ভারতের হয়ে ২টি যুব বিশ্বকাপে মাঠে নামা হরমীত সিং আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েই ম্যাচ জেতানো শুরু করলেন নিজের নতুন জাতীয় দল আমেরিকাকে। কানাডার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন হরমীত। তিনি অল-রাউন্ড পারফর্ম্যান্স দিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন।
২০১০ সালে লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকাট, হার্ষাল প্যাটেলেরদের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠে নামেন হরমীত। পরে ২০১২ সালে উন্মুক্ত চাঁদের নেতৃত্বাধীন যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ছাড়াও হরমীত খেলেছেন ভারতীয়-বি দলের হয়ে। অবশিষ্ট ভারত একাদশের হয়ে মাঠে নেমেছেন। পশ্চিমাঞ্চলের হয়ে জোনাল ক্রিকেটেও প্রতিনিধিত্ব করেছেন তিনি।
মুম্বই ও ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্ব করেছেন। আইপিএল খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। বাঁ-হাতি স্পিনার অল-রাউন্ডার বিস্তর প্রতিভার জন্য ভারতের ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছেন। তবে জায়গা হয়নি টিম ইন্ডিয়ায়। সিনিয়র ক্রিকেটে ভারতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ না হলেও হরমীতের আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ না হয় অবশেষে।
আরও পড়ুন:- স্পটলাইটে ৭ জন, ভারতের T20 বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন কোন কোন ঘরোয়া ব্যাটার?
দীর্ঘদিন আমেরিকার ঘরোয়া ক্রিকেট খেলা হরমীত সুযোগ পেয়ে যান ওদেশের জাতীয় দলে। কানাডার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য আমেরিকার দলে জায়গা পান তিনি। কানাডার বিরুদ্ধে চলতি সিরিজে যে রকম পারফর্ম্যান্স মেলে ধরছেন হরমীত, তাতে আসন্ন টি-২০ বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পেয়ে যেতে পারেন ভারতীয় তারকা। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ না পেলেও টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামতে দেখা যেতে পারে হরমীতকে।
আরও পড়ুন:- নজরে রয়েছেন ৭ জন, ভারতের T20 বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন কোন কোন ঘরোয়া পেসার?
কানাডার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি হরমীতের। বল হাতে নিয়ে প্রথম ম্যাচে উইকেট না পেলেও খরচ করেন মোটে ২১ রান। দ্বিতীয় ম্য়াচে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন হরমীত। তৃতীয় ম্যাচ ভেস্তে যায়। সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ বলে ৩৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। পরে ৪ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন হরমীত।
তৃতীয় টি-২০ ম্যাচে কানাডাকে ১৪ রানে পরাজিত করে আমেরিকা। সেই সুবাদে ১ ম্যাচ বাকি থকতেই সিরিজ জয় নিশ্চিত করে তারা। প্রথমে ব্যাট করে আমেরিকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে কানাডা ৬ উইকেটে ১৪৫ রানে আটকে যায়।
এই ম্যাচেই প্রথমবার আমেরিকার হয়ে মাঠে নামেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। প্রায় সাড়ে পাঁচ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তিনি ২৯ বলে ২৮ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন। মারেন ২টি চার।