রবীন্দ্র জাদেজা ভারতের টেস্ট স্কোয়াডের একমাত্র ক্রিকেটার, যিনি শুধুমাত্র একজন ব্যাটার এবং একজন বিশেষজ্ঞ বোলার হিসেবে একাদশে জায়গা করে নিতে পারেন। কেউ কেউ বলবেন, ফিল্ডার হিসেবেও। যে কোনও জায়গাতেই তাঁকে দাঁড় করানো হোক না কেন, নিজের সেরাটা দিয়ে তিনি ফিল্ডিং করেন। নিঃসন্দেহে জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স সকলকেই মুগ্ধ।
জাদেজা সেই বিরল ক্রিকেটারদের মধ্যে একজন, যিনি খুব কমই নিজেকে টেস্ট ম্যাচের লিড-আপের শিরোনামে খুঁজে পান। কিন্তু তিনি না থাকলে, সব সময়ে তাঁর অভাবটা স্পষ্ট বোঝা যায়। ভারতীয় একাদশে জাদেজার শূন্যতা অনেক বেশি বোঝা যায়, যতটা না তার উপস্থিতিতে উদযাপন করা হয়।
বিরাট কোহলি এবং কেএল রাহুলের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি এখন ভারতের পাঁচ নম্বর ব্যাটসম্যান। ধরমশালায় টেস্ট শুরুর আগে থেকেই অবশ্য লাইমলাইটে রয়েছেন তাঁর স্পিন-বোলিং সঙ্গী রবিচন্দ্রন অশ্বিন। তিনি ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে তাঁর ১০০তম ম্যাচ খেলতে চলেছেন। তবে জাদেজাও জানেন যে, তাঁকে লাইমলাইটে থাকতে হলে কী কী করতে হবে।
আরও পড়ুন: T20 WC-এ ইন্দো-পাক ম্যাচের টিকিট কোটিতে বিকোচ্ছে, অথচ স্টেডিয়ামের কাজ অনেক বাকি, ছবি দিল ICC
মঙ্গলবার এইচপিসিএ স্টেডিয়ামে ভারতের প্রথম প্রশিক্ষণ সেশনে জাদেজাকে নেটে দীর্ঘ ব্যাটিং করতে দেখা গেল। বলের পাশাপাশি তিনি ব্যাট হাতে প্রভাব বিস্তার করতে পারেন। যে কারণে ব্যাটিংয়ে বাড়তি জোর দিতে দেখা গেল জাড্ডুকে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাঁ-হাতি এই তারকা নেটে দু'বার করে দীর্ঘ ব্যাটিং করেছেন। এর মধ্যে কোচ তাঁকে তাঁর সেশন শেষ করতে বলেন। তার সতীর্থরাও আর্জি জানান। কিন্তু জাদেজা নেট ছাড়েননি। ‘আরও কয়েকটি বল,’- বারংবার একই অনুরোধ নাকি করে গিয়েছেন। এবং ব্যাটিং চালিয়ে গিয়েছেন।
দীর্ঘ ব্যাটিং সেশন জাদেজার ক্ষেত্রে অস্বাভাবিক কিছু নয়। যখন তিনি নেটের ভিতরে যান, তখন তাঁকে আউট করা কঠিন কাজ হয়ে ওঠে। এটি খুবই ব্যাটসম্যানের মতো বৈশিষ্ট্য।
আরও পড়ুন: T20 World Cup-এ কি KKR তারকার জায়গা পাকা? ধরমশালায় রিঙ্কুর উপস্থিতি কি সেই বার্তাই দিল?
চলমান অ্যান্থনি ডি মেলো ট্রফিতে, জাদেজাই একমাত্র ব্যাটসম্যান, যিনি ছয় ইনিংসের কম ব্যাটিং করে ২০০ রান করেছেন। হ্যামস্ট্রিং চোটের কারণে ভাইজ্যাগে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। ব্যাট হাতে পাঁচ ইনিংসে ৪৩.৪ গড়ে ২১৭ রান করেছেন এই বাঁ-হাতি। এই সিরিজে ৪০-এর বেশি গড় করা মাত্র চার ব্যাটসম্যানের মধ্যে তিনি একজন। ভারতের যশস্বী জয়সওয়াল (৯৩.৫৭) এবং শুভমন গিল (৪৮.৮৫), আর ইংল্যান্ডের ওপেনার জাক ক্রাওলি (৪১) অন্য তিন জন ব্যাটার।
রাজকোটে তৃতীয় টেস্টে জাদেজা যে সেঞ্চুরি করেছিলেন, তার একটি প্রধান কারণ ছিল টেস্ট ম্যাচের একেবারে সকালের সেশনেই ভারত ৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে। তার পরেও জাদেজার হাত ধরে তারা ৪৪৫ করতে সক্ষম হয়েছিল।
বোলার জাদেজা সম্পর্কে বলতে গেলে, একই টেস্টে তিনি সাত উইকেট নিয়েছিলেন, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ছিল পাঁচ উইকেট। তিনি জসপ্রীত বুমরাহ এবং অশ্বিনের সঙ্গে ১৭টি উইকেট নিয়ে ভারতের যৌথ-সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন।