প্রায় এক দশক পর ‘আইপিএল সার্কাস’-এ প্রত্যাবর্তন করেছেন অস্ট্রেলিয়ান পেস স্পিয়ারহেড মিচেল স্টার্ক। মঙ্গলবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের সময়ে নতুন বলে তাঁর দক্ষতা প্রদর্শন করেছেন স্টার্ক। তবে ডেথ ওভারে রিঙ্কু সিংয়ের হাতে বেদম পিটুনিও খেয়েছেন স্টার্ক।
স্টার্ক ২০১৪ এবং ২০১৫ মরশুমের পর আর আইপিএল খেলেননি। এই দুই বছর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে অংশ নিয়েছিলেন। ২০১৮ সালে কেকেআর তাঁকে দলে নিলেও, চোটের কারণে পুরো মরশুম থেকে তিনি বাদ পড়েন।
শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি, গত বছরের ডিসেম্বরে সর্বকালের নিলামের রেকর্ড ভেঙে দিয়ে নিজেদের পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কিনে নেয়। আইপিএলের নিলামে কোনও প্লেয়ারকে এত বেশি দামে কখনও কেনেনি কোনও দল।
আরও পড়ুন: DRS অতীত, নির্ভুল সিদ্ধান্তের জন্য 2024 IPL-এ ব্যবহৃত হতে চলেছে স্মার্ট রিপ্লে
টিম গোল্ডের বিপক্ষে নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচে টিম পার্পলের হয়ে প্রতিনিধিত্ব করেন ৩৪ বছর বয়সী তারকা। তবে খুব ইতিবাচক পারফরম্যান্স তিনি করেননি। তবে স্টার্ক নতুন বলে কিছুটা ভালো বোলিং করেছেন। তিনি তাঁর প্রথম ওভারে রহমানুল্লাহ গুরবাজ এবং ১৮ বছর বয়সী আংক্রিশ রঘুবংশীকে বেশ বিপাকেও ফেলেছিলেন।
তিনি ইডেনের ধীর গতির উইকেটেই অদ্ভূত বাউন্স তৈরি করেছিলেন। কারণ ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী আংক্রিশ অফ-স্টাম্পের বাইরে কয়েক বার পরাজিত হয়েছিলেন। স্টার্ক আফগান ব্যাটসম্যান গুরবাজকে একটি ভয়ানক বাউন্স দিয়ে সমস্যায় ফেলেছিলেন। এবং তাঁকে এলবিডব্লিউও করেন। তিনি প্রথম ওভারে ১ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।
আরও পড়ুন: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ব্যাটিং গভীরতা আকাশছোঁয়া, তবে কনওয়ে, পাথিরানার চোট বড় ধাক্কা CSK-এর
ডিপ ফাইন লেগে ফিল্ডিং করার সময়েও তৎপর ছিলেন স্টার্ক। ইনিংসের দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেলের বলে বেঙ্কটেশ আইয়ারকে আউট করতে দুরন্ত একটি ক্যাচ নেন। তৃতীয় ওভারে বল করতে এসে, স্টার্ক আবারও আংক্রিশকে সমস্যায় ফেলেন। তবে আংক্রিশ ধাতস্ত হয়ে স্টার্ককে পরপর দু'টি বাউন্ডারিও হাঁকান।
স্টার্কও দু'-একটি বাউন্ডারি বাঁচানোর সময়ে বেশ জোরে দৌড়েছেন। ভালো ফিল্ডিং করার চেষ্টা করেছেন। ডেথ ওভারে ক্রিজে রিঙ্কু সিং এবং মনীশ পান্ডে যখন ছিলেন, তখন স্টার্ককে বোলিং করতে ডাকা হয়েছিল। রিঙ্কু তো নিজের মেজাজে স্টার্ককে পেটান। শেষ ওভারে ২০ রান দিয়ে বসেন স্টার্ক। এদিন ৪ ওভার বল করে ৪০ রান দিয়ে ১ উইকেট নেন আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার। তবে সামগ্রিক ভাবে স্টার্ক শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাদের টুর্নামেন্ট-ওপেনারের আগে নিজেকে কিছুটা ঝালিয়ে নিতে পেরেছেন।