বাংলা নিউজ > ক্রিকেট > ILT20 2024: শেষ বলে নাটক, তিন রান নিতে গিয়ে রানআউটের হাত থেকে বাঁচলেন আফ্রিদি, রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন দলকে- ভিডিয়ো

ILT20 2024: শেষ বলে নাটক, তিন রান নিতে গিয়ে রানআউটের হাত থেকে বাঁচলেন আফ্রিদি, রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন দলকে- ভিডিয়ো

শেষ বলে তিন রান নিয়ে দলকে জেতালেন শাহিন শাহ আফ্রিদি।

ভাইপার্সদের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। ট্রেন্ট বোল্ট বল করতে এসেছিলেন। একটি ওয়াইড মিলিয়ে প্রথম পাঁচ বলে রান হয় ৭। জিততে হলে শেষ বলে ৩ রানের প্রয়োজন ছিল। আর ২ রান করলে সুপার ওভারে ম্যাচ গড়াত। শেষ বলে আফ্রিদি ছিলেন স্ট্রাইকে। তিনি বাজিমাত করে দলকে জেতালেন।

২০২৪ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি মরশুমের ১৫তম ম্যাচটি একটি থ্রিলারে পরিণত হয়েছিল। শেষ বলে ম্যাচের ফলাফল গড়ানো নতুন কিছু নয়। তবে এই ম্যাচের শেষ বলে রোমহর্ষক সব রকম মশলা মজুত ছিল। মঙ্গলবারের ম্যাচে ডেজার্ট ভাইপার্সরা টস জিতে এমআই এমিরেটসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল। নির্দিষ্ট ২০ ওভারে এমিরেটস ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৯ রান করে। এর পর ভাইপার্সরা রান তাড়ার সময়ে পাওয়ারপ্লেতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। শেষ বল পর্যন্ত ম্যাচ গড়ালে উত্তেজনা চমরে ওঠে। কিন্তু শাহিন আফ্রিদির কেরামতিতে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভাইপার্সরা।

ভাইপার্সদের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। ট্রেন্ট বোল্ট বল করতে এসেছিলেন। একটি ওয়াইড মিলিয়ে প্রথম পাঁচ বলে রান হয় ৭। জিততে হলে শেষ বলে ৩ রানের প্রয়োজন ছিল। আর ২ রান করলে সুপার ওভারে ম্যাচ গড়াত। শেষ বলে আফ্রিদি ছিলেন স্ট্রাইকে। তিনি সজোরে চার হাঁকাতে চেয়েছিলেন। কিন্তু বাউন্ডারির সামনে বলটি বাঁচিয়ে দেয় ফিল্ডার। আর এতে মাত্র ২ রানই সম্ভব ছিল। কিন্তু আফ্রিদি এবং তাঁর সঙ্গী লুক উড তৃতীয় রানের জন্য প্রাণপনে দৌড় লাগান।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক অপেক্ষা করেছিলেন যতক্ষণ না লুক উড ক্রিজে ঢুকছেন, তিনি নিরাপজে ক্রিজে ঢুকলে, আফ্রিদি দৌড় লাগান। নিশ্চিত ভাবে রান আউট হতেন। কিন্তু সজোরে দৌড়িয়ে ডাইভ দিয়ে শেষ রক্ষা করে দলকে জেতান আফ্রিদি। উড নিরাপদে ক্রিজে পৌঁছে যাওয়ায়, নন স্ট্রাইকার জোনে থ্রো করা হলেও, শেষ পর্যন্ত তা কার্যকরী হয়নি। এবং আফ্রিদি নিরাপদে ক্রিজে ঢুকে নিজের ব্যাট বাতাসে ছুড়ে, হেলমেট খুলে সেলিব্রেশনে মাতেন। এই শেষ বলের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রথমে ব্যাট করতে নেমে এমিরেটস মোটেও ভালো ব্যাট করতে পারেনি। ৩০-এর গণ্ডিই কেউ ছুঁতে পারেননি। সাতে নেমে সর্বোচ্চ ২৮ রান করেছিলেন টিম ডেভিড। এছাড়া ২৪ রান করেন আকিল হোসেন। ২৩ রান করেন অম্বাতি রাইডু। ১৯ রান করেন মহম্মদ ওয়াসিম। ১৮ রান করেন আন্দ্রে ফ্লেচার। ১৭ করেন নিকোলাস পুরান।ডোয়েন ব্র্যাভো করেন ১০ রান।

ভাইপার্সদের হয়ে পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। তবে এদিন আফ্রিদি ব্যয়বহুল হয়ে ওঠেন। বিনা উইকেটে ৩৯ রান দিয়ে বসেন তিনি। এবং তাঁর দলের হয়ে সবচেয়ে খারাপ ইকোনমিরেট ছিল আফ্রিদিরই। লুক উড ৪ ওভারে ৩২ রান দিলেও, ২ উইকেট নেন। অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা তাঁর চার ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন।

ভাইপার্সরা রান তাড়া করতে নামলে আফগানিস্তানের ফজলহক ফারুকি এবং মহম্মদ রোহিদ মিলে ৫.৩ ওভারে ২৮ রানের মধ্যে ৪ উইকেট ফেলে দেন। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গার ২৬, আজম খানের ২০, শেরফেন রাদারফোর্ডের ৩৫ এবং শাহিন আফ্রিদির অপরাজিত ১২ বলে ১৭ রানের হাত ধরে ম্যাচ পকেটে পুড়ে ফেলে ভাইপার্সরা। এমিরেটসের হয়ে ৩ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন রোহিত। ফারুকি চার ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়েন ব্রাভোও দুটি উইকেট নিয়েছেন। তবে শেষ হাসি হেসেছে ভাইপার্সরা।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

'আগে ভাবতাম আরএসএস মানে…এখন ভোগ করতে করতে…,' আর কী বললেন মমতা? এ তো পুরো রাজযোটক! র‍্যাপিড ফায়ারে মিলে গেল আদৃত-কৌশাম্বির সব পছন্দ, দেখুন ভিডিও তিনিই গরিবের 'মসিহা', এখন মহা বিপদে পড়েছেন সেই সোনু সুদ, তাঁর সঙ্গে কী ঘটেছে? ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের বয়সকে কাঁচকলা! ৬০ এই আলেজান্দ্রার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট, কে তিনি? ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো সুভাষের নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতি, বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে FIR ভারতের ৫২৭ খাবারে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক! দাবি করছে EU কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর টসে জিতল New Zealand , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল|

Latest IPL News

১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.