দুর্দান্ত ফর্মে বাংলার তিতাস সাধু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাই চার উইকেট তুলে নিলেন। স্বাভাবিক ভাবেই অজিদের শুরু থেকেই বেশ চাপেই রাখলেন এই বঙ্গ সন্তান। চার ওভার হাত ঘুরিয়ে তিতাস নিলেন চার উইকেট। এই চার উইকেট তুলতে তিনি খরচ করেছেন মাত্র ১৭ রান। স্বাভাবিক ভাবেই এই ইনিংস তিতাসের কেরিয়ারে সেরার তালিকায় থাকবে।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় মহিলা দল। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা একটু চালিয়ে করলেও সেই ধারাবাহিকতা তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। প্রথম উইকেট হারায় ওপেন করতে নামা বেথ মুনি। তাঁকে ফিরিয়ে দেন তিতাস। অজিদের সংসার ভাঙতে থাকে। এরপর অ্যালিসা হিলি মাত্র ৮ রান করে ফিরে যান। অবশ্য তাঁকে ফিরিয়ে দেন রেনুকা সিং। এখানেই থেমে থাকেননি, ম্যাকগ্রাকে তিতাস ফিরিয়ে দেন। পরপর উইকেট হারিয়ে বেশ চাপেই থাকে অস্ট্রেলিয়া মহিলা দল। এছাড়াও গার্ডনার (০) এবং সাদারল্যান্ডকে মাত্র ১২ রানে ফিরিয়ে দেন এই বঙ্গ সন্তান।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন লিচফিল্ড। মাত্র ৩২ বলে করেন ৪৯ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪১ রানে। পুরো ওভারও খেলেতে পারেনি অ্যালিসা হিলির দল। ১৯.২ ওভারেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস। তবে এদিন দীপ্তি মাত্র বল হাতে মাত্র দুটি উইকেট নিয়েছেন। যিনি ওডিআইতে বেশ ভালো পারফরম্য়ান্স করেন।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন তিতাস। চার ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়াও দুটি করে উইকেট নেন দীপ্তি শর্মা এবং শ্রেয়াঙ্কা। একটি করে উইকেট নেন রেনুকা সিং। সব মিলিয়ে এদিন বিপক্ষকে বেশ চাপেই রাখেন ভারতীয় বোলাররা। তবে এদিন অস্ট্রেলিয়া একটি লজ্জার রেকর্ডও গড়ে ফেলল। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথমবার এই ফরম্যাটের ক্রিকেটে অলআউট হল। সেবারও প্রতিপক্ষ ছিল ভারত। শুধু তাই নয়, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথমবার প্রথমে ব্যাট করতে নেমে সর্বনিম্ন রান করল অস্ট্রেলিয়ার মেয়েরা। স্বাভাবিক ভাবেই এটা অ্যালিসা হিলিদের কাছে যে বেশ লজ্জার তা বলার অপেক্ষা রাখে না।