অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেলেও, এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে সাফল্যে হাত লাগেনি ভারতীয় মহিলা দলের। তিন ম্যাচের একদিনের সিরিজ ইতিমধ্যেই পকেটে তুলে নিয়েছে অ্যালিসা হিলির দল। ২-০ ব্যবধানে এগিয়ে তারা। শেষ ম্যাচটি একরকমের সম্মান রক্ষার ম্যাচ দুই দলের কাছে। শেষ ম্যাচ জিতে মাররক্ষা করতে মরিয়া টিম ইন্ডিয়া। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় মহিলা দলের তারকা স্পিনার দীপ্তি শর্মা। তিনি জানালেন যে শীঘ্রই অস্ট্রেলিয়ার অপরাজিত রেকর্ড ভাঙবে ভারত। পাশাপাশি, তিনি আরও দাবি করলেন যে দলের খেলার ভালোই উন্নতি হয়েছে এবং বর্তমানে শেষ অবধি ম্যাচ নিয়ে যেতে সফল হচ্ছে তারা।
অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে ওয়াংখেড়েতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলছে ভারতের মহিলা দল। ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বাকি মাত্র একটি ম্যাচ। তবে সেটি জিততে চাইবে ভারত নিজেদের সম্মান রক্ষার খাতিরে। যদিও এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টানা ৯টি একদিনের ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার, অর্থাৎ ২ জানুয়ারি সিরিজের অন্তিম ম্যাচ। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের মহিলা দলের এই মুহূর্তে 'ইন ফর্ম' স্পিনার দীপ্তি শর্মা। সেই সাক্ষাৎকারে তিনি জানান যে খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার অপরাজিত রেকর্ড ভাঙবে তাদের দল।
তিনি বলেন, 'হার-জিত খেলারই একটি অংশ। এগুলি সকলকেই মেনে চলতে হয়। তবে ব্যাটিং হোক কি বোলিং, আমরা দল হিসেবে অনেক উন্নতি করেছি। আমরা চেষ্টা করব দ্রুত অস্ট্রেলিয়ার অপরাজিত রেকর্ড ভাঙার। এখন যেটা আমি বললাম আমরা দল হিসেবে অনেক উন্নতি করেছি। আগে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা মাঠে নামতাম, আমরা শেষ পর্যন্ত খেলা নিয়ে যেতে পারতাম না। কিন্তু এখন আমরা সেটা করে দেখাতে সফল হয়েছি। এই মুহূর্তে এটাই একমাত্র ভালো জিনিস যেটা আমরা এই সিরিজ থেকে পেয়েছি।'
এছাড়াও দলের বাকি ক্রিকেটারদের প্রশংসা করেন দীপ্তি। তিনি বলেন, 'নিজেদের প্রথম ম্যাচে পারফর্ম করে দেখানোটা এতটা সহজ নয় যেটা শ্রেয়াঙ্কা করে দেখিয়েছে। রিচাও দুর্দান্ত ব্যাটিং করেছে। ও ভয়-ডরহীন ভাবে খেলছিল। এটা দেখে আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি আমার বোলিং সম্পর্কে প্রশ্ন করেন, তাহলে আমি বলব আমি লাগাতার নেটে অনুশীলন করছি। নিজের বোলিংয়ের আরও উন্নতি করার চেষ্টা করছি। সব দলই মাঠে জেতার লক্ষ্য নিয়ে নামে। কিছুদিন সম্ভব হয়, আবার কিছুদিন হয় না। এটাই খেলার অংশ। তবে সবমিলিয়ে আমরা ভালো লড়াই দিয়েছি। এই মুহূর্তে আমরা সকলেই এবং আমিও মনোযোগ দিচ্ছি মঙ্গলবারের ম্যাচের উপর।'