আইপিএল নিলাম থেকে আনকোরা ক্রিকেটার কিনে কেকেআর বরাবর চমক দেয়। এমনকি টেনিস বলে গলি ক্রিকেট খেলা লোকজনকেও দেখা গিয়েছে কেকেআরের স্কোয়াডে। আইপিএল ২০২৪-এর মিনি নিলামেও তার অন্যথা হল না। এবার কেকেআরের চমক ১৯ বছরের শাকিব হুসেন।
বিহারের ডানহাতি পেসার শাকিবকে এবার আইপিএল নিলাম থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কে এই শাকিব, তাঁর ভূমিকাটাই বা কী, ভারতীয় ক্রিকেট নিয়ে বিস্তর খোঁজখবর রাখা লোকজনের কাছেও নিতান্ত অজানা এই সব তথ্য। নিলামের পরে স্পটলাইটে আসা শাকিবকে কেন কলকাতা দলে নেয়, অবশেষে মিলল তার উত্তর।
সোশ্যাল মিডিয়ায় শাকিবের বোলিংয়ে ভিডিয়ো সামনে আসে। তরুণ পেসারের আগুনে বোলিংয়ের নমুনা দেখে আশ্বস্ত হতে পারেন নাইট সমর্থকরা। ম্যাচে কতটা সুযোগ মিলবে, বলা মুশকিল। তবে নিতান্ত ভুল ক্রিকেটারকে যে দলে নেয়নি কলকাতা, সেটা বোঝা যায় শাকিবের বোলিংয়ের ঝলক দেখেই।
এবছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে নামেননি শাকিব। খেলেননি বিজয় হাজারে ট্রফিতেও। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা বলতে ২০২২ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফির ২টি ম্যাচ। ইন্দোরে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ২ ওভার বল করে ২৭ রান খরচ করেন শাকিব। কোনও উইকেট পাননি তিনি। পরে গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ২০ রান খরচ করে ৪টি উইকেট নেন শাকিব। সেই ম্যাচে তিনি আউট করেন প্রিয়েশ প্যাটেল, চিরাগ গান্ধী, সৌরভ চৌহান ও রিপল প্যাটেলকে।
অর্থাৎ, ২টি টি-২০ ম্যাচে সাকুল্যে ৪ ওভার বল করে ৪৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেওয়ার পরে সরাসরি আইপিএলের আঙিনায় মাথা গলিয়ে দেন শাকিব। বিহারের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে মাঠে নেমে পড়ার হাতছানি রয়েছে তাঁর সামনে।
আসন্ন আইপিএল মরশুমে কেকেআরের জার্সিতে মাঠে নামার সুযোগ পান অথবা না-পান, শাকিব ইতিমধ্যেই গর্বিত করেছেন বিহারকে। তিনি বিহারের তরুণ ক্রিকেটারদের আইপিএল খেলার স্বপ্ন দেখাতে শুরু করেছেন নিশ্চিত। রাজ্যকে গর্বিত করা শাকিবের সমর্থনে ইতিমধ্যেই পোস্টার পড়তে শুরু করেছে তাঁর ছোট্ট শহরে। আসলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ার জন্য শাকিবকে অভিনন্দন জানাতেই এই পোস্টার দেখা যায় গোপালগঞ্জে। এখন দেখার যে, তরুণ শাকিব হুসেন মাঠের লড়াইয়ে আলাদা করে নিজের জাত চেনাতে পারেন কিনা।