বাংলা নিউজ > ক্রিকেট > IND W vs AUS W: এটাই প্রথম নয়, এর আগেও দ্বিপাক্ষিক ODI সিরিজে অজিদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত

IND W vs AUS W: এটাই প্রথম নয়, এর আগেও দ্বিপাক্ষিক ODI সিরিজে অজিদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশের পথ (ছবি:ICC - x)

Australia Women's Tour of India: ১৯৮৪ সালে প্রথম শুরু হয়েছিল ভারতের মাটিতে ওয়ানডে ক্রিকেটে অজিদের দাপট। এই দ্বিপাক্ষিক সিরিজেই প্রথমবার অজিদের হাতে হোয়াইটওয়াশ হতে হয়েছিল‌ ভারতীয় দলকে। সেবার ৪-০ ফলে হারতে হয়েছিল ভারতকে। ফের এই ঘটনা ঘটে ২৮ বছর বাদে ২০১২ সালে।

শুভব্রত মুখার্জি:- আট উইকেটে ওয়াংখেড়ে টেস্টে অস্ট্রেলিয়া দলকে হারিয়েছিল ভারতীয় দল। ঐতিহাসিক জয় পেয়েছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। স্বাভাবিকভাবেই আশা করা হয়েছিল ওয়ানডে সিরিজে বেশ লড়াই করবে ভারতীয় দল। তবে অতিবড় অজি ক্রিকেটের ভক্তরাও হয়তো ভাবতে পারেননি যে এই ভারতীয় দলকে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া দল। প্রথম দুই ম্যাচে ভারতীয় দল সমানে সমানে লড়াই করলেও তৃতীয় ম্যাচে তারা কার্যত দাঁড়াতেই পারেনি। ঘরের মাঠে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে এই নিয়ে চার চারবার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হল ভারতীয় দলকে।

১৯৮৪ সালে প্রথম শুরু হয়েছিল ভারতের মাটিতে ওয়ানডে ক্রিকেটে অজিদের দাপট। এই দ্বিপাক্ষিক সিরিজেই প্রথমবার অজিদের হাতে হোয়াইটওয়াশ হতে হয়েছিল‌ ভারতীয় দলকে। সেবার ৪-০ ফলে হারতে হয়েছিল ভারতকে। ফের এই ঘটনা ঘটে ২৮ বছর বাদে ২০১২ সালে। এবার ৩-০ ফলে হারতে হয়েছিল ভারতকে। ২০১৮ সালে তৃতীয়বার ঘটে এই ঘটনাটি। সেবার ও ভারতকে ৩-০ ফলে হোয়াইটওয়াশ করে অজিরা। আর এবার ২০২৪ সালে দাঁড়িয়েও ফের একবার ঘরের মাটিতে অজিদের কাছে ৩-০ ফলে হোয়াইটওয়াশ হতে হল ভারতীয় দলকে। ফলে ওয়ানডে ফর্ম্যাটে টানা লজ্জার সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। টানা নয়বার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে অজিদের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে।

তৃতীয় ওয়ানডেতে ভারতকে ১৯০ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে অজিরা। ফোয়েবে লিচফিল্ডের অনবদ্য শতরান দুই দলের মধ্যে কার্যত ফারাক গড়ে দেয়। এদিন প্রথমে ব্যাট করে অজিরা ৭ উইকেটে ৩৩৮ রান করে। অজিদের হয়ে অনবদ্য ১১৯ রানের ইনিংস খেলেন লিচফিল্ড। তাঁকে যোগ্য সঙ্গত দেন দলের অধিনায়ক তথা অপর ওপেনার অ্যালিসা হিলি। তিনি করেছেন ৮২ রান। ভারতের হয়ে তিনটি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩২.৪ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ওপেনার তথা সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা ২৯, দীপ্তি শর্মা ২৫ এবং জেমিমা রডরিগেজ ২৫ রান করেন। গত ম্যাচে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা রিচা ঘোষ এই ম্যাচে আউট হন ১৯ রানে। অজিদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জর্জিয়া ওয়ারহ্যাম। ফলে ১৯০ রানের বিরাট ব্যবধানে ম্যাচ হেরে সিরিজে হোয়াইটওয়াশ হতে হল ভারতীয় দলকে।

ক্রিকেট খবর

Latest News

নিয়া শর্মা থেকে ধীরাজ, এবার ‘বিগ বস ১৮’-এ প্রতিযোগী কারা? তালিকায় রয়েছে বড় চমক প্লিমারকে আউটের পর অভিনব সেলিব্রেশন! নজর কাড়ল আর্সেনাল ফ্যান শোভানার সেলিব্রেশন PM ইন্টার্নশিপের রেজিস্ট্রেশন চালু করছে সরকার, মিলবে ৬৬০০০, কীভাবে করবেন আবেদন? রিঙ্কু সিংয়ের হাতে ‘Gods Plan’ ট্যাটু! লুকিয়ে রয়েছে আরও রহস্য! জানুন ওর থেকেই… 'পাকিস্তানে ভদ্র ভাবে...', পড়শি দেশে যাওয়ার আগে শান্ত গলায় কড়া বার্তা জয়শংকরের জেলেই মটন বিরিয়ানি, বাসন্তী পোলাও, পায়েস পাবেন সন্দীপরা! একেবারে এলাহি মেনু তৈরি খুনের কথা স্বীকার করেছে ধৃত মোস্তাকিন, জয়নগরে কিশোরীর দেহ উদ্ধারে জানালেন SP দেবকে দেখে ‘চোখে জল’ শুভশ্রীর! কুণাল ঘোষের দাবির পরই ভিডিয়ো বার্তা দিল রাজের বউ GST সমেত ৭৯ হাজার ছুঁই ছুঁই সোনা, আজ কলকাতায় ফের বাড়ল হলুদ ধাতুর দাম পুজোর মধ্যেই পার্থ-জ্যোতিপ্রিয়র 'মুক্তি'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.