বাংলা নিউজ > ক্রিকেট > SA vs IND: বিরাট-রোহিত এখনও দুর্দান্ত ফিল্ডার, দাবি প্রাক্তন ভারত অধিনায়কের

SA vs IND: বিরাট-রোহিত এখনও দুর্দান্ত ফিল্ডার, দাবি প্রাক্তন ভারত অধিনায়কের

বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি-এক্স

ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রশংসায় সুনীল গাভাসকর। এই দুই কিংবদন্তি যে এখনও দুর্দান্ত ফিল্ডিং করেন, সেটাই বললেন তিনি।

বর্তমানে টিম ইন্ডিয়ার একটি বড় স্তম্ভ দলের অধিনায়ক রোহিত শর্মা এবং চেজ মাস্টার বিরাট কোহলি। ব্যাট হাতে দুজনেই এখনো বিপক্ষ দলের বোলারদের কাছে একটা বড় আতঙ্ক। দুজনেই একসময় নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাতো ভারতকে। যদিও এখনও তাই করে চলেছেন তারা। তবে সম্প্রতি ময়দানে তাদের ফিল্ডিং নজর কেড়েছে টিম ইন্ডিয়া প্রাক্তন তারকা ব্যাটার সুনীল গাভাসকরের।

স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে বিরাট ও রোহিত দু'জনে এখনও সেরা ফিল্ডারদের তালিকাতেই পড়ে। পাশাপাশি, ভারতের ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ তুলে সানি জানান যে সেই জয়ের পরেই ভারতে টি-২০ খেলার চাহিদা ও আকর্ষণ দুটোই বেড়েছে এবং এর জেরেই আইপিএলও সফল হয়ে উঠেছে।

তিনি বলেন, 'বিরাট কোহলিকে আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। গত দেড় বছর ধরে ও যেরকম পারফরম্যান্স দিয়ে চলেছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ওর ব্যাটিং দেখার মতো ছিল। আমি দারুণ উপভোগ করেছি ওর খেলা। একটা বড় ও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ৭৫০ বেশি রান করা মুখের কথা নয়। তার উপর একটা বিশ্বকাপে তিন তিনটে শতরান। সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে ও কি মাপের ক্রিকেটার। এই ব্যাপারটা নিয়ে কোনও সন্দেহ নেই যে সীমিত ওভারের ক্রিকেটে ও সেরা। রোহিত শর্মাও একজন দুর্দান্ত ব্যাটার। বিরাটের মতো রোহিতও একজন বড় মাপের ক্রিকেটার। তবে যেই জিনিসটা আমার দু'জনের মধ্যে ভালো লাগে সেটা হল ওদের ফিল্ডিং। এখনও পর্যন্ত ওরা যে রকম ফিল্ডিং করে, তাতে মনে হয়না ওদের বয়স হয়েছে। ওরা এখনো সেরা ফিল্ডিংয়ের ক্ষেত্রে। এখনো ওরা কাজে আসবে।'

এছাড়াও সাক্ষাৎকারে কথা ওঠে টি-২০ ক্রিকেট নিয়ে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গে সানি বলেন, 'সেই সময়ে আমি উপস্থিত ছিলাম মাঠে এবং সত্যি বলতে গেলে আমার জীবনের সেরা মুহূর্তগুলর মধ্যে ওটা একটা। আমি দেখছিলাম ধোনি ও ইরফান পাঠান ভারতকে ম্যাচটা জেতালো এবং এই জয়ের পর থেকে স্পষ্ট হয়ে গেল ভারতবর্ষে টি-২০ ক্রিকেটের চাহিদা। সকলেই তখন এই ফরম্যাট দেখতে বেশি পছন্দ করত। এখনও করে বলতে গেলে। আগে এটা নিয়ে কেউ কিছু জানতোইনা। আর ওটার পর থেকেই আইপিএল এলো এবং সময়ের সঙ্গে সঙ্গে তা জনপ্রিয় হয়ে উঠলো।'

ক্রিকেট খবর

Latest News

সুপ্রিম কোর্টের আইনজীবীকে সপাটে চড় বান্ধবীর, ‘আমি নির্যাতিত’ দাবি যুবকের আরজি কর, জয়নগর কাণ্ডের মধ্যেই কলকাতায় জোড়া ধর্ষণের অভিযোগ, ধৃত ২ স্ত্রীকেই ডেলিভারি এজেন্ট বানিয়ে দিলেন Zomato CEO, নিজেও হাঁটলেন একই পথে! রেললাইনের উপর মাটির স্তুপ! দেখেই ব্রেক কষলেন চালক, উদ্বেগ চরমে পুজোর ৪দিন শাড়িই পছন্দের? কোনদিন কোন লুক বেছে নেবেন? দেখে নিন রোদ-বৃষ্টিতে ঠাকুর দেখতে গিয়ে হতে পারে সর্দিগর্মি, সুস্থ থাকতে যা করবেন নেই নন্দকুমার-সাহাল, দলে একমাত্র বাঙালি শুভাশিস! ভারতীয় দল নিয়ে কী বললেন কোচ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাক ক্রিকেটার, পাত্রী ভারতীয় হিন্দু তরুণী যুদ্ধের আবহে ইরানে খেলতে না যাওয়ার শাস্তি! ACL-2 থেকে ছেঁটে ফেলা হল মোহনবাগানকে ক্যাচ মিস থেকে ফিল্ডার অফ দ্য ডে, রিচার জন্য গর্বিত কোচও, জিতে খুশি দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.