রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে ঝোড়ো মেজাজে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাজবল খেলে ফের দ্বিশতরানের করে ফেলেছেন যশস্বী। মারাত্মক চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড। আর যশস্বী বাকি ব্রিটিশ বোলারদের সঙ্গে, সুইং কিং জেমস অ্যান্ডারসনকেও পিটিয়ে ছাতু করে চলেছেন। ইংল্যান্ডের তারকা বোলারের পরপর তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে হ্যাটট্রিকও করে ফেলেছেন।
৮৫তম ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে অ্যান্ডারসনকে পরপর তিনটি ছক্কা হাঁকান যশস্বী। ফাইন লেগ, একস্ট্রা কভার আর তিন নম্বরটি অ্যান্ডারসনের মাথার উপর দিয়ে মাঠের বাইরে পাঠান তিনি। অ্যান্ডারসনের এই ওভারে হয় মোট ২১ রান। তাঁর মধ্যে ২০ রান করেন যশস্বী। আর যাঁরা যশস্বীর ছক্কার হ্যাটট্রিক মিস করে গিয়েছেন, তাঁরা দেখে নিন সেই বিধ্বংসী ব্যাটিংয়ের ভিডিয়ো।
যশস্বী ভারতের প্রথম ব্যাটার হিসেবে ইতিমধ্যে টেস্টের এক ইনিংসে ১০টি বা তার বেশি ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেলেছেন। এই নজির আর কোনও ভারতীয় ব্যাটারের নেই। এর আগে ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নভজোৎ সিং সিধু টেস্টের এক ইনিংসে আটটি ছয় মেরেছিলেন। আর ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ম্যাচের এক ইনিংসে ময়াঙ্ক আগরওয়াল আটটি ছক্কা হাঁকিয়েছিলেন। আর যশস্বী তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এক ডজন ছক্কা ইতিমধ্যে হাঁকিয়ে ফেলেছেন। গুঁড়িয়ে দিয়েছেন সিধু, মায়াঙ্কের নজির। স্পর্শ করেছেন ওয়াসিম আক্রমের রেকর্ড। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির আগে আক্রমের ছিল। সেই রেকর্ডে এবার ভাগ বসালেন যশস্বী।
আরও পড়ুন: ফের শতরান যশস্বীর, ছেলেমানুষের মতো লাফিয়ে উঠলেন রোহিত, জয়সওয়াল ছুঁলেন কোহলি-বীরুর রেকর্ড
তরুণ তুর্কি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যে মাত্র ২৯টি ইনিংস খেলেই ছয় হাঁকানোর হাফসেঞ্চুরি করে ফেলেছেন। এখানেই শেষ নয়, যশস্বী ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে টেস্ট সিরিজে ২০টি ছক্কা মারার নজির গড়ে ফেলেছেন।
সেই সঙ্গে রবিবার রাজকোট টেস্টের চতুর্থ দিন সিরিজের দ্বিতীয় দ্বিশতরান হাঁকিয়েও একাধিক নজির গড়েছেন যশস্বী জয়সওয়াল। পিঠের চোট সারিয়ে মাঠে ফিরেই বিধ্বংসী মেজাজে রয়েছেন যশস্বী। রাজকোটে ২৩১ বলে ২০০ রান করলেন। অপরাজিত থাকলেন ২১৪ রান করে। বিনোদ কাম্বলি, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দু’টি টেস্টে দ্বিশতরান করার নজির গড়লেন যশস্বী। তবে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দু'টি দ্বিশতরান করার নজির গড়েছেন যশস্বী। এই নজির ভারতের আর কোনও ব্যাটারের নেই।