বরাবরই 'ফেয়ার প্লে'র জন্য পরিচিত নিউজিল্যান্ড ক্রিকেট দল। কোনও ঝামেলায় জড়াতেও দেখা যায় না কিউয়ি ক্রিকেটারদের। অনেকটা শান্ত স্বভাবের তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু এবার তাদেরই দলের এক সদস্যের বিরুদ্ধে উঠে এলো বিধিভঙ্গের অভিযোগ। নিউজিল্যান্ডের টেস্ট দলের ক্রিকেটার হেনরি নিকোলসের বিরুদ্ধে অভিযোগ উঠল 'বল বিকৃতির'র। একটি ফুটেজে ধরা পড়েছে এই চিত্র। আম্পায়াররা ইতিমধ্যেই ফুটেজ সহ অভিযোগ জানিয়েছে নিকোলসের বিরুদ্ধে। জানা গিয়েছে, নিকোলস ক্যান্টারবাড়ি প্রভিন্স ও অকল্যান্ডের মধ্যে প্লাংকেট শিল্ড ম্যাচ চলাকালীন এন্ড পাল্টানোর সময় কিউই তারকাকে নিজের হেলমেটে বল ঘষতে দেখা গিয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, 'নিকোলসের বিরুদ্ধে বিধভঙ্গের ৩.১ নিয়ম অনুযায়ী ও ১.১৫ ধারা অনুযায়ী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে, ক্যান্টারবাড়ি প্রভিন্স ও অকল্যান্ডের মধ্যে হ্যাগলে ওভালে প্লাংকেট শিল্ড ম্যাচের তৃতীয় দিনে।' এই বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বক্তব্য, 'ইতিমধ্যে অভিযোগটি পাঠানো হয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটের সাথে যুক্ত একজন কমিশনারের কাছে। শুনানির কোনও তারিখ এখনও জানানো হয়নি। তবে এই মাসে শেষের দিকে নিকোলস আসবে বাংলাদেশে নিউজিল্যান্ড দলের সঙ্গে টেস্ট খেলতে।' যদিও, এই অভিযোগ সম্বন্ধে নিউজিল্যান্ডের টেস্ট তারকার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই ম্যাচে অকল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ক্যান্টারবাড়ি। অকল্যান্ড প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে প্রথম ইনিংসে ক্যান্টারবাড়ি ৯ উইকেটে ৪১৩ রানে ডিক্লেয়ার দিয়ে দেয়। শতরান করেন হেনরি নিকোলস। তিনি অপরাজিত থাকেন ১২০ রানে। অবশেষে ম্যাচটি ৮ উইকেটে জেতে ক্যান্টারবাড়ি। এটি প্ল্যাঙ্কেট শিল্ড প্রতিযোগিতার প্রথম জয় ক্যান্টারবাড়ির। এই মুহূর্তে তারা রয়েছে চতুর্থ স্থানে। এই মুহূর্তে নিউজিল্যান্ডের লিমিটেড ওভার দল ভারতে বিশ্বকাপ খেলছে এবং সেমিফাইনালে টিকিট কার্যত পাকা করে ফেলেছে। তারা মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার ওয়ানখেড়ে স্টেডিয়ামে।
প্রসঙ্গত বল বিকৃতির ঘটনা এই প্রথম ঘটেছে এমনটা একেবারেই নয়। এর আগেও বল বিকৃতির জন্য নির্বাসনে যেতে হয়েছে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের। এবার কিউয়ি ক্রিকেটাররের কি একই রকম কোনও শাস্তি হয় কিনা, তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। যদিও অভিযুক্ত এই নিউজিল্যান্ড ক্রিকেটার এখনও পর্যন্ত এই নিয়ে কিছু বলেননি।