বাংলা নিউজ > ক্রিকেট > ICC ODI WC 2023: বিশ্বকাপে রোহিত বা শাকিবদের আবদার রাখা যাবে না, ইডেনে পিচ দেখতে এসে বলে গেল ICC

ICC ODI WC 2023: বিশ্বকাপে রোহিত বা শাকিবদের আবদার রাখা যাবে না, ইডেনে পিচ দেখতে এসে বলে গেল ICC

ইডেনের পিচ পরিদর্শনে আইসিসির প্রধান কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন। ছবি- সিএবি

ইডেনের পিচ দেখে গেলেন আইসিসির প্রধান পিচ কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন। জানিয়ে গেলেন কোনও দলের আবদার যাতে মানা না হয়।

ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই বিশ্ব ক্রিকেটের মহা যোজ্ঞ বসবে। ইতিমধ্যেই বিশ্বকাপকে ঘিয়ে শুরু হয়েছে উন্মাদনার পারদ। টিকিটও বিক্রি শুরু হয়ে গিয়েছে বেশ কিছু ম্যাচের। অধিকাংশ ম্যাচের টিকিটই শেষ হয়ে গিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই যেন স্টেডিয়ামগুলির সেজে ওঠার তৎপরতা বাড়ছে। দফায় দফাত আইসিসির প্রতিনিধিরাও আসছেন প্রস্তুতি খতিয়ে দেখতে।

গত মাসেই ইডেন পরিদর্শনে আসেন আইসিসি এবং বিসিসিআইয়ের প্রতিনিধি দল। ইডেনের সংস্কারের কাজ দেখে খুশিও হন আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা। ইডেন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ একটি ভেনু। এখানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ যেমন রয়েছেন, তেমনই সেমি ফাইনালও রয়েছে। এমনকী বিশ্বকাপ সেমি ফাইনালে ভারত এবং পাকিস্তান উঠলে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। এছাড়া পাকিস্তানের মতো হাইভোল্টেজ দলের ম্যাচ রয়েছে। স্বাভাবিক ভাবেই ইডেন গুরুত্বপূর্ণ ভেনু।

এবার ইডেন পরিদর্শনে এলেন আইসিসির প্রধান পিচ কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন। ইডেনের পিচ সহ আউট ফিল্ড এবং মাঠের জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন ইংল্যান্ডের এই পিচ কিউরেটর। ইডেনের পিচ দেখে বেশ খুশি অ্যান্ডি অ্যাটকিনসন। প্রসঙ্গত, এবারের আইপিএলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে যুগ্মভাবে সেরা পিচের তকমা পায় ইডেন। স্বাভাবিক ভাবেই আইসিসির প্রত্যাশাও অনেক। ইডেনের এই পিচ দেখে অবাক আইসিসির প্রধান কিউরেটর অ্যাটকিনসনও। এবিপি আনন্দের এক সাক্ষাৎকারে ইডেনর পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, 'অ্যাটকিনসন পিচ দেখে দারুণ খুশি হয়েছে। জানতেও চাইলেন, কীভাবে পিচের চরিত্র বদল ঘটেছে। বারমুডা ঘাস লাগানো থেকে শুরু করে মাটি বদল, সব বিষয়ই বলেছি আমি। তিনি খুব সন্তুষ্ট হয়েছেন। ইডেনের পিচ বিশ্বকাপেও স্পোর্টিংই হবে। সবাই যাতে সাহায্য পায় সেই কথা মাথায় রেখেই পিচ তৈরি করা হচ্ছে।'

সেই সাক্ষাৎকারে সুজন মুখোপাধ্যায় এও জানিয়েছেন, 'আইসিসির পিচ কিউরেটর জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের আগে এই পিচে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন নেই। একই সঙ্গে কোনও দলে অনুরোধে পিচের চরিত্রের বদল ঘটানোর নিষধাজ্ঞা করেছেন তিনি। পিচ যেমন, তেমনই যাতে রাখা হয়, সেই নির্দেশই দেওয়া হয়েছে।' সদ্য শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত সব ব্যাটিং করতে দেখা গিয়েছে দলগুলিকে। ২০০ রানে হামেশাই উঠেছে। যা নজর রেখেছেন আইসিসির প্রধান কিউরেটরও। এবার বিশ্বকাপে ইডেনে তেমন বড় রান ওঠে কিনা সেটাই দেখার।

বন্ধ করুন