শুভব্রত মুখার্জি:- ক্রিকেটে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে যখন স্পিনাররা বোলিং করেন তখন ব্যাটারদের আশেপাশে মাঝেমধ্যে ফিল্ডারদের থাকতে দেখা যায়। ফরোয়ার্ড শর্ট লেগ, সিলি পয়েন্ট এবং অবশ্যই স্লিপে ফিল্ডারদের ভিড় বাড়ে। ব্যাটারদের ব্যাটের একেবারে সামনের দিকে যেসব ফিল্ডিং পজিশন থাকে, সেখানে ফিল্ডিং করার সময়ে সতর্কতাও অবলম্বন করতে হয়। কেননা বোলারদের করা খারাপ বলকে ব্যাটাররা জোরে প্রহার করলে সেই বল এসে কাছে দাঁড়ানো ফিল্ডারকে শরীরের যে কোন অংশে সজোরে আঘাত করার সম্ভাবনা তৈরি হতে পারে।
ঠিক এমন ঘটনা যাতে না ঘটে সেই কারণেই কয়েকদিন আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা সতর্কবার্তা দেন নবীন প্রতিভা সরফরাজ খানকে। রোহিতের বক্তব্য ছিল, ব্যাটারের সামনে দাঁড়িয়ে বেশি হিরো হতে যাওয়ার প্রয়োজন নেই। সেই পরামর্শের কয়েকদিন বাদেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সরফরাজ খান। বল তাঁর মাথায় সজোরে আঘাত করতে পারত!
ঘটনাটি ঘটেছে ভারত বনাম ইংল্যান্ডের সদ্য শেষ হওয়া পঞ্চম টেস্টে। ধরমশালাতে তৃতীয় দিনের খেলার সময়ে ঘটেছে এই ঘটনা। কুলদীপ যাদবের ওভারেই ঘটে যায় এই ঘটনা। কোনও রকমে বড়সড় আঘাতের হাত থেকে বাঁচলেন সরফরাজ খান। সরফরাজ খানকে কয়েকদিন আগেই রোহিত শর্মা বলেছিলেন ব্যাটারের কাছাকাছি দাঁড়িয়ে যখন ফিল্ডিং করবে, তখন অবশ্যই হেলমেট পড়বে।
রোহিতের সেই উপদেশ কাজে দিয়েছে সরফরাজের জন্য। শনিবার ভারতীয় দল এক ইনিংস এবং ৬৪ রানে টেস্ট জিতেছে। ফলে তারা সিরিজ জিতে নিয়েছে ৪-১ ফলে। এই জয়ের কিছুক্ষণ আগেই ঘটে সেই ঘটনাটি।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ের সেই সময়ে চলছিল ৪৭তম ওভারের খেলা। এই ওভারের আগে লং অনে ফিল্ডিং করছিলেন সরফরাজ খান। রোহিতের দরকার ছিল 'ক্লোজ ইন ' ফিল্ডার। তিনি ডেকে নেন সরফরাজকে। ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করা শুরু করেন সরফরাজ। তবে পজিশনে দাঁড়িয়ে হেলমেট পড়েননি তিনি। সঙ্গে সঙ্গে তাঁর দিকে এগিয়ে আসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বলেন, ‘ ওয়ে হিরো নেহি বননে কা (হিরো হওয়ার চেষ্টা করোনা)।’
আরও পড়ুন:- IND vs ENG: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সব থেকে বেশি রান, সেরা ১০-এর শীর্ষে যশস্বী
অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনাও এগিয়ে আসেন। বলেন এইভাবে হেলমেট ছাড়া তুমি ফিল্ডিং করতে পারবে না। ওই ওভারেই কুলদীপের একটি বল শর্ট পড়ে যায়। শোয়েব বশির ব্যাকফুটে গিয়ে বলকে সজোরে মারেন। বল সরফরাজের হেলমেটে লেগে বাউন্স হয়ে চলে যায়। হেলমেট পড়া থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান সরফরাজ খান।