বাংলা নিউজ > ক্রিকেট > ILT20 2024: শেষ বলে নাটক, তিন রান নিতে গিয়ে রানআউটের হাত থেকে বাঁচলেন আফ্রিদি, রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন দলকে- ভিডিয়ো

ILT20 2024: শেষ বলে নাটক, তিন রান নিতে গিয়ে রানআউটের হাত থেকে বাঁচলেন আফ্রিদি, রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন দলকে- ভিডিয়ো

শেষ বলে তিন রান নিয়ে দলকে জেতালেন শাহিন শাহ আফ্রিদি।

ভাইপার্সদের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। ট্রেন্ট বোল্ট বল করতে এসেছিলেন। একটি ওয়াইড মিলিয়ে প্রথম পাঁচ বলে রান হয় ৭। জিততে হলে শেষ বলে ৩ রানের প্রয়োজন ছিল। আর ২ রান করলে সুপার ওভারে ম্যাচ গড়াত। শেষ বলে আফ্রিদি ছিলেন স্ট্রাইকে। তিনি বাজিমাত করে দলকে জেতালেন।

২০২৪ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি মরশুমের ১৫তম ম্যাচটি একটি থ্রিলারে পরিণত হয়েছিল। শেষ বলে ম্যাচের ফলাফল গড়ানো নতুন কিছু নয়। তবে এই ম্যাচের শেষ বলে রোমহর্ষক সব রকম মশলা মজুত ছিল। মঙ্গলবারের ম্যাচে ডেজার্ট ভাইপার্সরা টস জিতে এমআই এমিরেটসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল। নির্দিষ্ট ২০ ওভারে এমিরেটস ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৯ রান করে। এর পর ভাইপার্সরা রান তাড়ার সময়ে পাওয়ারপ্লেতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। শেষ বল পর্যন্ত ম্যাচ গড়ালে উত্তেজনা চমরে ওঠে। কিন্তু শাহিন আফ্রিদির কেরামতিতে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভাইপার্সরা।

ভাইপার্সদের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। ট্রেন্ট বোল্ট বল করতে এসেছিলেন। একটি ওয়াইড মিলিয়ে প্রথম পাঁচ বলে রান হয় ৭। জিততে হলে শেষ বলে ৩ রানের প্রয়োজন ছিল। আর ২ রান করলে সুপার ওভারে ম্যাচ গড়াত। শেষ বলে আফ্রিদি ছিলেন স্ট্রাইকে। তিনি সজোরে চার হাঁকাতে চেয়েছিলেন। কিন্তু বাউন্ডারির সামনে বলটি বাঁচিয়ে দেয় ফিল্ডার। আর এতে মাত্র ২ রানই সম্ভব ছিল। কিন্তু আফ্রিদি এবং তাঁর সঙ্গী লুক উড তৃতীয় রানের জন্য প্রাণপনে দৌড় লাগান।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক অপেক্ষা করেছিলেন যতক্ষণ না লুক উড ক্রিজে ঢুকছেন, তিনি নিরাপজে ক্রিজে ঢুকলে, আফ্রিদি দৌড় লাগান। নিশ্চিত ভাবে রান আউট হতেন। কিন্তু সজোরে দৌড়িয়ে ডাইভ দিয়ে শেষ রক্ষা করে দলকে জেতান আফ্রিদি। উড নিরাপদে ক্রিজে পৌঁছে যাওয়ায়, নন স্ট্রাইকার জোনে থ্রো করা হলেও, শেষ পর্যন্ত তা কার্যকরী হয়নি। এবং আফ্রিদি নিরাপদে ক্রিজে ঢুকে নিজের ব্যাট বাতাসে ছুড়ে, হেলমেট খুলে সেলিব্রেশনে মাতেন। এই শেষ বলের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রথমে ব্যাট করতে নেমে এমিরেটস মোটেও ভালো ব্যাট করতে পারেনি। ৩০-এর গণ্ডিই কেউ ছুঁতে পারেননি। সাতে নেমে সর্বোচ্চ ২৮ রান করেছিলেন টিম ডেভিড। এছাড়া ২৪ রান করেন আকিল হোসেন। ২৩ রান করেন অম্বাতি রাইডু। ১৯ রান করেন মহম্মদ ওয়াসিম। ১৮ রান করেন আন্দ্রে ফ্লেচার। ১৭ করেন নিকোলাস পুরান।ডোয়েন ব্র্যাভো করেন ১০ রান।

ভাইপার্সদের হয়ে পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। তবে এদিন আফ্রিদি ব্যয়বহুল হয়ে ওঠেন। বিনা উইকেটে ৩৯ রান দিয়ে বসেন তিনি। এবং তাঁর দলের হয়ে সবচেয়ে খারাপ ইকোনমিরেট ছিল আফ্রিদিরই। লুক উড ৪ ওভারে ৩২ রান দিলেও, ২ উইকেট নেন। অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা তাঁর চার ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন।

ভাইপার্সরা রান তাড়া করতে নামলে আফগানিস্তানের ফজলহক ফারুকি এবং মহম্মদ রোহিদ মিলে ৫.৩ ওভারে ২৮ রানের মধ্যে ৪ উইকেট ফেলে দেন। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গার ২৬, আজম খানের ২০, শেরফেন রাদারফোর্ডের ৩৫ এবং শাহিন আফ্রিদির অপরাজিত ১২ বলে ১৭ রানের হাত ধরে ম্যাচ পকেটে পুড়ে ফেলে ভাইপার্সরা। এমিরেটসের হয়ে ৩ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন রোহিত। ফারুকি চার ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়েন ব্রাভোও দুটি উইকেট নিয়েছেন। তবে শেষ হাসি হেসেছে ভাইপার্সরা।

ক্রিকেট খবর

Latest News

কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৯ সেপ্টেম্বরের রাশিফল মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৯ সেপ্টেম্বরের রাশিফল বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৯ সেপ্টেম্বরের রাশিফল মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৯ সেপ্টেম্বরের রাশিফল সংগঠন নিয়ে 'বিতর্ক', সেই রিমঝিমের সঙ্গে দেখা নির্যাতিতার মা-বাবা, কী কথা হল? ‘আগে তো ওদের ধর্তব্যের মধ্যেই রাখত না, আর এখন…’ সাউথ জোন নিয়ে বার্তা দ্রাবিড়ের… 'মুখ-ঠোঁটে কী ক্রিম মাখিস?' ছাত্রীকে 'প্রশ্ন' বাংলার মেডিক্যাল কলেজের 'পরীক্ষায়' '১৪ তারিখের প্রতিবাদ ছিল স্বতঃস্ফূর্ত...', আরজি কর আন্দোলন নিয়ে বিস্ফোরক দেবাংশু ভুল করে ডোপিং করা সিনার গড়লেন ইতিহাস…প্রথম ইতালিয়ান হিসেবে US ওপেনে শিরোপা জয়! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.