মেয়েদের ইউরোপীয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে স্মরণীয় জয় ইতালির। বুধবার ইসিসি উইমেন্স টি-১০ লিগে ইংল্যান্ড একাদশকে ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে ইতালির মেয়েরা।
কার্তামা ওভালে টস জিতে ইতালিকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড একাদশ। ইতালি নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান সংগ্রহ করে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ওপেনার মেতনারা রত্নায়কে। তিনি ৬১ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। ২৮ বলের ঝোড়ো ইনিংসে রত্নায়কে ৪টি চার ও ৬টি ছক্ক মারেন।
এছাড়া অপর ওপেনার দিলাইশা নানায়াকারা ২৮ রান করে করে সাজঘরে ফেরেন। ২৪ বলের সতর্ক ইনিংসে তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ইতালির দুই ওপেনারকেই সাজঘরে ফেরান শিয়ারা গ্রিন। এছাড়া এমিলিয়া বার্টরাম ২, কুমুদু পেডরিক ২ ও চতুরিকা মহামালাগে ৫ রানের যোগদান রাখেন।
ইংল্যান্ড একাদশের হয়ে গ্রিন ২ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। সাচি পাই ২ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন। ক্যাসিডি ম্যাককার্থি ২ ওভারে মাত্র ৭ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি তিনি।
খরুচে বোলিং করেন অ্যামি হুইলার ও বেথান এলিস। অ্যামি ২ ওভারে ৩২ রান খরচ করেন। এলিস ১ ওভারে ১৮ রান উপহার দেন। ১ ওভারে ১০ রান খরচ করেন মিলি টেলর।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড একাদশ ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০১ রানে আটকে যায়। মেগ অস্টিন দলের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করে নট-আউট থাকেন। ১৯ বলের ইনিংসে তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২২ রান করেন ক্যাসিডি ম্যাককার্থি।
বেথান এলিস ১০ বলে ১৮ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১০ রান করেন অ্যামি হুইলার। মেগান স্ট্রাজ ৫, সাচি পাই ১, লিবি থমাস ২ ও ম্যাডি ওয়ার্ড ১ রানের যোগদান রাখেন। শূন্য রানে আউট হন বেথান গ্যামন।
ইতালির রেজিনা সুদাহাজাই ২ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন চতুরিকা মহামালাগে। ম্যাচের সেরা হন রত্নায়কে।