ধরমশালা টেস্টে ইতিমধ্যে চালকের আসনে ভারতীয় দল। লিড নিতে সফল হয়েছে তারা। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল দুজনেই শতরান করেন। অন্যদিকে ইংল্যান্ডের বোলারদের রীতিমতো অপেশাদার দেখিয়েছে ভারতের ব্যাটিংয়ের সামনে। কেউই তেমন প্রভাব ফেলতে পারেনি দ্বিতীয় দিনের শুরুতে। বেশ চাপেই রয়েছে ইংরেজরা। যদিও সিরিজ আগেই জিতে নিয়েছেন ভারত। ফলে এই ম্যাচ দুই দলের কাছেই নিয়মরক্ষার।
তবে ইংল্যান্ডের এই অবস্থা দেখে রীতিমতো মজার ছলে বেন স্টোকস বাহিনীকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা উইকেটরক্ষক ব্যাটার টিম পেইন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে তিনি ইংল্যান্ডকে হারতে দেখা পছন্দ করেন। যদিও তাঁর পরক্ষণে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে স্টোকস বাহিনীর খেলা তাঁকে বেশ আনন্দ দিয়েছে।
টিম পেইন বলেন, 'আমি ভালো করেই জানি যে ভারতের বি টিমের হাতে পরাজিত হলে কেমন লাগে। যদিও দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গেও এটা ঘটেছে। আর আমাদের দেশের মাটিতেই হয়েছে। তবে হ্যাঁ, বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলেনি ভারতের। যেটা আমি মনে করি ইংল্যান্ডের অনেক কাজে আসতো। ইংল্যান্ডকে খেলতে দেখে আমার খুব ভালই লাগছিল, বিশেষ করে ওরা যেভাবে এগোচ্ছিল সেটা দেখে। আমার ওদের হারতে দেখেও খুব ভালো লাগছিল। কেউ খারাপভাবে নেবেন না, তবে ওরা সকলকেই আনন্দ দিচ্ছিল। ওরা টেস্ট ক্রিকেটে এভাবেই খেলছিল।'
তবে চলতি সিরিজে ইংল্যান্ডের এই পরিস্থিতিকে নিয়ে নিজের অবস্থান জানান আরেক প্রাক্তন অজি তারকা ব্র্যাড হ্যাডিনও। 'আরাউন্ড দ্যা উইকেট'-র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বেন স্টোকসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন, 'দেখুন এটার জন্য আপনি পুরোপুরি বেন স্টোকসকে দায়ী করতে পারেন না। যথেষ্ট ভালোভাবে দলের খেয়াল রেখেছে। ইংল্যান্ডের স্পিন বিভাগে যারা রয়েছে, তাদের সকলেরই বয়স কম। তবে ওরা বেশ ভালো পারফর্ম করেছে এবং এর পুরো কৃতিত্বটাই স্টোকসকে দেওয়া উচিত। তবে হ্যাঁ, ও যাদের বিরুদ্ধে খেলছে সেটা ভারতের 'বি' টিম। প্রায় নামিদামি ক্রিকেটার কেউ নেই বলতে গেলে এই সিরিজে। তবে এর থেকে একটা জিনিস যেটা বোঝা যায় যে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং গভীরতাটা কেমন। সেই কারণে তরুণ ক্রিকেটার থাকা সত্ত্বেও ওদের বেশি শক্তিশালী দেখাচ্ছে ইংল্যান্ডের চেয়ে। সকলেই এখন ভালো খেলছে।'