শুভব্রত মুখার্জি: সাসেক্স কাউন্টি ক্লাবের হয়ে ইংল্যান্ডের কাউন্টি সার্কিট মাতাচ্ছেন চেতেশ্বর পূজারা। এবার তাঁর সঙ্গে যোগ দিতে চলেছেন আরেক ভারতীয় তারকা। ভারতের তারকা বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট এবার চুক্তিবদ্ধ হলেন সাসেক্সের সঙ্গে। আগামী মাসেই সাসেক্সের হয়ে অভিষেক হবে তাঁর এমনটাই শোনা যাচ্ছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে আগামী মাসেই সাসেক্সের হয়ে অভিষেক করতে চলেছেন জয়দেব উনাদকাট। সেপ্টেম্বরে ইংল্যান্ডের এই কাউন্টি দলের হয়ে তিন তিনটি ম্যাচ খেলবেন তিনি।
ডারহাম, লেস্টারশায়ার এবং ডার্বিশায়ারের বিরুদ্ধে ম্যাচের জন্য সাসেক্সের হয়ে খেলতে পারেন তিনি। এমনটাই জানা গিয়েছে ক্লাব সূত্রে। প্রথম ডিভিশনে উত্তীর্ণ হওয়ার লড়াই চালাচ্ছে সাসেক্স। তাদের এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন জয়দেব উনাদকাট। আর সেই কারণেই দীর্ঘকায় এই বাঁহাতি পেসারকে সই করানো হয়েছে বলে জানা গিয়েছে ক্লাব সূত্রে। উনাদকাট ভারতীয় দলের হয়ে নিয়মিত না খেললেও ভারতের ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স যথেষ্ট ধারাবাহিক।
আইপিএলের মতন মঞ্চেও তিনি যথেষ্ট সফল। ভারতের হয়ে তিনি চারটি টেস্ট খেলেছেন এখন পর্যন্ত। এছাড়াও ৩১ বছর বয়সি বাঁহাতি পেসারের পাশাপাশি জাতীয় দলের হয়ে ১০টি টি-২০ ম্যাচ এবং আটটি ওয়ানডে ম্যাচেও খেলেছেন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে সেই ভাবে উল্লেখযোগ্য পারফরম্যান্স তিনি করে উঠতে পারেননি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় দলের হয়ে টেস্টে খেলেন তিনি। সাসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি জানিয়েছেন, ‘এই সুযোগটা পেয়ে আমি অত্যন্ত খুশি। সেপ্টেম্বরে আমি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলতে পারব। সাসেক্স এবং ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের আলাদা ঐতিহ্য রয়েছে। আমি এই সুযোগটি পেতে মুখিয়ে রয়েছি।’