পরনে স্টাইলিশ সাদা-কালো চেক, ভিনটেজ লুক মিনি ড্রেস। পায়ে সাদা রঙের পেনসিল হিল জুতো। গলায় একটা পেনডেন্ট। বিভিন্ন স্টাইলে পোজ দিয়ে ফটোশ্যুট করেছেন জাহ্নবী কাপুর। নিজেই পোজ দিয়ে ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করেছেন জাহ্নবী।
তবে জাহ্নবীর সেই পোস্ট তাঁর লুকের থেকেও বেশি নজর কাড়ছে পেনডেন্টের লকেটটি। যেখানে জ্বলজ্বল করছে 'শিখু' লেখাটি। বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়াকে আদর করে 'শিখু' বলেই ডাকেন জাহ্নবী। তাঁরই সেই নাম পেনডেন্টের লকেটে খোদাই করেছেন জাহ্নবী। প্রসঙ্গত শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর সম্পর্কের কথা এখন আর গোপন নেই। বহুবার বলিপাড়ার বিভিন্ন পার্টিতে প্রকাশ্যে একসঙ্গেই দেখা গিয়েছে জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়াকে।
গত ডিসেম্বরে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়া। শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরেও আশীর্বাদ নিতে গিয়েছিলেন তাঁরা। আর তারপর থেকেই জাহ্নবী ও শিখরের সম্পর্কের কথা আর চাপা থাকেনি।
শিখর পাহাড়িয়া হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। শিখরের সঙ্গে জাহ্নবীর বন্ধুত্ব বহু পুরনো। তবে মাঝে তাঁদের ব্রেকআপ হয়ে গিয়েছিল বলেই শোনা গিয়েছিল। 'ধড়ক'-এর সময় শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে সে সম্পর্ক টেকেনি। ফের শিখরের কাছেই ফিরেছেন জাহ্নবী।
এদিকে জাহ্নবী এদিন ফটোশ্যুটের জন্য যে সাদা-কালো চেক, পাফড হাতা, লেস-আপ বেঁধা, বডিকন ফিট, মিনি, ভিনটেজ লুক ড্রেসটি পরেছিলেন, সেটির দাম শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। জানা যাচ্ছে, এই পোশাকটির ডিজাইন করেছেন মার্কিন ডিজাইনার ব্র্যান্ড অ্যালেসান্দ্রা। যেটির দাম ২,২৩২ ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১.৮৬ লক্ষ টাকা।
জাহ্নবীকে একজোড়া মুক্তার স্টাড কানের দুলও পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে দেখা গিয়েছে। পোশাকের সঙ্গে মিলিয়ে জাহ্নবীর মেকআপ করেছেন তানভি চেম্বুরকার। জাহ্নবীকে ন্যুড আইশ্যাডো, উইংড আইলাইনার, মাস্কারা-কোটেড ল্যাশ, গাঢ় ভ্রু, ব্লাশ গাল, গ্লোয়িং হাইলাইটার, হালকে বেস মেকআপ আর ন্যুড লিপস্টিকে দেখা গিয়েছে।