Shoaib Akhtar on Suryakumar Yadav- টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ৮০ রানের দ্রুত ইনিংস খেলেন তিনি। এরপরে সর্বত্র সূর্যের ইনিংস প্রশংসিত হচ্ছে। কিন্তু সূর্যের এই ইনিংসকে কটাক্ষ করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আখতার। তিনি রবি শাস্ত্রী এবং ম্যাথু হেইডেনের লাইন উল্লেখ করে সূর্যকে ট্রল করেছেন। কিন্তু সূর্যের ভক্তরাও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে ছাড়েননি।
আসলে যেভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদব ব্যাটিং করেছিলেন, তা দেখে অনেকেই অবাক হয়েগিয়েছিলেন। কারণ সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপে সেভাবে পারফর্ম করতেই পারেননি তিনি। অনেকেই বলেছিলেন টি টোয়েন্টির সঙ্গে একদিনের ক্রিকেটকে কিছুতেই মেলাতে পারছেন না সূর্য। সেই কারণেই নাকি একদিনের ক্রিকেটে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি। যদি তিনি একদিনের ক্রিকেটে নিজের টি টোয়েন্টি ফর্ম্যাটের ফর্ম ধরে রাখতেন তাহলে এবারের বিশ্বকাপ জিততে পারত ভারত। তবে সেটা হয়নি। এই কারণে টি টোয়ন্টিতে সূর্য ভালো খেললেই সকলে তাঁর একদিনের ক্রিকেটের কথা মনে করিয়ে দিচ্ছেন। এবার এই তালিকায় যুক্ত হল শোয়েব আখতারের নাম।
আসলে শোয়েব আখতার এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন। এতে তিনি রবি শাস্ত্রী এবং ম্যাথু হেইডেনের কথা উল্লেখ করেছেন। শোয়েব আখতার নিজের পোস্টে লিখেছেন, ‘রবি শাস্ত্রী- সূর্যকুমার যাদব যখন টপ ফর্মে রয়েছেন, এখন তাঁকে আটকাবেন কীভাবে? ম্যাথু হেইডেন - তাঁকে বলুন এটি একটি ওডিআই ফর্ম্যাট।’
শোয়েব আখতার এই পোস্টের মাধ্যমে সূর্যকুমারকে কটাক্ষ করার চেষ্টা করেছেন। আর এতেই আখতারের উপরে চটেছেন সূর্যের ভক্তেরা। ভারতীয় ক্রিকেটের ভক্তরা শোয়েব আখতারের এই কটাক্ষ নিয়ে অনেক মজার মন্তব্য করেছেন। শোয়েবকে ট্রোল করে তাঁরা নিজেদের মত প্রকাশ করেছেন। সূর্যের ভক্তরা পাকিস্তানকে ২০২৩ সালের বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়েছেন। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স খারাপ ছিল। সেমিফাইনালেও উঠতে পারেনি দলটি। সেই কথাই তারা শোয়েবকে মনে করিয়ে দিয়েছেন।
সূর্যকুমার যাদব সম্পর্কে কথা বলতে, বিশ্বকাপ ২০২৩ তার জন্যও ভালো ছিল না। ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এই ম্যাচেও ফ্লপ হয়েছিলেন সূর্য। তবে অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ পারফর্ম করেন তিনি। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচে ৪২ বলের মুখোমুখি হয়ে ৮০ রান করেন সূর্য। এদিনের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। সূর্যের পাশাপাশি হাফ সেঞ্চুরি করেন ইশান কিষানও। এদিন দুরন্ত ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং। তবে সূর্য কুর্নিশ জানিয়েছিলেন মুকেশ কুমারের পারফরমেন্সকে।