বল লেগে ব্যাট ভেঙে হিট উইকেট হয়ে আউট হওয়ার ঘটনা বিশ্ব ক্রিকেটে সচরাচর দেখা যায় না। এবার তেমনই এক ঘটনার সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। তবে এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের মাটিতে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সামারসেট নেমেছে কেন্টের বিরুদ্ধে। আর সেই ম্যাচেই ঘটে এমন ঘটনা।
টনটনে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে সামারসেট। আর সেই ম্য়াচে তিন নম্বরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ক্রিকেটার লুইস গোল্ডসওয়ার্দি জ্যাসকরন সিংয়ের বলে হিট উইকেট হয়। যদিও তাঁর ব্যাট সরাসরি উইকেটে লাগেনি। বলা ভালো জ্যাসকরন সিংয়ের বল লুইসের ব্যাটে লাগে, তারপরই ব্যাট ভেঙে একটি টুকরো উইকেটে লাগে। লুইস যা দেখে অবাকও হয়ে যান। এমনকী বোলার জ্যাসকরনও কিছু বুঝতেই পারেননি।
যদিও জ্যাস বল করার পরই আম্পায়ার নো বল ঘোষণা করেন। ফলে লুইস আউট হননি। তবে মাঠে থাকা অনেকেই এই ঘটনায় অবাক হয়ে যান বটে। তবে হাস্যকর পরিস্থিতির সৃষ্ঠি হয়। হেসেও ফেলেন দুই দলের ক্রিকেটাররা। তবে এই ম্যাচে বড় রান করেন লুইস। ২০৩ বলে ১২২ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল মাত্র ১২টি বাউন্ডারির সৌজন্যে। পাশাপাশি টম লেমনবিও ১৫১ বলে ১০৯ রান করেন মাত্র ১৬টি বাউন্ডারির সৌজন্যে। ৪ উইকেট হারিয়ে সামারসেট ৪০৪ রানে ডিক্লেয়ার ঘোষণা করে।
জবাবে ব্যাট করতে নেমে কেন্টেরও অবস্থা বেশ খারাপই বলা চলে। মাত্র ১৬ রানে ২ উইকেট পড়ে গিয়েছে। ফলে পরিস্থিতি যে খুব একটা ভালো নয়, তা বলার অপেক্ষা রাখে না। তবে কাউন্টিতে মজার ঘটনা নতুন কিছু নয়, এর আগেও অনেক মজার ঘটনা দেখা গিয়েছে। এই মুহূর্তে অনেক ভারতীয় ক্রিকেটারও কাউন্টিতে খেলছেন। উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল কাউন্টি খেলছেন নিজেদের ঝালিয়ে নিতে। বিশেষ করে যারা টেস্ট ক্রিকেটার তারা এখন টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিচ্ছেন। কারণ সামনেও ওডিআই বিশ্বকাপ। ফলে বিশ্বকাপের আগে এবং আগামী দুই মাসে কোনও টেস্ট সিরিজ নেই। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। ফলে যা টেস্ট সিরিজ শুরু হবে বিশ্বকাপের পরে। ফলে টেস্ট ক্রিকেটারদের এটাই সেরা সুযোগ নিজেদের ঝালিয়ে নেওয়ার। ঠিক সেই কারণেই বিভিন্ন দেশের ক্রিকেটাররা সেই টুর্নামেন্টে অংশ নিয়েছেন।