পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় পায় ইসলামাবাদ ইউনাইটেড। করাচি কিংসকে তারা পরাজিত করে পাঁচ উইকেটে। সৌজন্যে অধিনায়ক সাদব খান ও আগা সালমানের দুর্দান্ত ব্যাটিং। সেই সঙ্গে মিলস ও ফাহিমের বিধ্বংসী বোলিং। সব মিলিয়ে একটি নিখুঁত টিম গেমের উদাহরণ তুলে ধরেছে ইসলামাবাদ ইউনাইটেড। এই জয় পেয়ে পয়েন্ট টেবিলে কিছুটা সুবিধাজনক অবস্থায় ইসলামাবাদ পৌঁছালেও সামান্য চাপে পড়েছে করাচি কিংস।
তবে এই ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শকদের নজর কেড়েছেন করাচি কিংসের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এদিন বোলিং করার সময় যখন গোটা স্টেডিয়াম জুড়ে ওঠে বাবর আজমের ধ্বনি, তখন তিনি রীতিমতো আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির মতো উদযাপন করলেন। এই দৃশ্যটি রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার, অর্থাৎ ৭ মার্চ, রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয় করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান তোলে করাচি। জবাবে প্রয়োজনীয় রান তুলতে গিয়ে পাঁচটি উইকেট হারায় ইসলামাবাদ এবং ম্যাচ গড়ায় ১৯তম ওভার পর্যন্ত। তবে এদিন ম্যাচ চলাকালীন ঘটে একটি ঘটনা যা রীতিমতো দৃষ্টি আকর্ষণ করে সকল ক্রিকেটপ্রেমীর। ঘটনাটি ঘটে করাচির ব্যাটিংয়ের সময়। বিরতির সময় গোটা স্টেডিয়াম জুড়ে ধ্বনি উঠছিল বাবর আজমের নামে এবং তা শুনে একেবারে মেসির মতো জার্সি খুলে ঘোড়াতে শুরু করেন ইমাদ ওয়াসিম।
এই দৃশ্য যেমনি সকল দর্শককে মনোরঞ্জন দেয়। ঠিক তেমনই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি। ভাইরাল হতেই অনেকেই কমেন্ট করতে শুরু করেন। পাক ক্রিকেট দলের সমর্থকেরা এর প্রশংসা করলেও বহু ক্রিকেটপ্রেমী কটাক্ষ করে দাবি করেছেন যে খেলার থেকে এগুলোই বেশি করে পাকিস্তান ক্রিকেট দল। তবে সবমিলিয়ে, এই ভিডিও বেশ আনন্দের সঙ্গে উপভোগ করেছেন সকলে।
প্রসঙ্গত, এদিন ম্যাচের সেরা হন ফাহিম আশরাফ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দাবি করেন যে এই জয় পেয়ে গোটা দল খুশি। পাশাপাশি নিজের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে কোচ ও অধিনায়কের থেকে অনেক সাহায্য পেয়েছেন। এছাড়াও ফাহিম দাবি করেছেন যে দুই তারকা বোলার না থাকা সত্ত্বেও নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিতেছে ইসলামাবাদ।