ইডেন গার্ডেন্সে অসাধারণ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর দলের সঙ্গে যোগ দেওয়ার পরই এবার যেন নতুন নাইট রাইডার্সকে দেখা যাচ্ছে। অন্যবারের মতো ধারাবাহিকতার অভাব নেই এই দলে। টানা তিন ম্যাচ জিতেছিল কেকেআর। পরে একটা ম্যাচে হেরে যায়। অনেক সময়ই দেখা যায় ম্যারাথন লিগে এক ম্যাচ হারলেই আত্মবিশ্বাসে ঘাটতি পড়ে যায়। কিন্তু নাইটদের সেরকম হয়নি। রবিবারই লখনই সুপার জায়ান্টসের বিপক্ষে বাউন্স ব্যাক করেছে দল। ১৬২ রানের টার্গেট ১৬ ওভারের আগেই তুলে নিয়েছে কলকাতা। বাঙালির নববর্ষে ম্যাচ দেখতে কলকাতায় হাজির হয়েছিলেন দলের কর্ণধার শাহরুখ খান। ম্যাচ শেষে উচ্ছসিত শাহরুখ ড্রেসিং রুমে গিয়ে ক্রিকেটারদের দিলেন ভোকাল টনিক। দলে ভারসাম্য রাখতে সিনিয়র-জুনিয়রদের দিলেন পরামর্শ।
আইপিএলের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ফলে লিগ টেবিলে তাঁরা ওপরের দিকেই রয়েছে। এবারের আইপিএলে দলের ভালো খেলার অন্যতম কারণ দলের মধ্যে সিনিয়র জুনিয়র কম্বিনেশন। সুনীল নারিন যেমন নিজের কাজটা ঠিকভাবে সামলাচ্ছেন, তেমনই বল হাতে হর্ষিত রানা, ব্যাট হাতে অংকৃষ রঘুবংশীও পারফর্ম করছেন। এবার নাইট ড্রেসিং রুমে গিয়ে সকলকে বার্তা দিলেন কিং খান।
আরও পড়ুন-IPL 2024-ব্যাজবল নয়, জয়সবল পছন্দ, বলছেন ইংল্যান্ডের অধিনায়কই
কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার বলেন, ‘আমার দলের যারা সিনিয়র ক্রিকেটার রয়েছে। বিশেষ করে যারা বিদেশি ক্রিকেটার, তাদের কাছে অনুরোধ করতে চাইব, আমাদের দলে এবারে অনেক ছোট ছেলেরা রয়েছে, তাদের সঙ্গে মিলেমিশে চল। সকলকে তোমাদের অভিজ্ঞতার কথা বল। যাতে ওরা ভবিষ্যৎ-এ তোমাদের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পায়। সব ছোট বাচ্চারা, ধন্যবাদ তোমাদের’।
আরও পড়ুন-IPL 2024-BCCI-র কড়া নির্দেশ, আর হয়তো দেখা যাবে না খেলা চলাকালীন তোলা BTS ভিডিয়ো!
অনেক সময় বহু দলেই দেখা যায় বিদেশি ক্রিকেটাররা জুনিয়রদের সঙ্গে অতটা মানিয়ে নিতে পারেন না। একটা দুরত্ব থেকেই যায়। বিশেষ করে রাসেলের মতো মুডি ক্রিকেটারদের ক্ষেত্রে তো বটেই। দলে ১৮ বছরের অংকৃষ যেমন রয়েছেন, তেমন ২২ বছর বয়সি হর্ষিত রানাও আছে। এরই মধ্যে কয়েকদিন ধরে দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে বিস্তর আলোচনা চলছে তার কড়া শাসন নিয়ে। দলের মধ্যে সিনিয়র জুনিয়র বোঝাপড়া এবং দলের ঐক্য বজায় রাখতে ক্রিকেটারদের উদ্দেশ্য তাই এমন বার্তা দিলেন কিং খান।
আরও পড়ুন-IPL 2024- বাবার সঙ্গেই গা ঘামাচ্ছেন ওয়ার্নারের মেয়ে, আরেকজন ক্রিকেটার পাবে অজিরা?
লখনউ বধের ৪৮ ঘন্টার মধ্যেই ফের মঙ্গলবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে তাঁদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে এখনও পর্যন্ত দুই সবচেয়ে সফল দলের লড়াই দেখা যাবে মঙ্গলকার ক্রিকেটের নন্দন কাননে।