LPL 2023: বাইশ গজে উইকেট পাওয়ার পরে প্রত্যেক বোলারই নিজের নিজের স্টাইলে সেলিব্রেশন করে থাকে। তবে প্রত্যেকের স্টাইলই হয় একে অপরের থেকে একেবারে আলাদা। এই সেলিব্রেশন করে নিজেদের উচ্ছ্বাসকে প্রকাশ করেন প্রত্যেকে। এমনই সেলিব্রেশন রয়েছে পাকিস্তানের অভিজ্ঞ ফাস্ট বোলার হাসান আলির। উইকেট নেওয়ার পর এক অনন্য স্টাইলে উদযাপন করে থাকেন পাক বোলার। তবে সেটা যে সকলের জন্য প্রযোজ্য নয় সেটাই বুঝিয়ে দিলেন তিনি।
চলতি লঙ্কা প্রিমিয়ার লিগে (LPL 2023) বাবর আজমকে আউট করার পরে সেলিব্রেশনই করলেন না হাসা আলি। এই ছবি দেখে অবাক হয়েছেন ভক্তরা। এদিন কলম্বো স্ট্রাইকার্স ও ডাম্বুলা অরার মধ্যকার ম্যাচে ব্যক্তিগত ১১ রানে আউট হন বাবর আজম। তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখান হাসান আলি। বাবরকে আউট করার পর হাসান আলি তাঁর নিজস্ব স্টাইলে সেলিব্রেশনই করলেন না।
উল্টে দেখা যায় বাবর আজম যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন, তখন তাঁকে দেখে পাকিস্তানের বোলার হাসান আলি মুচকি হাসছিলেন। যেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। বাবর আজম লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন আর হাসান আলি ডাম্বুলা অরা ফ্র্যাঞ্চাইজি দলের অংশ। ম্যাচের পরে, হাসান আলি জানিয়েছিলেন তিনি কেন বাবর আজমকে আউট করে সেলিব্রেশন করেননি। হাসান আলি জানিয়েছেন তাঁর বাবর আজমের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। তিনি শুধু সতীর্থই নন, অধিনায়কও। সেই কারণেই তিনি তাঁকে আউট করে সেলিব্রেশন করেননি।
ম্যাচের পরে হাসান আলি বলেন, ‘তিনি আমাদের রাজা এবং আমার অধিনায়ক। তাঁর প্রতি আমার সবসময় শ্রদ্ধা রয়েছে। সেজন্য আমি তাঁকে আউট করে সেলিব্রেশন করিনি। আমি মনে করি তাঁকে বৃত্তে আউট করা আমার জন্য একটি বড় সেলিব্রেশন। আমরা সকলেই ভালো করেই জানি যে, যে কোনও সময় খেলা পরিবর্তন করার ক্ষমতা আছে তাঁর।’ এলপিএলে দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এলপিএল ২০২৩-এ সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি।
ডাম্বুলা আউরা এই ম্যাচটি জিতেছে। হাসান আলির দল ডাম্বুলা ওরা কলম্বো স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৫০ রানে জয় পেয়েছে। ডাম্বুলার দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলম্বো স্ট্রাইকার্সের দল মাত্র ১১৬ রান করতে পারে। ডাম্বুলা অরা ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং কলম্বো স্ট্রাইকার্স দল চার পয়েন্ট নিয়ে তালিকার একেবারে নীচে রয়েছে।