চার-ছক্কার বন্যা কর্ণাটক ক্রিকেট সংস্থার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট মহারাজা ট্রফিতে। মঙ্গলবার টুর্নামেন্টের হাই-স্কোরিং ম্যাচে পয়সা উসুল লড়াইয়ের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। হাই-স্কোরিং ম্যাচে শেষমেশ ম্যাঙ্গালোর ড্রাগনসের কাছে হার মানে করুণ নায়ারের নেতৃত্বাধীন মাইসোর ওয়ারিয়র্স।
চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মাইসোর। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন করুণ নায়ার। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৭৭ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন নায়ার।
এছাড়া মাইসোরের হয়ে ওপেন করতে নেমে ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন রবিকুমার সামর্থ। অপর ওপেনার অজিত কার্তিক ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৯ রান করে ক্রিজ ছাড়েন। রাহুল রাওয়াত ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৪ রান করে আউট হন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২০ রান করেন তুষার সিং। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন মনোজ ভান্দাগে। ১টি বাউন্ডারির সাহায্যে ১ বলে ৪ রান করে নট-আউট থাকেন জগদীশা সূচিত। ম্যাঙ্গালোরের হয়ে ১টি করে উইকেট নেন আদিত্য গোয়েল, প্রতীক জৈন, জ্ঞানেশ্বর নবীন ও কৃষ্ণাপ্পা গৌতম।
মাইসোরের ঝুলিয়ে দেওয়া বিরাট রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ম্যাঙ্গালোর শুরু থেকেই ঝড় তোলে। বিআর শরৎ-এর ঝোড়ো শতরানে ভর করে তারা ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২০২ রান তুলে নেয়। ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে ড্রাগনস।
শরৎ ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৭ বলে শতরানের গণ্ডি টপকান। শেষমেশ ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১১১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন শরৎ।
এছাড়া ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৫৪ রান করেন রোহন পাতিল। মাইসোরের জগদীশা সূচিত ২টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন শরৎ।