একদিকে পার্লে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ খেলতে ব্যস্ত লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল, ঠিক সেই সময় প্রিটোরিয়ায় টেস্ট সিরিজের প্রস্তুতিতে মাঠে নেমেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। নিজেদের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছেন টেস্ট স্কোয়াডে নির্বাচিত হওয়া ভারতীয় তারকারা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয়-এ দলের ক্রিকেটাররা।
আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের বেশ কিছুটা সময় বৃষ্টিতে নষ্ট হয়। তাই পিচের গতি ও বাউন্সের সঙ্গে সড়গড় হওয়ার পর্যাপ্ত সুযোগ পাননি রোহিতরা। তবে দ্বিতীয় দিনে আকাশ ছিল ঝকঝকে। অনুকূল আবহাওয়ায় ভারতের সিনিয়র তারকারা নিজেদের যথাযথ ঝালিয়ে নেন টেস্ট সিরিজের আগে।
এমনিতে রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা হচ্ছে ভারতের আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচটি। তবে RevSportz-এর খবর অনুযায়ী, এই ম্যাচে দুর্দান্ত শতরান করেছেন শুভমন গিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচে ব্যাট করতে নেমে সফল হননি গিল। তিনি ১টি ম্যাচে শূন্য রানে আউট হন। অন্য ম্যাচটিতে গিল সংগ্রহ করেন মোটে ৮ রান। তবে ফর্ম্যাট বদলে মাঠে ফিরতেই বড় রানের হদিশ মিলল শুভমনের ব্যাটে।
গিল ছাড়াও প্রস্তুতি ম্যাচে বড় রানের মুখ দেখেন যশস্বী জসওয়ালও। তিনি ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তবে তাঁকে শতরানে পৌঁছনোর সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। বাকিদের ব্যাটিং প্র্যাক্টিসের সুযোগ দিতে শতরানে পৌঁছনোর আগেই তুলে নেওয়া হয় যশস্বীকে।
উল্লেখ্য, যশস্বীকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। তিনি যদি রোহিতের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেন, তবে শুভমন গিলকে তিন নম্বরে ব্যাট করতে হবে। যদি রোহিতের সঙ্গে শুভমন ওপেন করতে নামেন, তবে যশস্বীকে রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে। আপাতত দুই তারকাই অনুশীলন ম্যাচে বড় রান করে বুঝিয়ে দিলেন যে, ফর্মে রয়েছেন তাঁরা। দুই তরুণ তুর্কির ছন্দে থাকা আশ্বস্ত করবে রাহুল দ্রাবিড়দের।
ভারতের ইন্টার-স্কোয়াড ম্যাচের দল:-
রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শুভমন গিল, অভিমন্যু ঈশ্বরন, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, পুলকিত নারাং, হর্ষিত রানা, শার্দুল ঠাকুর, সৌরভ কুমার, মানব সুতার, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, বিদ্বথ কাভেরাপ্পা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনি।