Venkatesh Prasad on Shoaib Bashir visa Problem: অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশির। বুধবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট। ভিসা বিলম্বের কারণে বশির ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছিলেন, যে জন্য অধিনায়ক বেন স্টোকস দুঃখ প্রকাশ করেছিলেন। ভিসা সমস্যা সমাধানের জন্য বশিরকে সংযুক্ত আরব আমির শাহি (UAE) থেকে লন্ডনে ফিরতে হয়েছিল। খবরে বলা হয়েছে, বশিরের পাসপোর্টে ইংল্যান্ডে ভারতীয় হাইকমিশনের স্ট্যাম্প লাগানোর কথা থাকলেও তিনি তা ছাড়াই সংযুক্ত আরব আমির শাহিতে পৌঁছেছেন। ২০ বছর বয়সি বশির পাকিস্তানি বংশোদ্ভূত। এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ইংল্যান্ডের এই তরুণ স্পিনার।
এই বিষয়ে বেঙ্কটেশ প্রসাদ জানিয়েছেন, ব্রিটেনে তাঁর ভিসায় স্ট্যাম্প করা দরকার ছিল। ইসিবি (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড) শোয়েব বশিরকে তৃতীয় কোনও দেশে (UAE) অনুমোদন করা হবে ভেবে সেখানে পাঠিয়েছিল। মৌলিক পদ্ধতি অনুসরণ না করা, জিনিসগুলি না মানা এবং তারপরে কান্নাকাটি করা। এটি প্রাচীন ইংরেজী পদ্ধতি। কোনও দোষ থাকলে সেটা ইসিবির দোষ।
একই সময়ে, প্রাক্তন অভিজ্ঞ ভারতীয় বোলার বেঙ্কটেশ প্রসাদ বশিরের মামলা নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ইস্যুটিকে তুলে ধরেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ লিখেছেন, ‘যুক্তরাজ্যে তার ভিসা স্ট্যাম্প করা দরকার ছিল। তৃতীয় কোনও দেশে তাঁকে অনুমোদন দেওয়া হবে এই ভেবেই শোয়েব বশিরকে সংযুক্ত আরব আমির শাহিতে পাঠিয়ে ছিল ইসিবি। প্রাথমিক পদ্ধতি অনুসরণ না করা, জিনিসগুলি ধরে নেওয়া এবং তারপরে দোষা রোপ করা আর কান্নাকাটি করা। এটা একটি পুরনো ইংরেজি শৈলী। এখানে যদি কারও দোষ হয়ে থাকে, তবে সেটা ইসিবি করেছিল।’ আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্টের সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্টিত হবে হায়দরাবাদে।
অফ-স্পিনার বশির ইংলিশ কাউন্টি দল সমারসেটের হয়ে খেলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৬ ম্যাচে ১০টি ডিসমিসাল নিয়েছেন তিনি। হায়দরাবাদ টেস্টের আগে সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, ‘বশির লন্ডনে ফিরেছেন। আশা করছি সপ্তাহের শেষ নাগাদ ভারতে আসবে। ভিসা ইস্যুতে আমাদের প্রতিক্রিয়া একই রয়ে গেছে। এটি একটি হতাশাজনক পরিস্থিতি। আমরা ডিসেম্বরের মাঝামাঝি স্কোয়াড ঘোষণা করেছিলাম এবং আজ ২৪ জানুয়ারি এবং বশিরের অনুপস্থিতির কারণ আমাদের কাছে নেই। আশা করছি শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা সফরে মনোনিবেশ করতে সক্ষম হব।’ ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে।