শুভব্রত মুখার্জি:-চলতি আইপিএলের মরশুমটা মিলিয়ে মিশিয়ে কাটছে লখনউ সুপার জায়ান্টস দলের কাছে। তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব রয়েছে। ঠিক যেমন রয়েছে তাদের অধিনায়ক কেএল রাহুলের ব্যক্তিগত পারফরম্যান্সেও। তবে শুক্রবার নিজেদের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে যেন অন্য এক লখনউ দলকে দেখল ক্রিকেট ভক্তরা। যারা সিএসকের মতন দলের বিরুদ্ধে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই টেক্কা দিল।
আর তাদের এই পারফরম্যান্সের ক্ষেত্রে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন অধিনায়ক রাহুল নিজে। দুরন্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করলেন তিনি। দিনের শেষে রাহুলের গলাতে ধরা পড়ল ম্যাচ জয়ের আনন্দ, উচ্ছ্বাস। রাহুল স্পষ্ট জানিয়ে দিলেন দিনের শেষে জিততে ভালো লাগে। জেতার পর মনে হয় যেন সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি।
এদিন ম্যাচের সেরা হওয়ার পরে রাহুল জানিয়েছেন, 'দিনের শেষে বেশ ভালো একটা উপলব্ধি কাজ করে। ম্যাচ জিততে পেরে খুবই খুশি। যখন ম্যাচ জিতি তখন দেখে মনে হয় যেন সব সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছি। তবে এটাও ঠিক সব সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়াটা খুব কঠিন। অনেক কিছু নির্ভর করে কী ধরনের উইকেটে খেলছি, কে ব্যাটার রয়েছে এই সবের উপরে। আমরা ঘন্টার পর ঘন্টা এইসব বিষয়ে ভাবনা চিন্তা করি। পরিকল্পনা করি। আমরা একধরনের বোলিং করা বা সেই স্টাইলের বিরুদ্ধে কীভাবে কী করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। ম্যাচের বিরতি পর্যন্ত দল যে সেটা সুন্দরভাবে কাজে লাগিয়েছে তা দেখেও ভালো লাগে। তবে ১৬০ রানে ওদের আটকে রাখতে পারলে বেশি খুশি হতাম। কারণ উইকেটটা বেশ স্লো ছিল।'
রাহুল আরও যোগ করেন, ‘এই উইকেটে ১৬০-১৬৫ ভালো স্কোর। তবে এরপর এমএসডি ব্যাট করতে নামে। ওঁকে দেখে বোলাররা মাঝেমধ্যে ভয় পেয়ে যায়। ফলে বোলাররা চাপে পড়ে যায়। আমি এর আগেও পরিবেশ পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেছি। কাজে আসেনি এতদিন।তবে সিএসকে ম্যাচে আমি সেটা করে দেখাতে পেরেছি। সিএসকে ওদের স্পিনার দিয়ে আমাদের রানের গতি আটকানোর চেষ্টা করে। আমরা আমাদের খেলা দিয়ে ম্যাচে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যখন লম্বা পার্টনারশিপ চলে তখন একদিকে কয়েকটা সুযোগ থাকে আপনার কাছে ঝুঁকি নেওয়ার।’
আরও পড়ুন:- একটি IPL-এ টেল-এন্ডার হিসেবে সব থেকে বেশি রান আশুতোষের, দেখুন সেরা ৫-এর তালিকা
শেষে রাহুল বলেন, ‘আমি খুশি আজকে যা করেছি সেটাই সফল হয়েছে। আমি মনে করি চেন্নাইয়ের মাঠে কোনদিন ভক্তরা আমাদের হয়ে গলা ফাটাবে না। আর আমি এরজন্য সতীর্থদের প্রস্তুত থাকতে বলেছি। আর কয়েকদিনের মধ্যেই সিএসকের সঙ্গে দেখা হবে। আমি এই ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছি।’
আরও পড়ুন:- IPL-এর ৫০ ম্যাচে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি উইকেট, চাহালদের রেকর্ড ভাঙলেন খলিল
উল্লেখ্য এদিন ম্যাচে রাহুল ৫৩ বলে ৮২ করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। প্রথম উইকেটে কুইন্টন ডি'কককে সঙ্গী করে তিনি ১৩৪ রান যোগ করে দলের জয়ের ভিত গড়ে দেন।