১৬ বছর ধরে চলছে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। একাধিক তারকা ক্রিকেটার এই টুর্নামেন্টের হাত ধরেই আন্তর্জাতিক মঞ্চে এসেছে। তবে সময় যত এগোচ্ছে ততই ভারতীয় ক্রিকেটকে আরও উন্নততর পর্যায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিতে দেখা যাচ্ছে বোর্ডকে। এবার ক্রিকেটকে আরও অল্পসময়ের মধ্যে সীমিত করতে আসরে নেমে পড়েছে তারা। সম্প্রতি ২০ ওভার থেকে এবার ১০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা নিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এই খবরটি প্রকাশ্যে আসতেই প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী নিজের এক্স হ্যান্ডেল থেকে জানিয়েছেন যে এই নতুন উদ্যোগ ভারতীয় ক্রিকেটের অনেক ক্ষতি করতে পারে। পাশাপাশি, এই সিদ্ধান্তকে একহাত নিয়ে তিনি দাবি করেছেন যে ২০০৮ সালের চুক্তি অনুযায়ী এটি কোনও রকমেই সম্ভব নয়।
আর মাত্র কয়েকটা মাস! তারপরেই শুরু হবে আইপিএলের নতুন মরশুম। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে নিলাম পর্ব। সংসার গুছিয়ে নিয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজি। তবে এই আবহের মাঝেই ভারতীয় ক্রিকেটে এক বড় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ২০ ওভারের ক্রিকেটের জনপ্রিয়তার পর এবার ১০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা। জানা গিয়েছে, শীঘ্রই এটি ঘিরে বৈঠক ডাকবেন বিসিসিআই সচিব জয় শাহ। কিন্তু এমন পরিবর্তনের পক্ষে একেবারেই নন প্রাক্তন ক্রিকেট প্রশাসক ললিত মোদী।
নিজের এক্স হ্যান্ডেল থেকে, একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে দাবি করেন যে এতে ভারতীয় ক্রিকেটের লাভ নয়, উল্টে ক্ষতি হবে। তিনি টুইটে জানান, 'সম্ভবত ভারতীয় ক্রিকেটে এটি একটি ধ্বংসাত্মক প্রকল্প হতে চলেছে। কে নেয় এমন সিদ্ধান্ত? এইসব পাগলামো ছাড়া আর কিছুই না। একমাত্র বোকারাই এমন সিদ্ধান্ত নিতে পারে। কেউ কোনও দিন এমন কাজ ভুলেও করবে না। যারা কিছু জানে না একমাত্র তারাই এসব বুদ্ধি নিয়ে আসতে পারে। যাই হোক এটা ওরা করতে পারে না। কোনও ভাবেই সম্ভব না ২০০৮ সালের চুক্তি অনুযায়ী।'
উল্লেখ্য, ২৬ নভেম্বর সব ফ্র্যাঞ্চাইজিরা জমা করে দেয় নিজেদের দলের ক্রিকেটারদের 'রিটেনশন ও রিলিজ' তালিকা। এরপর ১৯ ডিসেম্বর দুবাইয়ের 'কোকা কোলা এরিনা'তে হয় মিনি নিলাম। তবে, টুর্নামেন্ট কবে শুরু হবে, সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। জানা গিয়েছে, নতুন মরসুম শুরু হওয়ার কথা মার্চ-এপ্রিলে। কিন্তু সেই সময়ে, গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন চলার সম্ভাবনা রয়েছে। তাই, এখনও পর্যন্ত খেলার সূচিকে ঘিরে কোন সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড।