বাংলা নিউজ > ক্রিকেট > MB vs EB: পোড়েলের চার উইকেট, ক্রিকেট ডার্বি থেকে ৮ পয়েন্ট ঘরে তুলল মোহনবাগান

MB vs EB: পোড়েলের চার উইকেট, ক্রিকেট ডার্বি থেকে ৮ পয়েন্ট ঘরে তুলল মোহনবাগান

ম্যাচ শেষে মোহনবাগানের ক্রিকেটাররা। ছবি-সিএবি মিডিয়া

সিএবির প্রথম ডিভিশন লিগের ডার্বি ড্র হল। প্রথম ইনিংসে লিড নেওয়ায় ৮ পয়েন্ট পেল মোহনবাগান। ইস্টবেঙ্গলের ভাগ্যে জুটল মাত্র ২ পয়েন্ট।

এক টানটান উত্তেজনা ভরা ম্যাচের সাক্ষী থাকল গোটা ইডেন গার্ডেন্স। সিএবি প্রথম ডিভিশন ক্রিকেট লিগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়। এবার ক্রিকেটের ময়দানেই জমে উঠল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। একেবারে হারের মুখ থেকে নিজেদের উদ্ধার করল ইস্টবেঙ্গল। হারা ম্যাচ ড্র করল তারা। মোহনবাগানের দেওয়া ১৫ রানের লিড টপকাতে নেমেও রীতিমতো তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ইস্টবেঙ্গলের ব্যাটিং অর্ডার। সৌজন্যে ইশান পোড়েলের চার উইকেট। তবে ইস্টবেঙ্গলের হয়ে ব্যাট হাতে একদিকে দেওয়ালের মতো দাঁড়িয়েছিলেন সৌরভ পাল। কিন্তু তিনিও সফল হননি বড় রান স্কোরবোর্ডে তুলতে। তবে সবমিলিয়ে ম্যাচ ছিল জমজমাটি।

প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ের পরও ঘুরে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল। যদিও এই ম্যাচে বিপক্ষের থেকে সামান্য হলেও এগিয়ে ছিল মোহনবাগান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও, একেবারেই প্রভাব ফেলতে পারেনি তারা। ৭৪ ওভার শেষ হওয়ার আগেই ১৬৯ রানে অলআউট হয়ে যায় ইস্টবেঙ্গল। লাল হলুদের তরফ থেকে দেখার মতো ছিল সৌরভ পালের ব্যাটিং। মোহনবাগানের বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে তিনি একপ্রকার পাহাড় হয়ে দাঁড়িয়ে ছিলেন। চাপের মধ্যেও তিনি হাঁকালেন অর্ধশতরান। তাঁর মোট সংগ্রহ ৫৮।

অন্যদিকে, মোহনবাগানের হয়ে বল হাতে একটি বিধ্বংসী বোলিং উপহার দিলেন ডান-হাতি মিডিয়াম পেসার ইশান পোড়েল। দ্বিতীয় ইনিংসে তাঁর মোট উইকেটের সংখ্যা চার। জবাবে ম্যাচ জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তৃতীয় এবং অন্তিম দিনের শেষে মোহনবাগানের রান দাঁড়ায় ১৩ ওভারে এক উইকেট হারিয়ে ৯৪। ম্যাচের সেরা হন অধিনায়ক সুদীপ কুমার ঘরামী। দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ছিলেন ৩৯ রানে।

প্রথম ইনিংসে লিড নেওয়ায় ৮ পয়েন্ট সংগ্রহ করল মোহনবাগান। অন্যদিনে ইস্টবেঙ্গলের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। এবার দেখার বিষয় আগামী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে দেখায় দুই দল। তারা কি পারবে গ্রুপ পর্বে টেবিল টপার হতে? শেষে গিয়ে কে করবে বাজিমাত? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই। তবে ৮ পয়েন্ট সংগ্রহ করায় খুশি মোহনবাগান সমর্থকরা। এই মুহূর্তে মোহনবাগানের ফুটবল দল পরপর ম্যাচ হেরে ব্যর্থতার মধ্যে দিয়ে চলছে। তারই মধ্যে সমর্থকদের কিছুটা হলেও স্বস্তি দিলেন সবুজ মেরুন ক্রিকেটাররা।

ক্রিকেট খবর

Latest News

রিঙ্কু সিংয়ের হাতে ‘Gods Plan’ ট্যাটু! লুকিয়ে রয়েছে আরও রহস্য! জানুন ওর থেকেই… 'পাকিস্তানে ভদ্র ভাবে...', পড়শি দেশে যাওয়ার আগে শান্ত গলায় কড়া বার্তা জয়শংকরের জেলেই মটন বিরিয়ানি, বাসন্তী পোলাও, পায়েস পাবেন সন্দীপরা! একেবারে এলাহি মেনু তৈরি খুনের কথা স্বীকার করেছে ধৃত মোস্তাকিন, জয়নগরে কিশোরীর দেহ উদ্ধারে জানালেন SP দেবকে দেখে ‘চোখে জল’ শুভশ্রীর! কুণাল ঘোষের দাবির পরই ভিডিয়ো বার্তা দিল রাজের বউ GST সমেত ৭৯ হাজার ছুঁই ছুঁই সোনা, আজ কলকাতায় ফের বাড়ল হলুদ ধাতুর দাম পুজোর মধ্যেই পার্থ-জ্যোতিপ্রিয়র 'মুক্তি' ভীষণ কুসংস্কার আচ্ছন্ন! কোথাও গেলে লোকে ভাবে আমি স্নান করি না,ওটা আসলে…: অনন্যা বয়সের ফারাক ২০ বছর! ঐশ্বর্যর সঙ্গে বিশেষ সম্পর্ক এই কন্য়ের, যাকে ডেট করছেন রণবীর 'সঞ্জয় রায়কে প্ররোচনা...', আরজি কর কাণ্ডে আদালতে লিখিত দিল CBI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.