অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের উপর আইপিএল নিলামে অর্থের বর্ষণ হল। মঙ্গলবার, ১৯ ডিসেম্বর দুবাইয়ে নিলামে সানরাইজার্স হায়দরাবাদ ২০.৫০ কোটি টাকায় এই ক্রিকেটারকে কিনে নিয়েছে। তবে প্রথমে ২ কোটি টাকার বেস প্রাইসে নিলামে কামিন্সের নাম ওঠে। আইপিএল নিলামের ইতিহাসে প্রথমবার কোনও খেলোয়াড় হিসাবে ২০ কোটি টাকার অঙ্ক টপকে গেলেন। সানরাইজার্স হায়দরাবাদ তাঁর জন্য ২০.৫০ কোটি টাকার দর হাঁকেন। অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে কামিন্সকে কিনে নেয় হায়দরাবাদ। নিলামে সর্বোচ্চ দাম পাওয়ার ক্ষেত্রে ইংল্যান্ডের স্যাম কারানের রেকর্ড ভেঙে দিয়েছেন প্যাট কামিন্স। কারানকে গত বছর ১৮.৫০ কোটি টাকায় কিনেছিল পঞ্জাব। এমনকি ফ্র্যাঞ্চাইজি দ্বারা ধরে রাখা একজন আদর্শ খেলোয়াড়ের বেতনও ২০ কোটি টাকার বেশি নয়।
এরপরেই সানরাইজার্স হায়দরাবাদের ভক্তদের জন্য বিশেষ বার্তা পাঠান প্যাট কামিন্স। তিনি সোশ্যাল মিডিয়াতে একটি বার্তায় বলেন, তিনি অপেক্ষা করতে পারছেন না। তিনি শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে চান। কামিন্সের এই বার্তা সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে পোস্ট করা হয়।
তবে শুধু তাই নয়, প্যাট কামিন্সের সঙ্গে ট্রেভিস হেডকেও নিজেদের জালে তুলে নিয়েছে হায়দরাবাদ। ২০২৩ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপ জেতার পরে ট্রেভিস হেড ও প্যাট কামিন্স যেভাবে ছবি তুলেছিলেন, সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে হায়দরাবাদ। অনেকেই মনে করছেন এই দুই জুটি এবারে হায়দরাবাদের জন্য বড় ভূমিকা পালন করতে পারেন।
তবে এদিন কামিন্সের জন্য নিলাম টেবিলে বড় লড়াই দেখা যায়। প্যাট কামিন্সের জন্য প্রথমে সিএসকে এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে একটি বিডিং যুদ্ধ চলছিল। কিছুক্ষণ পরে এরমধ্যে হায়দরাবাদ যোগ দেয়। এর পরে, RCB এবং SRH এর মধ্যে একটি ভয়ানক বিডিং যুদ্ধ হয়েছিল যা ঘরে উপস্থিত লোকজনকে খুশি করেছিল। SRH পিছু হটেনি এবং অবশেষে কামিন্সকে কিনে নেয়। সানরাইজার্স এখন পর্যন্ত নিলামে কামিন্স, ট্র্যাভিস হেড এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো কয়েকজন বড় খেলোয়াড়কে কিনে দলকে অনেক শক্তিশালী করে তুলেছে।