আইপিএল খেলার সুযোগ হয়নি। অথচ সাম্প্রতিক অতীতে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়েছেন দুই তারকাই। নিজের দেশেই উপেক্ষিত দুই ভারতীয় ক্রিকেটারের অবশ্য রান করায় বিরাম নেই। বরং কাউন্টি চ্যাম্পিয়নশিপের মঞ্চে ঝুড়ি ঝুড়ি রান করে চমক দিয়ে চলেছেন করুণ নায়ার ও চেতেশ্বর পূজারা।
আইপিএলে দল না পাওয়া করুণ নায়ার কাউন্টির মঞ্চে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে নজর কেড়ে নিলেন ক্রিকেটবিশ্বের। নর্দাম্পটনশায়ারের হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে করুণ বুঝিয়ে দিলেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। অন্যদিকে চেতেশ্বর পূজারা বরাবর কাউন্টিতে ধারাবাহিক। সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখলেন ফের। যদিও এবার দুর্ভাগ্যজনক রান-আউট হওয়ায় নিশ্চিত শতরান হাতছাড়া হল চেতেশ্বরের।
বীরেন্দ্র সেহওয়াগের পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা নায়ার নর্দাম্পটনশায়ারের হয়ে গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। করুণ দ্বিশতরানে পৌঁছনোর পরেই নর্দাম্পটনশায়ার তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ফলে নিজের ইনিংসকে আরও বড় রূপ দেওয়ার সুযোগ পাননি তিনি।
নায়ার নট-আউট থাকেন ব্যক্তিগত ২০২ রানে। ২৫৩ বলের দুর্দান্ত ইনিংসে করুণ ২১টি চার ও ২টি ছক্কা মারেন। নর্দাম্পটনের হয়ে চলতি কাউন্টি মরশুমের চারটি ইনিংসে ব্যাট করতে নেমে করুণ সংগ্রহ করেন যথাক্রমে ৫১, ৩, ৪১ ও অপরাজিত ২০২ রান। গ্ল্যামারগনের ২৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে নর্দাম্পটনশায়ার তাদের প্রথম ইনিংসে তোলে ৬ উইকেটে ৬০৫ রান। গ্ল্যামারগন তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১০৪ রান সংগ্রহ করে।
অন্যদিকে সাসেক্সের চেতেশ্বর পূজারা গ্লস্টারশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যক্তিগত ৮৬ রানের মাথায় রান-আউট হয়ে বসেন। ফলে হাতছাড়া হয় শতরান। যদিও দলের হয়ে সব থেকে বেশি রান করেন তিনিই। ১৪৮ বলের ইনিংসে পূজারা ৮টি চার মারেন।
আরও পড়ুন:- IPL-এ তৃতীয় দ্রুততম অর্ধশতরান ম্যাকগার্কের, সব থেকে কম বলে ৫০ করেছেন কারা?
গ্লস্টারশায়ারের ৪১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স তাদের প্রথম ইনিংস শেষ তোলে ৪৭৯ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গ্লস্টারশায়ার স্বস্তিতে নেই মোটেও। কেননা তৃতীয় দিনের শেষে তারা মাত্র ৮১ রান তুলতেই ৬টি উইকেট হারিয়ে বসেছে। সুতরাং, ম্যাচে সাসেক্সের জয়ের সম্ভাবনা প্রবল দেখাচ্ছে।
উল্লেখ্য, চলতি কাউন্টি মরশুমে চেতেশ্বর পূজারার এটি দ্বিতীয় ম্যাচ। তিনি লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রথম ম্যাচের একটি ইনিংসে ব্যাট করে ৩৮ রান করেন। এবার গ্লস্টারশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাতছাড়া হল তাঁর।