বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024-'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস, ভিডিয়ো

IPL 2024-'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস, ভিডিয়ো

বুমরাহ-র সঙ্গে মুম্বইয়ের ম্যাচে ইশান কিষান। ছবি- পিটিআই (PTI)

এক ছোট্ট সমর্থক বুমরাহ-র মতো বোলিং করার চেষ্টা করায় তাঁকে ইশান কিষান প্রশ্ন করেন, ‘বুমরাহ তোমার প্রিয় ক্রিকেটার ’? এরপরই সে জানায়,‘হ্যাঁ। আমি বাবার সঙ্গে রোজ এই বোলিং অ্যাকশন প্র্যাকটিস করি’। এরপর আইপিএলে ১২৬ ম্যাচে ১৫৫ উইকেট নেওয়া ডানহাতি পেসার বুমরাহ বলেন, ‘ বাহ, খুব ভালো। তোমার পছন্দ খুব ভালো’।

আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে যশপ্রীত বুমরাহ। তাঁর দল আসতে আসতে ঘুরে দাঁড়ালেও তিনি প্রত্যেক ম্যাচেই নিজের সাধ্যমত চেষ্টা করছেন। সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ ছাড়া এবারের আইপিএলে তার পারফরমেন্স প্রত্যেক ম্যাচেই বেশ ভালো। বিশেষ করে পঞ্জাব কিংসের বিপক্ষে তো তার ২১ রানে ৩ উইকেট নেওয়ার স্পেল তাক লাগিয়ে দিয়েছে। সামনে টি২০ বিশ্বকাপ আসছে। এখন থেকেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন রোহিত-বিরাটের সম্ভাব্য শেষ বিশ্বকাপে দল চ্যাম্পিয়ন হবে। আর ভারতকে যদি চ্যাম্পিয়নের শিরোপা জিততে হয় তাহলে অবশ্যই ভারতের সেরা পেসার যশপ্রীত বুমরাহকেও নিজের স্বমহিমায় বোলিং করতে হবে বিশ্বকাপে। এরই মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের এক ভিডিয়ো সামনে এল, যেখানে এক খুদে ক্রিকেটভক্তের সঙ্গে হাসি ঠাট্টায় মাতলেন, বুম বুম বুমরাহ।

 

আরও পড়ুন- IPL 2024-পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো

পঞ্জাব ম্যাচের আগেই এক ফটো শ্যুটে একসঙ্গে গেছিলেন দলের ওপেনার ইশান কিষান এবং যশপ্রীত বুমরাহ। শ্যুটের ফাঁকেই এক খুদে ক্রিকেটভক্তের সঙ্গে কথা বললেন তাঁরা। যেখানে সেই ছোট্ট সমর্থক বললেন বুমরাহ-ই তাঁর পছন্দের ক্রিকেটার। এরপর চেষ্টা করলেন বুমরাহর মতো বোলিং করে দেখাতেও, যা দেখায় বেজায় খুশি হলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই পেসার। আইপিএল হোক বা বিশ্বকাপ, বিগত কয়েক বছরে দলের সেরা বোলার হিসেবেই মাঠে নেমেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য, আইপিএল জিতলেও বিশ্বকাপের ট্রফি জোটেনি কপালে।

আরও পড়ুন-IPL 2024-স্বপ্ন সত্যি হয়েছে, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ-ভিডিয়ো

এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৭ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন গুজরাট থেকে উঠে আসা এই ক্রিকেটার। টেস্টে ৩৬ ম্যাচে জাতীয় দলের জার্সিতে নিয়েছেন ১৫৯ উইকেট। ৮৯ ওডিআই ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট। টি২০তে ৬২ ম্যাচে নিয়েছে ৭৪ উইকেট। এই পারফরমেন্স দেখে যে কোনও খুদে ভক্তের কাছে তিনিই রোল আইকন হবে সেটাই স্বাভাবিক। সেই ছোট্ট সমর্থক বুমরাহ-র মতো বোলিং করার চেষ্টা করায় তাঁকে ইশান কিষান প্রশ্ন করেন, ‘বুমরাহ তোমার প্রিয় ক্রিকেটার ’? এরপরই সে জানায়,‘হ্যা। আমি বাবার সঙ্গে রোজ এই বোলিং অ্যাকশন প্র্যাকটিস করি’। এরপর আইপিএলে ১২৬ ম্যাচে ১৫৫ উইকেট নেওয়া ডানহাতি পেসার বুমরাহ বলেন, ‘ বাহ, খুব ভালো। তোমার পছন্দ খুব ভালো’।

আরও পড়ুন-IPL 2024- লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো

এরপর বুমরাহ এবং কিষান, দুজনেই সেই খুদে সমর্থককে ব্যাটে সই করে দেন। গোটা ব্যাট জুড়ে সই না করে, ওপের দিকে সই করে ইশান সেই ভক্তকে বলেন, পরে আরও অনেকের সই করাবে ব্যাটে। সেই ভিডিওই মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে নিজের এক্স হ্যান্ডেলে ছাড়া হয়েছে। অবশ্য স্রেফ এই খুদে সমর্থক নন, আগে বিরাট কোহলিকেও দেখা গেছিল বুমরাহ-র বোলিং স্টাইলের মিমিক্রি করতে।

 

ক্রিকেট খবর

Latest News

রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো এক দশক পর 'ডেভিল' হয়ে ফিরছেন সলমন! কিক ২-এর কাজ শুরু করলেন ভাইজান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.