শুভব্রত মুখার্জি:- ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের প্রথম টেস্ট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টে ভারতকে পর্যুদস্ত করেছে দক্ষিণ আফ্রিকা দল। মাত্র তিন দিনেই শেষ হয়ে গিয়েছে প্রথম টেস্ট। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছে ভারতীয় ব্যাটিং অর্ডার। ব্যতিক্রম প্রথম ইনিংসে কেএল রাহুল এবং দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি। শুভমন গিল, শ্রেয়স আইয়ার, যশস্বী জসওয়ালরা সেভাবে উইকেটে টিকতেই পারেননি। ওডিআই বিশ্বকাপের ফাইনালে খেলার পরে বিশ্রাম নিয়েছিলেন রোহিত শর্মা। এই সেঞ্চুরিয়ন টেস্টের মধ্যে দিয়েই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ভারত অধিনায়ক তথা রোহিত শর্মা। তবে ব্যাট হাতে তিনি একেবারেই রান পাননি। দুই ইনিংসেই আউট হয়েছেন কাগিসো রাবাদার বলে। তাই দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত রোহিত। কোন বোলারের বিরুদ্ধে ব্যাট করে রাবাদার বিরুদ্ধে খেলার প্রস্তুতি সারছেন রোহিত! আসুন জেনে নেওয়া যাক।
সুপার স্পোর্টস পার্কে অপশনাল ট্রেনিং ছিল ভারতীয় দলের। তবে রোহিত প্রস্তুতি সেশন মিস করতে চাননি। টানা দুই ঘন্টা নেটে ঘাম ঝরিয়েছেন তিনি। নিজেকে প্রস্তুত করেছেন রাবাদাদের সামলাতে। আর তাঁকে নেটে ব্যাটিং করে প্রস্তুতি নিতে সাহায্য করলেন বাংলার রঞ্জি দলের গুরুত্বপূর্ণ সদস্য তথা পেসার মুকেশ কুমার। ডানহাতি মুকেশের বোলিংয়ের বিরুদ্ধে খেলেই প্রস্তুতি সারলেন রোহিত শর্মা। টানা ৪৫ মিনিট ধরে মুকেশ এদিন বোলিং করেছেন রোহিতকে। কখনও সুইং বল, আবার কখনও বাউন্সারে রোহিতকে পরীক্ষার সামনে ফেলেন মুকেশ। নেটে এদিন ভারত অধিনায়ককে বোলিং করেছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনও। জাদেজা তাঁর চোট সারিয়ে ফিরে এসেছেন আবার।
একটি টেস্ট খেলা মুকেশ কুমারকে এ দিন নেটে খেলাতেই মন দিয়েছিলেন রোহিত। মাঝে মধ্যে থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানি, রোহিতকে থ্রো ডাউন করেন। তাঁকে অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থে থ্রো ডাউন বোলিং করেন তিনি। রোহিতকে, মুকেশকে বলতে শোনা যায়, ‘হাওয়া সে আন্দার আ রাহা হ্যায়,পার কোসিস কর অ্যাঙ্গেল সে আন্দার লানে কা।’ অর্থাৎ বল হাওয়াতে ভিতরের দিকে ঢুকছে কিন্তু চেষ্টা কর যাতে বল অ্যাঙ্গেলে ভিতরের দিকে ঢুকে আসে। পিচে ৪-৬ মিটার লেন্থের যে স্পট ওই স্পটে মুকেশকে বল করতে বলেন রোহিত। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর রোহিতকে থ্রো ডাউনের নেটে আসতে বললেও তিনি কোচকে জানান আরও দশ মিনিট মুকেশের বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করতে চান।