বাংলা নিউজ > ক্রিকেট > INDW vs ENGW Day 1 Highlights: প্রথমদিনেই ৪১০ রান তুলল ভারত! হাফ-সেঞ্চুরি ৪ জনের, শতরান হবে বাংলার দীপ্তির?

INDW vs ENGW Day 1 Highlights: প্রথমদিনেই ৪১০ রান তুলল ভারত! হাফ-সেঞ্চুরি ৪ জনের, শতরান হবে বাংলার দীপ্তির?

মারমুখী দীপ্তি শর্মা। (ছবি সৌজন্যে পিটিআই)

INDW vs ENGW Test Highlights: আজ নবি মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলল ভারতীয় মহিলা দল। প্রথমদিনের শেষে ভারতের স্কোর সাত উইকেটে ৪১০ রান।

নয় বছর পরে দেশের মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনটাই দুর্দান্ত কাটল ভারতের। নবি মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৯৪ ওভারে সাত উইকেটে ৪১০ রান তুলল টিম ইন্ডিয়া। রানরেট ছিল ৪.৩৬। অর্থাৎ ভারতের মানসিকতা একেবারেই ভীতু ছিল না। যদিও প্রথমদিনের শেষে এত রান করলেও কোনও ভারতীয় ব্যাটার শতরান পাননি। চারজন অর্ধশতরান করেন - সতীশ শুভা (৬৯ রান), জেমিমা রদ্রিগেজ (৬৮ রান), যস্তিকা ভাটিয়া (৬৬ রান) এবং দীপ্তি শর্মা (অপরাজিত ৬০ রান)।

ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের স্কোরকার্ড দেখুন

ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের আপডেট

দুপুর ১ টা ৯ মিনিট: লাঞ্চের পরে জোড়া উইকেট হারিয়ে ফেলেছে ভারত। আপাতত ৪১ ওভারে ভারতের স্কোর চার উইকেটে ১৯৮ রান। আপাতত ক্রিজে আছেন হরমনপ্রীত কৌর এবং যস্তিকা ভাটিয়া। ৭৬ বলে ৬৯ রান করেন শুভা সতীশ। ৯৯ বলে ৬৮ রান করেন জেমিমা রদ্রিগেজ। দু'জনেই শতরান মাঠে ফেলে আসেন।

সকাল ১১ টা ৩৮ মিনিট: টেস্ট অভিষেকেই অর্ধশতরান করলেন সতীশ শুভা। ৫০ বলে অর্ধশতরান পূরণ করেন। আপাতত ৫৭ বলে ৫৫ রানে খেলছেন তিনি। ১০টি চার মেরেছেন। ৬৩ বলে ৩৭ রানে খেলছেন জেমিমা রদ্রিগেজ। ভারতের স্কোর ২৭ ওভারে দু'উইকেটে ১৩৬ রান।

আরও পড়ুন: Harman's dismissal in INDW vs ENGW: ফের ক্রিজের সামনে ব্যাট আটকে রান-আউট হরমন, ৫০ করেছেন ভেবে আগেই মাতেন সেলিব্রেশনে

সকাল ১০ টা ৫০ মিনিট: ১৮ ওভারে ভারতের স্কোর দুই উইকেটে ৮৪ রান। আপাতত ক্রিজে আছেন জেমিমা রদ্রিগেজ এবং সতীশ শুভা। দু'জনের জুটিতে ৩৭ রান উঠেছে। রানরেট ৪.৮৮। ৩৯ বলে ২০ রানে খেলছেন জেমিমা। ২৭ বলে ২৩ রানে খেলছেন সতীশ।

সকাল ১০ টা ৯ মিনিট: দুর্ধর্ষ বল কেট ক্রসের। ছিটকে গেল শেফালি বর্মার স্টাম্প। এই বলটার উত্তর তাঁর কাছে কিছু ছিল না। আর থাকার কথাও নয়। অফস্টাম্পের বাইরে বলটা রাখেন ক্রস। বলটা এতটাই দেরিতে ঘুরে যায় যে শেফালিকে শুধু দাঁড়িয়ে দেখতে হল। আর স্টাম্প 'লাফিয়ে' উঠল। দ্বিতীয় উইকেট হারাল ভারত। ৩০ বলে ১৯ রান করলেন শেফালি। ৮.৪ ওভারে ভারতের স্কোর দুই উইকেটে ৪৭ রান।

সকাল ৯ টা ৫৩ মিনিট: আউট স্মৃতি মন্ধানা। বাজে শট ভারতের তারকা ব্যাটারের। সেটার খেসারত দিতে হল। উইকেট পেলেন লরেন বেল। ১২ বলে ১৭ রান করে আউট মন্ধানা। ৫.১ ওভারে ভারতের স্কোর এক উইকেটে ২৫ রান।

সকাল ৯ টা ৫২ মিনিট: ম্যাচের আট নম্বর বলেই স্মৃতি মন্ধানার সহজ ক্যাচ ফস্কে দেয় ইংল্যান্ড। বলটা কীভাবে যাচ্ছে, সেটা একেবারেই বুঝতে পারেননি ট্যামি বিউমন্ট। স্মৃতি যদি ১০০ রান করেন, নিশ্চয়ই ভাববেন যে আজ কার মুখ দেখে উঠেছিলেন। যাই হোক, পাঁচ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ২৫ রান। স্মৃতি খেলছেন ১৭ রানে (১১ রান)। শেফালি বর্মা খেলছেন সাত রানে।

