নয় বছর পরে দেশের মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনটাই দুর্দান্ত কাটল ভারতের। নবি মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৯৪ ওভারে সাত উইকেটে ৪১০ রান তুলল টিম ইন্ডিয়া। রানরেট ছিল ৪.৩৬। অর্থাৎ ভারতের মানসিকতা একেবারেই ভীতু ছিল না। যদিও প্রথমদিনের শেষে এত রান করলেও কোনও ভারতীয় ব্যাটার শতরান পাননি। চারজন অর্ধশতরান করেন - সতীশ শুভা (৬৯ রান), জেমিমা রদ্রিগেজ (৬৮ রান), যস্তিকা ভাটিয়া (৬৬ রান) এবং দীপ্তি শর্মা (অপরাজিত ৬০ রান)।
ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের স্কোরকার্ড দেখুন
ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের আপডেট
দুপুর ১ টা ৯ মিনিট: লাঞ্চের পরে জোড়া উইকেট হারিয়ে ফেলেছে ভারত। আপাতত ৪১ ওভারে ভারতের স্কোর চার উইকেটে ১৯৮ রান। আপাতত ক্রিজে আছেন হরমনপ্রীত কৌর এবং যস্তিকা ভাটিয়া। ৭৬ বলে ৬৯ রান করেন শুভা সতীশ। ৯৯ বলে ৬৮ রান করেন জেমিমা রদ্রিগেজ। দু'জনেই শতরান মাঠে ফেলে আসেন।
সকাল ১১ টা ৩৮ মিনিট: টেস্ট অভিষেকেই অর্ধশতরান করলেন সতীশ শুভা। ৫০ বলে অর্ধশতরান পূরণ করেন। আপাতত ৫৭ বলে ৫৫ রানে খেলছেন তিনি। ১০টি চার মেরেছেন। ৬৩ বলে ৩৭ রানে খেলছেন জেমিমা রদ্রিগেজ। ভারতের স্কোর ২৭ ওভারে দু'উইকেটে ১৩৬ রান।
সকাল ১০ টা ৫০ মিনিট: ১৮ ওভারে ভারতের স্কোর দুই উইকেটে ৮৪ রান। আপাতত ক্রিজে আছেন জেমিমা রদ্রিগেজ এবং সতীশ শুভা। দু'জনের জুটিতে ৩৭ রান উঠেছে। রানরেট ৪.৮৮। ৩৯ বলে ২০ রানে খেলছেন জেমিমা। ২৭ বলে ২৩ রানে খেলছেন সতীশ।
সকাল ১০ টা ৯ মিনিট: দুর্ধর্ষ বল কেট ক্রসের। ছিটকে গেল শেফালি বর্মার স্টাম্প। এই বলটার উত্তর তাঁর কাছে কিছু ছিল না। আর থাকার কথাও নয়। অফস্টাম্পের বাইরে বলটা রাখেন ক্রস। বলটা এতটাই দেরিতে ঘুরে যায় যে শেফালিকে শুধু দাঁড়িয়ে দেখতে হল। আর স্টাম্প 'লাফিয়ে' উঠল। দ্বিতীয় উইকেট হারাল ভারত। ৩০ বলে ১৯ রান করলেন শেফালি। ৮.৪ ওভারে ভারতের স্কোর দুই উইকেটে ৪৭ রান।
সকাল ৯ টা ৫৩ মিনিট: আউট স্মৃতি মন্ধানা। বাজে শট ভারতের তারকা ব্যাটারের। সেটার খেসারত দিতে হল। উইকেট পেলেন লরেন বেল। ১২ বলে ১৭ রান করে আউট মন্ধানা। ৫.১ ওভারে ভারতের স্কোর এক উইকেটে ২৫ রান।
সকাল ৯ টা ৫২ মিনিট: ম্যাচের আট নম্বর বলেই স্মৃতি মন্ধানার সহজ ক্যাচ ফস্কে দেয় ইংল্যান্ড। বলটা কীভাবে যাচ্ছে, সেটা একেবারেই বুঝতে পারেননি ট্যামি বিউমন্ট। স্মৃতি যদি ১০০ রান করেন, নিশ্চয়ই ভাববেন যে আজ কার মুখ দেখে উঠেছিলেন। যাই হোক, পাঁচ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ২৫ রান। স্মৃতি খেলছেন ১৭ রানে (১১ রান)। শেফালি বর্মা খেলছেন সাত রানে।
সকাল ৯ টা ৩৫ মিনিট: শুরু হয়ে গেল ম্যাচ। প্রথম ওভারে বল করেন ইংল্যান্ড কেট ক্রস। দ্বিতীয় বলে এক রান নেন স্মৃতি মন্ধানা। তৃতীয় বলে স্ট্রাইকে আসেন শেফালি বর্মা। প্রথম বলেই জোরালো আবেদন হয়। তবে বেঁচে যান। শেষপর্যন্ত প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে এক রান। দু'বলে এক রান করেছেন স্মৃতি। আর চার বল খেললেও কোনও রান করতে পারেননি শেফালি।
পিচ রিপোর্ট: ভারতের প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক জানান, কিছুটা গরম আছে। আগামী চারদিনও সেরকম আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে। দুর্দান্ত মাঠ। পিচটা বেশ ভালো। পিচে কিছুটা ঘাসও আছে - সবুজ ঘাস। কিছুটা ভিজে-ভিজে ভাব। প্রথম ঘণ্টায় বোলিং করতে উপভোগ করবেন পেসাররা। তারপর ব্যাটিংয়ের জন্য আদর্শ পচ হয়ে উঠবে। তৃতীয় দিনের শেষ থেকে পিচ ভাঙতে শুরু করবে।
ইংল্যান্ডের প্রথম একাদশ: ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলে, হেথার নাইট (অধিনায়ক), ন্যাট সিভার ব্রান্ট, ড্যানি ওয়াট, অ্যামি জোনস (উইকেটকিপার), সোফি একলেস্টোন, চার্লি ডিন, কেট ক্রস, লরেন ফাইলার এবং লরেন বেল।
ভারতের প্রথম একাদশ: স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, জেমিমা রদ্রিগেজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), সতীশ শুভা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রাজেশ্বরী গায়কোয়াড় এবং রেণুকা ঠাকুর।
সকাল ৯ টা ৫ মিনিট: টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন হরমনপ্রীত কৌর। যিনি ২০১৪ সালে ভারত যখন ঘরের মাঠে টেস্ট খেলেছিল, তখন সেই দলে ছিলেন। সেই দলে ছিলেন স্মৃতি মন্ধানাও।
সকাল ৯ টা: বিরল, বিরলতম, তারপর আসে ভারতীয় মহিলা দলের টেস্ট ম্যাচ। আর বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টেস্ট খেলতে নামল ভারত। যা দীর্ঘ প্রতীক্ষায় ইতি টানল। কারণ ২০১৪ সালের পর এই প্রথমবার ঘরের মাঠে টেস্ট খেলছে ভারতীয় মহিলা দল। আর সেই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতের হয়ে অভিষেক হয়েছে তিনজনের - রেণুকা ঠাকুর, জেমিমা রদ্রিগেজ এবং সতীশ শুভার। ইংল্যান্ডের হয়ে অবশ্য কারও অভিষেক হয়নি।