরেও তিনি কখনও-ই ভাবেননি, তাঁর ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। বুমরাহ বলেওছেন, ‘যখন তোমার চোট লাগে, তখন মাঝে মাঝে হতাশ হয়ে পড়তাম। কিন্তু কখনও চিন্তাতেও আনিনি, আমি আবার পুরনো জায়গায় ফিরতে পারব না। আমি আমার শরীরের গুরুত্ব বুঝে যত্ন নিয়েছি। কখনও ভাবিইনি, আমি শেষ হয়ে গিয়েছি বা এগুলো আমার অন্ধকার দিন। আমি সব সময়ে ইতিবাচক ছিলাম এবং আমার ভালোবাসার খেলায় ফিরে আসার প্রক্রিয়ার দিকে মনোনিবেশ করছি।’
বুমরাহের অনুপস্থিতি নিয়ে একবার বা দু'বার নয়, একাধিকবার আলোচনা হয়েছে। এমন কী অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় স্বীকার করেছেন যে, বুমরাহের অনুপস্থিতিতে তাদের ক্ষতি হয়েছে। তবে প্রত্যাশার চাপ বুমরাহ নিচ্ছেন না। তিনি প্রথম খেলাটি উপভোগ করতে চান। তাঁকে ঘিরে রাহুল রোহিতের প্রত্যাশা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বুমরাহ স্পষ্ট বলে দেন, ‘আমি ওদের মতামতকে সম্মান করি। তবে ওরা ভালো বা খারাপ যাই ভাবুক না কেন, আমি কারও মতামতকে গুরুত্ব সহকারে নিই না। আমি নিজেকে চাপে রাখতে চাই না। আমি আমার উপর অপ্রয়োজনীয় প্রত্যাশা রাখি না। আমি অনেক দিন পর ফিরে আসছি। এখন খেলা উপভোগ করতে চাই। আমি ভাবছি না যে আমাকে অনেক অবদান রাখতে হবে। বা আমি সব কিছু পরিবর্তন করব। আমি ন্যূনতম প্রত্যাশা নিয়ে খেলতে নামব। অন্যরা যদি প্রত্যাশা করে তবে, সেটা তাদের সমস্যা, আমার নয়।’
বুধবার টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলন সেশনে বল হাতে নজর কেড়েছেন বুমরাহ। অনুশীলন সেশন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলে দেন, ‘আমি একই আছি। আমি সব সময়ে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখি। আমি বুঝতে পেরেছি যে, দীর্ঘ বিরতির পর ফিরে আসছি। তাই আমি আমার খেলা উপভোগ করতে চাঅ। প্রতিটা গেম ধরে খেলতে চাই। এবং নিজের উন্নতি করতে চাই।’