এক টানটান উত্তেজনা ভরা ম্যাচের সাক্ষী থাকল গোটা ইডেন গার্ডেন্স। সিএবি প্রথম ডিভিশন ক্রিকেট লিগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়। এবার ক্রিকেটের ময়দানেই জমে উঠল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। একেবারে হারের মুখ থেকে নিজেদের উদ্ধার করল ইস্টবেঙ্গল। হারা ম্যাচ ড্র করল তারা। মোহনবাগানের দেওয়া ১৫ রানের লিড টপকাতে নেমেও রীতিমতো তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ইস্টবেঙ্গলের ব্যাটিং অর্ডার। সৌজন্যে ইশান পোড়েলের চার উইকেট। তবে ইস্টবেঙ্গলের হয়ে ব্যাট হাতে একদিকে দেওয়ালের মতো দাঁড়িয়েছিলেন সৌরভ পাল। কিন্তু তিনিও সফল হননি বড় রান স্কোরবোর্ডে তুলতে। তবে সবমিলিয়ে ম্যাচ ছিল জমজমাটি।
প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ের পরও ঘুরে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল। যদিও এই ম্যাচে বিপক্ষের থেকে সামান্য হলেও এগিয়ে ছিল মোহনবাগান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও, একেবারেই প্রভাব ফেলতে পারেনি তারা। ৭৪ ওভার শেষ হওয়ার আগেই ১৬৯ রানে অলআউট হয়ে যায় ইস্টবেঙ্গল। লাল হলুদের তরফ থেকে দেখার মতো ছিল সৌরভ পালের ব্যাটিং। মোহনবাগানের বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে তিনি একপ্রকার পাহাড় হয়ে দাঁড়িয়ে ছিলেন। চাপের মধ্যেও তিনি হাঁকালেন অর্ধশতরান। তাঁর মোট সংগ্রহ ৫৮।
অন্যদিকে, মোহনবাগানের হয়ে বল হাতে একটি বিধ্বংসী বোলিং উপহার দিলেন ডান-হাতি মিডিয়াম পেসার ইশান পোড়েল। দ্বিতীয় ইনিংসে তাঁর মোট উইকেটের সংখ্যা চার। জবাবে ম্যাচ জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তৃতীয় এবং অন্তিম দিনের শেষে মোহনবাগানের রান দাঁড়ায় ১৩ ওভারে এক উইকেট হারিয়ে ৯৪। ম্যাচের সেরা হন অধিনায়ক সুদীপ কুমার ঘরামী। দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ছিলেন ৩৯ রানে।
প্রথম ইনিংসে লিড নেওয়ায় ৮ পয়েন্ট সংগ্রহ করল মোহনবাগান। অন্যদিনে ইস্টবেঙ্গলের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। এবার দেখার বিষয় আগামী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে দেখায় দুই দল। তারা কি পারবে গ্রুপ পর্বে টেবিল টপার হতে? শেষে গিয়ে কে করবে বাজিমাত? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই। তবে ৮ পয়েন্ট সংগ্রহ করায় খুশি মোহনবাগান সমর্থকরা। এই মুহূর্তে মোহনবাগানের ফুটবল দল পরপর ম্যাচ হেরে ব্যর্থতার মধ্যে দিয়ে চলছে। তারই মধ্যে সমর্থকদের কিছুটা হলেও স্বস্তি দিলেন সবুজ মেরুন ক্রিকেটাররা।