জল্পনা চলছে, এ বারেই হয়তো শেষ বারের মতো আইপিএলে খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে ৪২ বছর বয়সি মহেন্দ্র সিং ধোনিকে। আর ধোনি চাইবেন, মদুরেণ সমাপয়েৎ করতে। তার জন্য এবারও শিরোপা ধরে রাখতে মরিয়া থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে মরশুম শুরু হওয়ার আগে জেনে নিন সিএসকে-র শক্তি এবং দুর্বলতা কী রয়েছে!
শক্তি কী?
এমএস ধোনি সিএসকে-র সবচেয়ে বড় শক্তি। তিনি জানেন, কী ভাবে সবার থেকে সেরাটা বের করতে হয়। অধিনায়ক হিসেবে ১৩৩টি জয় এবং ৯১টি পরাজয় রয়েছে তাঁর তালিকায়। ধোনিই একমাত্র খেলোয়াড়, যিনি আইপিএলে ২২৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন (রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে এক মরশুম সহ)। মোদ্দা কথা, মহেন্দ্র সিং ধোনি সবার কাছে গ্রহণযোগ্য এক নেতা।
রুতুরাজ গায়কোওয়াড় ওপেনিং ব্যাটার হিসেবে চেন্নাইয়ের দলের বড় ভরসা। সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়দের একজন রুতু। তিনি ২০২৩ আইপিএলে ৫৯০ রান করেছিলেন। কনওয়ে না থাকার কারণে রাচিন রবীন্দ্রর সঙ্গে ওপেন করবেন রুতু।
এছাড়াও সিএসকে-র মিডল অর্ডার বেশ শক্তিশালী। ডারিল মিচেল, অজিঙ্কা রাহানে এবং শিবম দুবেরা রয়েছেন। ২০২৩ আইপিএলে সিএসকে-কে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাহানে এবং দুবে। সেই সঙ্গে ১৪ কোটি টাকায় কেনা প্লেয়ার মিচেল আরও শক্তিশালী করবে চেন্নাইয়ের মিডল অর্ডার। মিচেল সম্প্রতি দুরন্ত ছন্দে রয়েছেন।
সিএসকে-র অলরাউন্ডাররাও বিশ্বমানের। রবীন্দ্র জাদেজা এবং মিচেল স্যান্টনার অভিজ্ঞ স্পিনার হিসেবে তাদের বড় অক্সিজেন। এছাড়াও অভিজ্ঞ মইন আলিও রয়েছেন। এঁরা প্রত্যেকেই ম্যাচ উইনার।
আরও পড়ুন: RCB-র একাদশে চার বিদেশি কারা হবেন? ইমপ্যাক্ট প্লেয়ারের শর্টলিস্টে আছে কারা?
সিএসকে-এর বোলিং বিভাগও বেশ নজর কাড়া। পেস বিভাগে, দীপক চাহার রয়েছেন। শার্দুল ঠাকুরও বড় ভরসা হবে। এই দুই তারকা আবার ব্যাট হাতেও সাবলীল। যে কারণে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং গভীরতা আকাশছোঁয়া। পাথিরানাকে শুরু থেকে না পাওয়া গেলেও, খেলতে পারেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর বাংলাদেশের হয়ে ৩০০ আন্তর্জাতিক উইকেটের মালিক হয়েছেন। সিএসকে-র বেঞ্চও বেশ শক্তিশালী।
দুর্বলতা কী?
চেন্নাই সুপার কিংসে ফাঁক খুবই কম রয়েছে। একটি বড় ধাক্কা হল, ডেভন কনওয়ের অনুপস্থিতি। চোটের জন্য তিনি ছিটকে গিয়েছেন। পাথিরানাকেও শুরু থেকে পাওয়া যাবে কিনা, সন্দেহ রয়েছে। এছাড়া সিএসকে টিমে প্যাট কামিন্স, জসপ্রীত বুমরাহ বা মিচেল স্টার্কের মতো বোলার নেই। যেটা একটি সমস্যা হতে পারে। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচগুলির ক্ষেত্রে।
এক্স ফ্যাক্টর
চেন্নাই সুপার কিংসের এক্স ফ্যাক্টর অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। তাঁর ঠাণ্ডা মাথা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা, কম্পিউটারের মতো মস্তিষ্ক- এই সবই বাকি দলগুলোর চেয়ে চেন্নাই সুপার কিংসকে এগিয়ে রাখবে।