শুভব্রত মুখার্জি:- কয়েক মাস আগেই ওয়েস্ট ইন্ডিজের উইন্ডসোর পার্কে প্রথম টেস্টে মুখোমুখি হয় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। সেই টেস্টে বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে শেষ পর্যন্ত টেস্ট সিরিজ জিতেছিল ভারত। কারণ দ্বিতীয় টেস্টের শেষ দিন বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার ফলে প্রথম টেস্টে জয়ের সুবাদেই সিরিজ জিতেছিল ভারত। সেই ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের জেফ ক্রো। তার রিপোর্টের ভিত্তিতে উইন্ডসোর পার্কের ২২ গজকে 'বিলো অ্যাভারেজ' অর্থাৎ গড়পড়তা পিচের মানের থেকেও খারাপ পিচের অ্যাখ্যা দেওয়া হয়েছিল। ফলে উইন্ডসোর পার্ক ভেন্যু হিসেবে পেয়েছিল একটি ডিমেরিট পয়েন্ট। যে রেটিং সম্প্রতি বদলে ফেলা হল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে।
'বিলো অ্যাভারেজ' থেকে বদলে পিচকে রেটিং দেওয়া হল 'অ্যাভারেজ' অর্থাৎ গড়পড়তা। প্রসঙ্গত জুলাই মাসে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ডমিনিকার উইন্ডসোর পার্কে। আইসিসির এই সিদ্ধান্তের ফলে ভেন্যু হিসেবে যে ১ টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল উইন্ডসোর পার্ক তাও সরে গেল। অর্থাৎ সমস্যা অনেকটাই কাটল বলা যেতে পারে। জেফ ক্রো 'র সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসির কাছে আপিল করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে। তারপর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে পিচ নিয়ে ব্যাখ্যা ও দেওয়া হয়েছে আইসিসিকে। কি কারণে পিচের মান খারাপ ছিল বা ছিল না তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। সেই ব্যাখ্যার পরপরেই আইসিসির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত উইন্ডসোর পার্কের পিচ খুব স্লো ছিল। বল পড়ে প্রথম দিন থেকেই স্পিন করছিল। ব্যাট করার ক্ষেত্রে প্রথম দিন থেকেই বেশ সমস্যা হচ্ছিল ব্যাটারদের। ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটি ওই উইকেটে ভয়ানক হয়ে ওঠেন। অশ্বিন প্রথম ইনিংসে পাঁচটি এবং জাদেজা তিনটি উইকেট নেন। ফলে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায়। ভারত যদিও ওই উইকেটে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪২১ রান কর।
ওপেনার যশস্বী জসওয়াল ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন। অপর ওপেনার তথা অধিনায়ক রোহিত শর্মা ১০৩ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন রবিচন্দ্রন অশ্বিন। এবার সাতটি উইকেট নেন তিনি। ভারত তিনদিনের ভিতরে এক ইনিংস এবং ১৪১ রানের বিরাট ব্যবধানে জয় পায়। ওই সিরিজের দ্বিতীয় টেস্টের ত্রিনিদাদ এবং টোবাগোর পিচকে ও 'অ্যাভারেজ' রেটিং দেওয়া হয়েছে আইসিসির তরফে।