শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে ভারত সফরে রয়েছে ইংল্যান্ড দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছে তারা। ইতিমধ্যেই দুটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। হায়দরাবাদে প্রথম টেস্টে ২৮ রানে জিতে সিরিজে লিড নেয় ইংল্যান্ড দল। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ১০৬ রানে জিতে সিরিজে কামব্যাক করেছে ভারতীয় দল।
সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। আর তার আগে গোটা ইংল্যান্ড দল ফের একবার ফিরে গিয়েছে আবুধাবিতে। প্রসঙ্গত সেখানেই ভারত সফরের প্রস্তুতি সেরেছে তারা। দলের সঙ্গে একসঙ্গে আবুধাবি পাড়ি জমিয়েছেন ওপেনার বেন ডাকেটও। সম্প্রতি তিনি ফের একবার উঠে এসেছেন খবরের শিরোনামে।
তবে এবার শিরোনামে উঠে আসা কিন্তু সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রীকে নিয়ে বেশ কয়েকবছর আগে করা তাঁর একটি খারাপ ইঙ্গিতপূর্ণ টুইট ভাইরাল হয়েছে। আর তার ফলেই খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।
ক্রিকেটের তিনটে ফর্ম্যাটে বেশ মারকুটে স্বভাবের ব্যাটার বলে খ্যাত ডাকেট। বিধ্বংসী মেজাজ ব্যাট করেন তিনি । ২০১২ সালে অভিষেক হয় তাঁর। ২০১২ সালেই ইংল্যান্ডের হয়ে টেস্ট সিরিজে খেলার ডাক পান। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর অভিষেকও হয় ইংল্যান্ডের হয়ে। তিনি এরপর নিজের জায়গা পাকা করে নেন। তিনি এখন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
ডাকেট অতীতে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। ২০১৩ সালে সেইরকম একটা কাজ তিনি করেছিলেন। তিনি মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনিকে উদ্দেশ্য করে আপত্তিকর, ইঙ্গিতবাহী একটি টুইট করেছিলেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
কি ছিল সেই টুইটে? কি লিখেছিলেন বা লেখার উদ্দেশ্য ছিল? ২০১৩ সালে একটি টুইট করেন সাক্ষীকে নিয়ে। যেখানে তিনি লেখেন, ‘ধোনির গার্লফ্রেন্ড/ওয়াইফ ইজ টপ ড্রয়ার।' অর্থাৎ যার মানে দাঁড়ায়, ধোনির গার্লফ্রেন্ড/স্ত্রী সেরা। তিনি কী ভেবে তখন এই মন্তব্য করেছিলেন তা অবশ্য জানা সম্ভব হয়নি। তাঁর এই মন্তব্যকে ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। তাদের মনে হয়েছে এই টুইটে কু-ইঙ্গিত দেওয়া হয়েছে ডাকেটের তরফে।
ফলে স্বাভাবিকভাবেই ডাকেটের কার্যত মুন্ডপাতও করা হয়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের তরফে। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি ডাকেট। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে হারের পর বেন ডাকেটের এই টুইটটি ফের ভাইরাল হয়েছে। বেন ডাকেটের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা। উল্লেখ্য চলতি সিরিজে হায়দরাবাদে প্রথম ম্যাচে বেন ডাকেট দুই ইনিংসে করেন যথাক্রমে ৩৫ ও ৪৭ রান। দ্বিতীয় ম্যাচে তিনি করেন যথাক্রমে ২১ ও ২৮ রান।