বর্তমানে টিম ইন্ডিয়ার একটি বড় স্তম্ভ দলের অধিনায়ক রোহিত শর্মা এবং চেজ মাস্টার বিরাট কোহলি। ব্যাট হাতে দুজনেই এখনো বিপক্ষ দলের বোলারদের কাছে একটা বড় আতঙ্ক। দুজনেই একসময় নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাতো ভারতকে। যদিও এখনও তাই করে চলেছেন তারা। তবে সম্প্রতি ময়দানে তাদের ফিল্ডিং নজর কেড়েছে টিম ইন্ডিয়া প্রাক্তন তারকা ব্যাটার সুনীল গাভাসকরের।
স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে বিরাট ও রোহিত দু'জনে এখনও সেরা ফিল্ডারদের তালিকাতেই পড়ে। পাশাপাশি, ভারতের ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ তুলে সানি জানান যে সেই জয়ের পরেই ভারতে টি-২০ খেলার চাহিদা ও আকর্ষণ দুটোই বেড়েছে এবং এর জেরেই আইপিএলও সফল হয়ে উঠেছে।
তিনি বলেন, 'বিরাট কোহলিকে আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। গত দেড় বছর ধরে ও যেরকম পারফরম্যান্স দিয়ে চলেছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ওর ব্যাটিং দেখার মতো ছিল। আমি দারুণ উপভোগ করেছি ওর খেলা। একটা বড় ও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ৭৫০ বেশি রান করা মুখের কথা নয়। তার উপর একটা বিশ্বকাপে তিন তিনটে শতরান। সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে ও কি মাপের ক্রিকেটার। এই ব্যাপারটা নিয়ে কোনও সন্দেহ নেই যে সীমিত ওভারের ক্রিকেটে ও সেরা। রোহিত শর্মাও একজন দুর্দান্ত ব্যাটার। বিরাটের মতো রোহিতও একজন বড় মাপের ক্রিকেটার। তবে যেই জিনিসটা আমার দু'জনের মধ্যে ভালো লাগে সেটা হল ওদের ফিল্ডিং। এখনও পর্যন্ত ওরা যে রকম ফিল্ডিং করে, তাতে মনে হয়না ওদের বয়স হয়েছে। ওরা এখনো সেরা ফিল্ডিংয়ের ক্ষেত্রে। এখনো ওরা কাজে আসবে।'
এছাড়াও সাক্ষাৎকারে কথা ওঠে টি-২০ ক্রিকেট নিয়ে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গে সানি বলেন, 'সেই সময়ে আমি উপস্থিত ছিলাম মাঠে এবং সত্যি বলতে গেলে আমার জীবনের সেরা মুহূর্তগুলর মধ্যে ওটা একটা। আমি দেখছিলাম ধোনি ও ইরফান পাঠান ভারতকে ম্যাচটা জেতালো এবং এই জয়ের পর থেকে স্পষ্ট হয়ে গেল ভারতবর্ষে টি-২০ ক্রিকেটের চাহিদা। সকলেই তখন এই ফরম্যাট দেখতে বেশি পছন্দ করত। এখনও করে বলতে গেলে। আগে এটা নিয়ে কেউ কিছু জানতোইনা। আর ওটার পর থেকেই আইপিএল এলো এবং সময়ের সঙ্গে সঙ্গে তা জনপ্রিয় হয়ে উঠলো।'