সকাল ৯ টা ৩৫ মিনিট: শুরু হয়ে গেল ম্যাচ। প্রথম ওভারে বল করেন ইংল্যান্ড কেট ক্রস। দ্বিতীয় বলে এক রান নেন স্মৃতি মন্ধানা। তৃতীয় বলে স্ট্রাইকে আসেন শেফালি বর্মা। প্রথম বলেই জোরালো আবেদন হয়। তবে বেঁচে যান। শেষপর্যন্ত প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে এক রান। দু'বলে এক রান করেছেন স্মৃতি। আর চার বল খেললেও কোনও রান করতে পারেননি শেফালি।

পিচ রিপোর্ট: ভারতের প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক জানান, কিছুটা গরম আছে। আগামী চারদিনও সেরকম আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে। দুর্দান্ত মাঠ। পিচটা বেশ ভালো। পিচে কিছুটা ঘাসও আছে - সবুজ ঘাস। কিছুটা ভিজে-ভিজে ভাব। প্রথম ঘণ্টায় বোলিং করতে উপভোগ করবেন পেসাররা। তারপর ব্যাটিংয়ের জন্য আদর্শ পচ হয়ে উঠবে। তৃতীয় দিনের শেষ থেকে পিচ ভাঙতে শুরু করবে।

ইংল্যান্ডের প্রথম একাদশ: ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলে, হেথার নাইট (অধিনায়ক), ন্যাট সিভার ব্রান্ট, ড্যানি ওয়াট, অ্যামি জোনস (উইকেটকিপার), সোফি একলেস্টোন, চার্লি ডিন, কেট ক্রস, লরেন ফাইলার এবং লরেন বেল।

ভারতের প্রথম একাদশ: স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, জেমিমা রদ্রিগেজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), সতীশ শুভা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রাজেশ্বরী গায়কোয়াড় এবং রেণুকা ঠাকুর।

সকাল ৯ টা ৫ মিনিট: টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন হরমনপ্রীত কৌর। যিনি ২০১৪ সালে ভারত যখন ঘরের মাঠে টেস্ট খেলেছিল, তখন সেই দলে ছিলেন। সেই দলে ছিলেন স্মৃতি মন্ধানাও।

সকাল ৯ টা: বিরল, বিরলতম, তারপর আসে ভারতীয় মহিলা দলের টেস্ট ম্যাচ। আর বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টেস্ট খেলতে নামল ভারত। যা দীর্ঘ প্রতীক্ষায় ইতি টানল। কারণ ২০১৪ সালের পর এই প্রথমবার ঘরের মাঠে টেস্ট খেলছে ভারতীয় মহিলা দল। আর সেই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতের হয়ে অভিষেক হয়েছে তিনজনের - রেণুকা ঠাকুর, জেমিমা রদ্রিগেজ এবং সতীশ শুভার। ইংল্যান্ডের হয়ে অবশ্য কারও অভিষেক হয়নি।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল Bengal Pro T20 League: কবে থেকে শুরু হতে চলেছে আইপিএলের আদলে চালু হওয়া নয়া লিগ? জোড়া ঘূর্ণাবর্তের দোসর বায়ু! বৃহস্পতি পর্যন্ত বৃষ্টি বাংলায়, কোথায় ঝড় উঠবে? MI-কে হারিয়ে প্লে-অফ কার্যত পাকা করে ফেলল KKR, মুম্বইয়ের আশার প্রদীপ নিভু নিভু রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR সিকন্দর ব্যর্থ হতেই জারিজুরি শেষ জিম্বাবোয়ের,তাসকিনদের দাপটে বিরাট জয় বাংলাদেশের ‘বিপদে আমিই প্রথম…’উদ্ধবের সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝালেন মোদী,উস্কে দিল জল্পনা কেমন হল মাধ্যমিকে পাঠভবনের ফল? কলকাতার নামী স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কী বলছেন

Latest IPL News

রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR বুমরাহের বিষাক্ত ইয়র্কারে ছানাবড়া বেঙ্কি-স্টার্করা, ওয়াংখেড়েতে ৫০ উইকেটের নজির হেড না টেল! ক্যামেরায় দেখাল না MI vs KKR ম্যাচের টসের রেজাল্ট, শুরু হল বিতর্ক ‘একটু বিশ্রাম দরকার’, ৩টে ছবি করে ক্লান্ত ৬০ ছুঁইছুঁই শাহরুখ! কবে ফিরছেন ফ্লোরে? টিমে রাসেল, ফিরলেন হেতমায়ের, সুযোগ পেলেন গাব্বার নায়ক! দল ঘোষণা করল উইন্ডিজ বয়স ১০৩ বছর! CSK-এর সুপার ফ্যানের জন্য বিশেষ উপহার পাঠালেন মহেন্দ্র সিং ধোনি CSK ছাড়ার আগে ধোনির থেকে বিশেষ উপহার পেলেন মুস্তাফিজ, লিখলেন আবেগপ্রবণ বার্তা এখানে যে কেউ সেঞ্চুরি করতে পারে, IPL কি তবে ফাটকা? রোহিতের উত্তরে বিতর্কের গন্ধ দলে ফিরতে ছেড়েছিলেন রসমালাই,বিরিয়ানি! কীভাবে ৪ মাসে ১৬ কেজি ওজন কমালেন ঋষভ পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.